নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

রাজহংসীনি, বুঝিনা বুঝি?

১৭ ই আগস্ট, ২০২১ রাত ২:১০



রাজহংসীনি,

বুঝিনা বুঝি? কেন এই রাত জাগা তোমার?
তোমার এই রাত জাগায় আমারও যে আছে অধিকার।
সারাদিনের ক্লান্তি শেষে
তোমার কাছে এসেই তবে দুদন্ড শান্তি খুঁজে পাই।
তুমি জন্ম না নিলে মোর পৃথীবিটা হতো যে নিরানন্দময়
তোমার জন্ম তাই আমার জন্য পরম সৌভাগ্য— অনন্ত সম্ভাবনায়।

তুমি যেন আগলে রাখো আমায় সকল বৈরীতা থেকে
তোমার মনের ভেতর, প্রেমের বাহুডোরে
ভালোবাসার ছোট্ট ঘরে,
অনেক আদরে দূর থেকেও তা বুঝতে আমি পাই।

তোমার জন্ম তাই শুধু যে তোমার জন্ম নয়
আমারও যেন নবজন্ম বারবার তোমার কারণেই।

তাইতো বলি তুমি জন্মেছিলে আমারই জন্যে
সতত পরিপুষ্ট করে যেন তুমিই যোগ্য করে তোল আমায়।

কোন লগনে জন্ম তোমার কোন গগণে বাস
সবার চোখে গোলকধাঁধা আমিই রাজা আমিই রাজা
তুমি রাণী, আমিও ঠিক তাই।

ভালোবাসো তুমি মোরে যেন যুগ যুগ ধরে
আমাদের প্রেমে তাই জন্ম হলো হাজারো কবিতা
সসম্ভ্রমে অপ্রগলভ ভালোবাসায় সদ্য প্রস্ফুটিত রক্তগোলাপের মতো।
শুভরাত্রি প্রিয়তমা তুমি আমি যেন অভিন্ন একসত্ত্বা
যুগ যুগ ধরে অপার ভালোবাসায়—



মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই আগস্ট, ২০২১ সকাল ৯:৩৪

আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ এক আবেগময় প্রকাশ কবি দা অনেক শুভেচ্ছা রইল

১৭ ই আগস্ট, ২০২১ রাত ১০:০৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

২| ১৭ ই আগস্ট, ২০২১ সকাল ১১:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালোবাসা বেঁচে থাকুক ভালোবাসায়
সুন্দর হয়েছে

১৭ ই আগস্ট, ২০২১ রাত ১০:০৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৩| ১৭ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:০৮

মরুভূমির জলদস্যু বলেছেন: শেষ টুকু বেশী ভালো।

১৭ ই আগস্ট, ২০২১ রাত ১০:০৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৪| ১৭ ই আগস্ট, ২০২১ দুপুর ১:১৫

দেয়ালিকা বিপাশা বলেছেন:




খুব সুন্দর কবিতা। পড়ে খুব ভালো লাগলো। গভীর প্রণয়ের অনুভূতির বহিঃপ্রকাশটি সত্যিই প্রশংসার যোগ্য। অনেক অনেক শুভকামনা জানবেন।

- দেয়ালিকা বিপাশা

১৭ ই আগস্ট, ২০২১ রাত ১০:০৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.