নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

রাজহংসীনি

০৯ ই আগস্ট, ২০২১ রাত ২:৩২



রাজহংসীনি,

তুমি মম বুকের জমিনে শুয়ে থেকো
পরম নির্ভরতায়— অনন্ত কাল
মম হৃদকম্পন তব প্রেম অবগাহনে
অধীরতম কাব্য যেন এক —উদাসীর বাতায়নে।
তুমি বুঝে যাবে— এক নিমিষে;
তুমি খুঁজে পাবে, তোমার সেই কাঙ্ক্ষিত লাল কমল;
যার প্রতীক্ষায় প্রতিরাত শেষে ভোর হয়,
নব সম্ভাবনার নব উদয়ের বাণী বুকে লয়ে ।

রাজহংসীনি,

তুমি যেন প্রগাঢ় প্রেম এক
নির্জনে, একান্তই আমার ছন্দে বর্ণে অপূর্ব শব্দবিন্যাসে;
তোমার পদযুগল যেন মেঘনার মোহনা বঙ্গোপসাগরের মুখে
উচ্ছাসে তাই উত্তাল সমুদ্র; ঢেউ আছড়ে পরে সমুদ্র সৈকতে।

রাজহংসীনি,

তুমি বসন্তের উৎসবে সুরভি মেখে গুলে লালা
শরীর তোমার মেশকে আম্বর;
সাধনার পবিত্রতম বেদী যেন মম প্রাণে
আমি যেন ধ্যানমগ্ন সন্যাসী, তাতে সতত নিমগ্ন
পবিত্রতম যজ্ঞ সাধনে।

রাজহংসীনি,

তুমি হবে টুইটুম্বর সরোবর,
মম আষাঢ় শ্রাবণ— প্রেম অবগাহনে
উচ্ছ্বাস প্লাবনে।

রাজহংসীনি,

আমরা দু’জন হংসমিথুন যেন
অগাধ আস্থায় সসম্ভ্রমে— শাশ্বত সুন্দরের উপাসনায়
ফেলেছি যে নোঙার আমি তোমার অনুভূতির গভীরে
ভয় করিনা তাই শত ঝড় তুফানে।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৯ ই আগস্ট, ২০২১ সকাল ৭:৪৮

কামাল১৮ বলেছেন: মম শব্দটা সেকেলে,ইদানিং খুব একটা ব্যবহার হয় না।

০৯ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:৩২

সেলিম আনোয়ার বলেছেন: প্রিয়তমার পছন্দ মম। সুতরাং এটা থাকবে। তার মন বিগড়ে দেয়া আমার কাজ নয়। কবিতা আর কবির মিথষ্ক্রিয়া এখানেই স্বার্থক।

২| ০৯ ই আগস্ট, ২০২১ সকাল ৯:০৮

নব ভাস্কর বলেছেন: রাবীন্দ্রিক আমেজ।

ভালো লাগলো।

০৯ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৩| ০৯ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:৪৩

মরুভূমির জলদস্যু বলেছেন: প্রেমময় কবিতা, ভালো হয়েছে।

০৯ ই আগস্ট, ২০২১ দুপুর ১:২০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৪| ০৯ ই আগস্ট, ২০২১ দুপুর ১:০৬

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

০৯ ই আগস্ট, ২০২১ দুপুর ১:২০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৫| ০৯ ই আগস্ট, ২০২১ দুপুর ২:১৭

হাবিব বলেছেন: সুন্দর কবিতা

০৯ ই আগস্ট, ২০২১ রাত ১০:০০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.