নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
হে মহীরুহ মহীয়ষি রমনী
আপনি ছিলেন পাশে সদা যোগ্য সহধর্মীনি হিসেবে
বঙ্গ বন্ধুর আনন্দ বেদনা বঞ্চনা অর্জনের প্রতিটি পদক্ষেপে।
আপনিই আগলে রেখেছেন
বঙ্গবন্ধু পরিবার সতত বহমান সংকট স্রোতের প্রতিকূলে
ত্যাগের মহিমায় ভাস্বর ছিলেন বলেই
একজন দেশপ্রেমিকের যথার্থ বঙ্গবন্ধু জাতির জনক হয়ে ওঠার পথ
সুগম হয়েছিল আপনি আর বঙ্গবন্ধু যেন একটি পাখির দুটি ডানা
আপনি এক সাফল্য সোপান যেন বঙ্গবন্ধুর প্রতিটি পদক্ষেপে।
হে মহয়ষী নারী আপনার অবদানও
তাই অসামান্য
বিশ্বের বিস্ময় স্বাধীন বাংলাদেশের অবাক অভ্যুদয়ে।
আপনিও দেশ গড়ার প্রতিটি সংগ্রামে নেপথ্য কারিগর।
হে বঙ্গমাতা,
আপনার জন্ম উনিশত ত্রিশের আজিকার এইদিনে
বিনম্র শ্রদ্ধা ও ফুলেল শুভেচ্ছা তাই— তব চরণতলে
আজিকার এই দিনে।
আপনার মর্মান্তিক জীবনাবসান দেশদ্রোহীদের রক্তের হোলি খেলায়
শোকাবহ পনেরই আগষ্ট বঙ্গবন্ধুর সনে সহমরণে
জনকের আজীবনের
হে সুযোগ্য সহধর্মীনি
হে বঙ্গমাতা !
তোমায় ছালাম শ্রদ্ধাবণত চিত্তে
নারী জাগরণের আপনিও অনন্ত প্রেরণা এক
সচেতন নারী সমাজে সোনার বাংলাদেশে সারা বিশ্বে..
বি. দ্র. বঙ্গবন্ধুর সহধর্মীনি বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা জন্মেছিলেন ১৯৩০ সালের ৮ আগষ্ট। সংগত কারণেই তিনি ছিলেন বাংলাদেশের প্রথম ফার্সট লেডী। তিনি শোকাবহ পনের আগষ্ট ১৯৭৫ স্বপরিবারে নিহত হয়েছিলেন। বঙ্গমাতাকে জন্মদিনে ফুলেল শুভেচ্ছা ও গভীর শ্রদ্ধা।
০৮ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: আপনাকে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।
২| ০৮ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:৫৩
কুশন বলেছেন: উনি যে কি করে মহীয়সী হন সেটাই আমার বুঝে আসে না।
০৮ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:০২
সেলিম আনোয়ার বলেছেন: তিনি বাংলাদেশের প্রথম ফারস্ট লেডী। তিনি বঙ্গবন্ধুর সহধর্মীনি। তিনি বর্তমান প্রধান মন্ত্রীর চিরো সম্মানিত পূজনীয় গর্ভধারীনি। তার ত্যাগ তিতিক্ষা কম নয়।
৩| ০৮ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:১৫
কল্পদ্রুম বলেছেন: সত্যিকারার্থে একজন সম্মান করার মতো মানুষ।
০৮ ই আগস্ট, ২০২১ রাত ১১:০০
সেলিম আনোয়ার বলেছেন: সাধারণের মাঝে অসাধারণ লুকিয়ে থাকে। তিনি তেমন একজন। আমার অনেক প্রিয় মানুষ। তাই বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসা দিলাম। ধন্যবাদ।
৪| ০৮ ই আগস্ট, ২০২১ রাত ৮:২৫
মরুভূমির জলদস্যু বলেছেন: কেউ কেউ নিরবে অনেক কিছু দিয়ে যায়।
০৮ ই আগস্ট, ২০২১ রাত ১১:০৫
সেলিম আনোয়ার বলেছেন: তিনি তেমনই একজন। তাই শ্রদ্ধাবোধ আরও বেশি। সুন্দর কমেন্টে অনেক ধন্যবাদ।
৫| ০৮ ই আগস্ট, ২০২১ রাত ১১:৪৪
কামাল১৮ বলেছেন: জীবনের একটা দীর্ঘ সময় শুখে দঃখে একসাথে কাটিয়েছেন,মারাও গেছেন একসাথে।শেখ মুজিবের সফলতার পেছনে তার অবদান আছে।
০৮ ই আগস্ট, ২০২১ রাত ১১:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: তাতো অবশ্যই। বঙ্গবন্ধুর সফলতা মানে ওনার সফলতা।
৬| ০৯ ই আগস্ট, ২০২১ সকাল ৯:০৩
ইসিয়াক বলেছেন: বিনম্র শ্রদ্ধা রইলো।
০৯ ই আগস্ট, ২০২১ রাত ১০:৫১
সেলিম আনোয়ার বলেছেন: শ্রদ্ধা জ্ঞাপনে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।
৭| ০৯ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:৫১
রাজীব নুর বলেছেন: শ্রদ্ধা জানাই।
০৯ ই আগস্ট, ২০২১ রাত ১০:৩১
সেলিম আনোয়ার বলেছেন: শ্রদ্ধা জ্ঞাপনে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।
৮| ০৯ ই আগস্ট, ২০২১ দুপুর ১:৫০
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হইছে
০৯ ই আগস্ট, ২০২১ রাত ১০:৫২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।
©somewhere in net ltd.
১| ০৮ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:৪৪
হাবিব বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা। কবিতা ভালো হয়েছে