নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

কবিতার মতোই আবেগী প্রত্যাবর্তন তোমার

১২ ই আগস্ট, ২০২১ রাত ২:১৯



কবিতার মতোই আবেগী প্রত্যাবর্তন তোমার
রাত্রী নিশীথে— আমায় জাগিয়ে দিয়ে যাও
তোমার মায়াবী ঢং এ—সেই একই দাবীতে
আমাদের প্রেমে যেন জন্ম হয় একেকটি কবিতার।

তোমার কাব্যিক দ্যুতনায় ক্রমাগত পরিপুষ্ট সিক্ত এই আমি
কবি হয়ে ওঠি। তুমি যেন ভেজা রক্তজবা আষাঢ় শ্রাবণ নিশীথ যামিনী।

তুমি যেন রঙতুলি নিয়ে নিমগ্ন এক শিল্পী, আমাদের প্রেমের ক্যানভাসে
ইচ্ছে ডানা মেলে রঙিন প্রজাপতি— এঁকে দাও কাঙিক্ষত এপিটাফ।

হেমন্তের শিশির বিন্দুটির মত নও তুমি ক্ষণস্থায়ি— এই জীবনে।
তুমি যেন পদ্মা মেঘনা যমুনা বাংলা অববাহিকার চিরন্তনী কল কল ছন্দ হিল্লোল;
আমি তাতে দক্ষ মাঝি পানকৌড়ি ডুব— ডুব সাঁতারে দেব পাড়ি।

তুমি গেয়ে ওঠো বসন্ত কোকিলের মতো সুরেলা কন্ঠে;
তোমার প্রেম আহবানে আমি যেন— সতত নিবেদিত।
স্রষ্টা দিয়েছেন তোমায় অপরূপ রূপ;
তুমি রূপসী বাংলার অনন্ত জলধারা বিধৌত সুজলা সুফলা শস্য শ্যামলা জমি,
আমি যেন দক্ষ চাষী।

ভোরের সূর্য হয়েই ওঠি তোমার অন্ধকার গগণে প্রত্যাশার আলো বিকিরণে।
তুমি যেন উচ্ছসিত রূপালী আলোর পূর্ণ শশী।

তুমি শশী হয়েই এসোগো কাছে
সাদরে গ্রহণ করে, আমাকেই তোমার কাছে করো ঋদ্ধ সমৃদ্ধ ঋণী।
সতত সঙ্গে থেকো হে সুন্দরম পাশে থেকে হয়ে নিশীথ যামিনী...


মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১২ ই আগস্ট, ২০২১ সকাল ১০:০১

আলমগীর সরকার লিটন বলেছেন: খুব সুন্দর এক অনুভূতির প্রকাশ কবি দা অনেক শুভেচ্ছা রইল

১২ ই আগস্ট, ২০২১ রাত ৯:৩০

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

২| ১২ ই আগস্ট, ২০২১ সকাল ১০:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে কবিতা

১২ ই আগস্ট, ২০২১ রাত ১০:০৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৩| ১২ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:৪০

চাঁদগাজী বলেছেন:




গ্রামের মাঝরাতকে যামিনী বললে মনটা কেমন ভরে যেতো।

১২ ই আগস্ট, ২০২১ রাত ১১:০৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৪| ১২ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:১৩

আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার,




প্রেমের মুহূর্তগুলো হোক এক একটি কবিতার মতো।

১২ ই আগস্ট, ২০২১ রাত ১১:০৪

সেলিম আনোয়ার বলেছেন: আহমেদ জী এস যথার্থ বলেছেণ প্রেমের প্রতিটি মুহুর্ত একেকটি পূর্ণ কবিতা যেন।

৫| ১৩ ই আগস্ট, ২০২১ রাত ১২:০৭

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

১৩ ই আগস্ট, ২০২১ রাত ১২:১১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.