নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

জীবন নামের কাব্যে যেন আমি কৃষ্ণ তুমি রাধা।

১৩ ই আগস্ট, ২০২১ রাত ১:২৭




যেন নতুন করেই জন্ম হবে— এবার তোমার।
হঠাৎ করেই বদলে যাবে, গোটা পৃথিবী।
দেখোনা করোনার সাড়াশি আক্রমনে কেমন করে বদলে গেছে সব।
গৃহবন্দী থেকে থেকে নাগরিক জীবনটা
আজি যেন মরা মাছের চোখের মত।

এমনটাতো আগে ছিল না
কেউ ভাবতেও পারেনি— এমন হবে
এবার হলো তো? নিয়তি কার কোথায় লেখা?
পারে কী কেহ জানতে তা। আগে থেকেই

হয়তো তুমি আমি দোসর গড়েই কাটিয়ে দেবো বাকি জীবন।
স্রস্টার আদেশে তুমি যেন নিয়তি মম—অনন্ত এক কাব্য সাধনা
প্রগাঢ় প্রেমে অটুট বন্ধনে।

তবু বলি যেন নতুন করেই জন্ম নিবে
গোটা পৃথিবী, বদলে যাবে— সামনে যেন তেমনই দিন
ভালোবাসায় স্বপ্ন রঙিন স্বর্গসুখে কাটিয়ে দেবো জীবনটা।
তোমাকেই বাসবো ভালো তুমিও যে আমাকেই করবে তা
হয়তো পরোয়া করবে না আর আগের মত কোন বাঁধাই
তোমার আমার অপ্রগলভ প্রেমে
জীবন নামের কাব্যে যেন আমি কৃষ্ণ তুমি রাধা।

মন্তব্য ৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:৪৮

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

১৩ ই আগস্ট, ২০২১ দুপুর ২:২৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।

২| ১৩ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:৪৭

মরুভূমির জলদস্যু বলেছেন: গোটা পৃথিবী, বদলে যাবে— সামনে যেন তেমনই দিন
ভালোবাসায় স্বপ্ন রঙিন স্বর্গসুখে কাটিয়ে দেবো জীবনটা।

শুভকামনার বানী

১৫ ই আগস্ট, ২০২১ সকাল ৯:২৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।

৩| ১৬ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৫৩

খায়রুল আহসান বলেছেন: ভালো লাগল রাধা-কৃষ্ণের কাব্য-কথা, আশা ভরসার কথা, রঙিন স্বপ্নের কথা।

"গোটা পৃথিবী, বদলে যাবে— সামনে যেন তেমনই দিন
ভালোবাসায় স্বপ্ন রঙিন স্বর্গসুখে কাটিয়ে দেবো জীবনটা"
- তাই হোক, তবে তাই হোক!

প্রেমের কবিতাটিতে তৃতীয় ভাললাগা রেখে গেলাম। + +

১৭ ই আগস্ট, ২০২১ রাত ১১:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।

৪| ১৭ ই আগস্ট, ২০২১ রাত ২:০১

হাবিব বলেছেন: চমৎকার কাব্য

১৭ ই আগস্ট, ২০২১ রাত ১১:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.