নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

ফুলের মতই নিষ্পাপ শিশু

১৩ ই আগস্ট, ২০২১ দুপুর ২:১৭




ফুলের মতই নিষ্পাপ শিশু
তবুও সে পায়নিকো নিস্তার
পাকহানাদারের দোসর থেকে।
দেশদ্রোহী শকুনেরা
নির্মম তপ্ত বুলেটই তাকে দিয়ে ছিলো উপহার
জানা নেই কী তার অপরাধ!
এতো অল্প বয়সে? বুঝার মতো বয়স
হয়নি তো তার।

তবে কী দোষ ছিল তার?

মানবতা আজও ডুকরে কাঁদে
—এই নির্মমতা স্মরণে।

কেন হলো? কেন হলো অবতারণা
ইতিহাসের নৃশংসতম— এই নির্মমতার।

উত্তর জানা নেই
সমবেদনা জানাবার ভাষা নেই।

বঙ্গবন্ধুর পবিত্র রক্ত প্রবাহিত ছিল যে
ধমনীতে তার।

হতে পারে এই অপরাধেই নিশ্চিত মৃত্যুদণ্ড কার্যকর হলো।

উত্তপ্ত বুলেটে ঝাঁঝরা দেহ
রক্ষা পায়নি তাই, দশ বছরের নিষ্পাপ দেহ
রাজাকারের বিচারে।

বেদনার অশ্রু ঝরে পড়ে
শ্রাবণ আকাশের বুক বিদীর্ণ করে।
হায় রাসেল হায় রাসেল এই নির্মমতা স্বরণে
মুজিবের রক্তে ত্যাগে ক্যারিশমায়
আলোড়িত তাড়িত বীর জনতার আত্নবলিদানে
অর্জিত স্বাধীনতা, স্বাধীন সার্বভৌম
বাংলাদেশের অভ্যুদয়। তাই তবে এতো রুষ্ট
এই রক্তের প্রতি।

তারা তো অপচ্ছায়া ঘৃণ্য হানাদার দোসর
এর চেয়ে বড় অপরাধ আর কীই বা হতে পারে?
তাদের কাছে।

পনেরোই আগস্টের নির্মমতার শিকার তাই
বঙ্গবন্ধুর ফুলের মতো নিষ্পাপ শিশু রাসেল।

হায় রাসেল! হায় রাসেল!! আহাজারি বাংলার
আকাশে বাতাসে।

প্রিয়তমা হলো তাই এই কবিতা লেখা
জানি দুচোখ তব ভরে গেছে ক্রন্দন জলে
এই দিনে স্মরি তারে অনেক স্নেহ বুকে লয়ে
অশ্রুসিক্ত নয়নে, প্রতিটি শিশুর নিরাপত্তা কামনায়।

রক্ত দিয়ে লেখা সেই ইতিহাস
বারবার ফিরে আসে;
অশ্রুসিক্ত নয়নে স্বাধীন বাংলাদেশে
ষড় ঋতুর নির্বাক পরিক্রমায়— নীরবে।


ছবি ঃ গুগুল থেকে নিয়ে পেইন্টে পাওয়ারপয়েন্ট করা



মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:০১

চাঁদগাজী বলেছেন:



কিন্তু আপনি জেনারেল জিয়ার সাপোর্টার!

১৫ ই আগস্ট, ২০২১ রাত ১২:১৯

সেলিম আনোয়ার বলেছেন: আমি বঙ্গবন্ধুর সাপোর্টার।

২| ১৩ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:০৪

পদাতিক চৌধুরি বলেছেন: যুদ্ধ মানেই গোলাবারুদ; যুদ্ধ মানেই বিপন্ন মানবতা।
হৃদয়ের হাহাকার ময় যন্ত্রণা কাব্যে ফুটে উঠেছে।

শুভেচ্ছা প্রিয় কবিভাইকে।

১৫ ই আগস্ট, ২০২১ রাত ১২:২২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবঙ পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।

৩| ১৩ ই আগস্ট, ২০২১ রাত ১০:৩০

কামাল১৮ বলেছেন: শিশু আর নিষ্পাপ রইলো কই।হাদিসে আছে,পিতা মাতার পরিনতি বহন করবে শিশু।বড় হয়ে শিশু কি করতো সবই তার জানা।শিশু অবস্থায় মারা গেলেই সে বেহেস্তে যাবে না।ধর্মে যে কতো ভেজাল তার সিমা পরিসিমা নাই।

১৫ ই আগস্ট, ২০২১ রাত ১২:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবঙ পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.