নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

আমাদের যার যা কিছু আছে তাই নিয়ে

১০ ই আগস্ট, ২০২১ দুপুর ২:১৬




প্রতিটি গ্রামে শহরে মহল্লায় ঘরে ঘরে ঐক্য গড়ে তোল
ভুলে যাও অতীত গ্লানি ভেদাভেদ কাব্য সব— শিকেয় তোলে।
চলিছে ক্রান্তি কাল জীবানুর বিদ্রোহে— সাড়াশি আক্রমনে
মানব বিশ্ব যেন ধ্বংসের সমুখে অসহায় দাঁড়িয়ে।

ভয় পেলে চলবে না লাশের মিছিলে, শব যাত্রায়।
সচেতনতার বর্ম পড়ে ঘুরে দাঁড়াতে হবে
মোকাবেলা করতে হবে কোভিড নাইনটিন সবাই একসাথে
সংগবদ্ধ হয়ে, মহান একাত্তুরের মতো করে।

আদর্শিক দ্বন্দ্ব বিদ্বেষ আপাতত যাক তবে ছুটিতে
এসবে সময় অপচয়, পণ্ডশ্রম কেবল। করোনা রুখিতে
মনোনিবেশ করিতে হইবে সর্বাগ্রে।

আমরাতো মানুষ রক্ত মাংসে গড়া ভুলেরই আবাস
তবুওতো মানুষ মানুষেরই জন্য—
সুন্দর এই ধরাতে, যুগে যুগে মানুষেরই জয়লাভ
বৈরী পরিবেশেও মানুষ গড়েছে সেই ইতিহাস।

এবারো তার হয় না যেন তার কোন ব্যতিক্রম
এবারো হোক তার পুণরাবৃত্তি তবে।

আমাদের যার যা কিছু আছে—তাই নিয়ে হবে ঘুরে দাঁড়াতে।

এখনতো নয় কোন অন্ধকার যুগ— আইয়ামে জাহেলাত
যে যুগ যুগ ধরে চলবে ঝগড়া ফ্যাসাদ অহেতুক বিতর্কে ।

ভুলে যেতে হবে সব অযাচিত অহংবোধ
মানুষে মানুষে অহেতুক দ্বন্দ্ব।

এখনই ঘুরে দাঁড়াতে হবে নইলে যে সমূলে ধ্বংস অনিবার্য
মানুষ হয়ে মানুষকে ভালোবেসে পাশে দাঁড়াতে না পারিলে
কীসের মানুষ তারা? আর কীসেরই বা মানবতা?

জাতীয় স্বার্থে ইস্পাতসম দৃঢ়তায় ঐক্যবদ্ধ হয়ে
প্রমাণ করার এখনই সময়— জাতিগত শক্তির ও অমিত সম্ভাবনার
স্বাস্থ্যবিধি মেনে সততার ধ্বজা ধরে
ভুলে গেলে চলবে না মোরা যে একাত্তরের বিজয়ী বীর
জাতিগতভাবে দৃষ্টান্ত হয়ে আছি যেন গোটা পৃথিবীর।

আমরাও হতে পারি যে বরণীয়
যদিও দুঃখভারাক্রান্ত মন নিয়ে বলছি তা ।

এখনই সময় যে সুদৃঢ় প্রত্যয়ে প্রতিরোধের
এবারের সংগ্রাম করোনা থেকে মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম মাথা উচু করে দাড়িয়ে বেঁচে থাকার
জয় বাংলা….

উৎসর্গঃ বঙ্গবন্ধু


মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১০ ই আগস্ট, ২০২১ দুপুর ২:৩৩

রাজীব নুর বলেছেন: খেয়াল করে দেখবেন বাঙ্গালী কোনো কিছুতেই এক হতে পারে না। নানান রকম মতামত। শুধু মাত্র ক্রিকেট খেলার সময় সমস্ত বাঙ্গালী এক হয়ে যায়।

কবিতা সুন্দর হয়েছে।

১০ ই আগস্ট, ২০২১ বিকাল ৩:১১

সেলিম আনোয়ার বলেছেন: আমরা আছি মেতে বিজয়ের উৎসবে
গৌরবান্বিত এক সিরিজ জয়ে
অস্ট্রেলিয়াকে ভেঙে চুড়ে গুড়িয়ে দিয়ে
ব্যাঘ্রের মত প্রাধান্য বিস্তার করে
বিশ্বের দরবারে দৃষ্টান্ত হয়ে
থাকবে চিরদিন— এ্ই বিজয় তাই
নহে সামান্য বাঙালি তাই একাত্ব
করোনা জয়েও আমরা পারবো
জয় শেষে বিজীয়র হাসি আমরাই হাসবো
ক্রিকেট যেমন করে পারে
করোনা ক্রান্তিকালও পারবে
আমাদের এক সুতায় গেঁথে
একতা গড়ে দিতে জয় এনে দিতে
বাঙালি পারে পারবে পারতেই যে হবে....

কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

২| ১০ ই আগস্ট, ২০২১ দুপুর ২:৪১

সাসুম বলেছেন: বাহ! সুন্দর তো!

বিঃদ্রঃ বাংগালি হল পাছা বা পুটকির মত। সব সময় ভাগ হয়ে থাকবেই।

যতই বুঝান- কেউ এক হবেনা। একমাত্র ভাগ্য আমাদের বাচাতে পারে এই মহামারি থেকে

১০ ই আগস্ট, ২০২১ বিকাল ৩:২১

সেলিম আনোয়ার বলেছেন: স্রষ্টা সাহায্য করে তাদের যারা নিজেরা সচেষ্ট হয় নিজেদের উপকারে। বিশাল হৃদয় নিয়ে এগিয়ে আসতে হবে। তবেই যদি হয় ।

৩| ১০ ই আগস্ট, ২০২১ বিকাল ৩:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হইছে

১০ ই আগস্ট, ২০২১ বিকাল ৩:২৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

৪| ১০ ই আগস্ট, ২০২১ বিকাল ৩:৩০

রানার ব্লগ বলেছেন: জাতিগত ভাবে বাঙ্গালী আবেগী জাতি। এরা কখন কি করবে খোদ উপরওয়ালাই জানেন। একবার এক হয়েছিল ৭১ এ আবার কবে হয় কে জানে?

১০ ই আগস্ট, ২০২১ বিকাল ৩:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: এখনই এক হবার সময় নাহলে পস্তাতে হবে গুণতে হবে চড়া মাশুল।

৫| ১০ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:২১

চাঁদগাজী বলেছেন:



ব্লগারদের মনোভাব দেখলে কি মনে হয়, এই জাতির মানুষের মাঝে একতা হতে পারে?

১০ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:২৮

সেলিম আনোয়ার বলেছেন: চাঁদগাজী ব্লগাররা যেন জাতির দর্পন। চৌদ্দজনের আটাশ দল। ভাগ্যিস সবাই ব্লগার নন। ধরুন লাখ তিনেক ব্লগার বাদে বাকিরা যদি এক হয়ে যান । তবু তো হবে?

আশা করা ছাড়া যে অন্য কোন ভেলা যায় না দেখা্ । তাই আশার ভেলায় চড়ে থাকি ।

এটুকু বুঝি ঝগড়া ফ্যাসাদ বিতর্কের সময এটি নয়।

অবশ্য ব্লগে বড় বড় ফাইটার ্ আগেও ছিল বাস্তবে মানে রিয়েল লাইফে তারা এতটা নয়। সবাই মাই ডিয়ার টাইপ তাই আমরা আশা করতেই পারি ।

৬| ১০ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৫৫

পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর+

১১ ই আগস্ট, ২০২১ রাত ১২:২০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

৭| ১১ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:৪০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: বাংগালীদের মধ্যে সবাই বিদ্বান ও ডাক্তার কেউ কাহারো কথা শুনতে চায়না; এক হওয়া সেতো অনেক দূরের কথা।

২৮ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: মেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.