নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

প্রিয়তমা,

০৩ রা আগস্ট, ২০২১ রাত ২:০১



প্রিয়তমা,
গতকাল ঘুম ভেঙেছে মোর টিয়ে পাখির ডাকে
আজ সকালে ভাঙলো ঘুম কোকিলের কুহু কুহু গানে
বারান্দায় গিয়ে দেখি তাদের অনেক কৌতূহলে
কড়ই গাছের আড়াল থেকে তন্ব তন্ব করে
খোঁজে বের করে।

প্রিয়তমা,
কোথায় লুকোলে? তোমার অনুপস্থিতি যেন
কবরের সুনসান নিরবতা— নির্মম প্রহসনে।

কোথায় তোমায় খুঁজি বলো তুমিহীন এমন নিঠুর রাতে?

কেমনে এ দুনয়ন মুদিবো ঘুমে তোমায় না পেয়ে
আছো কি না বেঁচে তা যদি না জানি
বলো কেমনে ভালো থাকি তোমার বিহনে।

আছো কী না ভালো খুশিতে ঝলোমলো
নাকি হারিয়ে গেলে দূরে চাপা অভিমানে।
কোথায় গেলে বলো পাবো তোমারে
কোথায় আছো তুমি কোন ছদ্ম নামে
কার মুখোশ পড়ে ।

ভালোবাসি তোমায় খুব লিখে দিলাম
কবিতার শব্দে শব্দে প্রতিচরণে
তোমার জন্য নীল খাম চিঠি আমার
প্রেমের আছে কীনা মনে?

এখনো তো আছে যে ঢের বাকি..
এখনো শুধু কবিতা নিয়েই থাকি
গল্প রম্য ফিকশন .. লেখা রয়েই গেলো বাকি।

ক্ষণিকের এই জীবনে কেউ বাচে না চিরকাল
এমনি করে সময় ফুরিয়ে যায়
কত লেখা গিজগিজ করে মগজে মননে
কাগজে হয় না যে তাদের ঠাই, নাকি মধু কবির মতো
শেষ বয়সে গিয়ে লিখবো দশহাতে শত শত..
খুঁজি শুধু তোমায় প্রেমের কবিতায়
যদি কাছে পাই কোথায় হারালে?
বিধে যদি কোন কাঁটা তোমার কোমল পায়
লাগে যদি কোন আঘাত তোমার প্র্রাণে
সময় কাটে মোর ভেবে ভেবে— তারই দূর্ভাবনায়।

প্রিয়তমা

লিখে দিলাম চিঠি— কবিতার বাহানায়
লিখে অনলাইনে পাঠিয়ে দিলাম—তোমার বিবেচনায়
জানিগো পড়বে তুমি তারে— যত্ন সহকারে
একান্ত অধিকারে—থাক না তুমি যেথায়।

প্রিয়তমা,

এসোগো এসো না মম নয়ন সমুখে
ভালোবেসে যাও ওগো ছুঁয়ে—মোরে
দাও ওগো নব উদ্যম পরিপুষ্ট করো
ধন্য করো হে মোরে— সুন্দরীতমা আমার।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০২১ সকাল ৯:১৩

খোলা জানালা। বলেছেন: অসাধারণ একটা কবিতা লেখা পড়লাম। ভালো লাগলো বেশ।

০৫ ই আগস্ট, ২০২১ ভোর ৪:১৩

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা আপনার জন্য। সুস্থ থাকুন করোনা মুক্ত থাকুন ।

২| ০৩ রা আগস্ট, ২০২১ সকাল ১০:০৯

হাবিব বলেছেন: স্যার, কবিতা অতীব সুন্দর হয়েছে।

০৫ ই আগস্ট, ২০২১ ভোর ৪:১৪

সেলিম আনোয়ার বলেছেন: হাবিব স্যার,

কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা আপনার জন্য। সুস্থ থাকুন করোনা মুক্ত থাকুন ।

৩| ০৩ রা আগস্ট, ২০২১ সকাল ১০:২৪

আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ আবেগময় স্মৃতিকথণ কবি দা অনেক শুভেচ্ছা রইল

০৫ ই আগস্ট, ২০২১ ভোর ৪:১৫

সেলিম আনোয়ার বলেছেন:
আলমগীর সরকার লিটন

কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা আপনার জন্য। সুস্থ থাকুন করোনা মুক্ত থাকুন ।

৪| ০৩ রা আগস্ট, ২০২১ দুপুর ২:১৭

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

০৫ ই আগস্ট, ২০২১ ভোর ৪:১৫

সেলিম আনোয়ার বলেছেন: রাজীব নুর ,


কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা আপনার জন্য। সুস্থ থাকুন করোনা মুক্ত থাকুন

৫| ০৩ রা আগস্ট, ২০২১ রাত ১০:৫৫

দেয়ালিকা বিপাশা বলেছেন: চমৎকার কবিতা

০৫ ই আগস্ট, ২০২১ ভোর ৪:১৬

সেলিম আনোয়ার বলেছেন: দেয়ালিকা বিপাশা,


কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা আপনার জন্য। সুস্থ থাকুন করোনা মুক্ত থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.