নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

কবিতা তোমার অনুমোদনে..

১০ ই অক্টোবর, ২০২১ দুপুর ১:৪৫



সাদা কোমল কাশফুল
যেন তোমায় রয়েছে ঘিরে
তোমার অপার পেহলবতায়
একরাশ মুগ্ধতা—ঝরে পড়ে চারিদিকে
ভোরের শিশিরের মতো নিরবে।
তুমি যেন খুব করে ছুঁয়ে দিলে এভাবেই
হৃদয়ের গভীরে—অনুভূতির শিকড়ে
তুমি যেন কেমন আপনেরও আপন—হৃদয়ের মাঝারে
পাঁজড়ের হাড় থেকে—বাঁধভাঙা প্রেমবীণ
চিন চিন রিন রিন
সুখের অনুভূতি অন্তহীন— দুজনার অভিসারে
ঐ যেন ঠিকানা দু আঁখি, ছলো ছলো টলমল প্রশ্রয় সরোবর
কাজল কালো যেন মম বিহনে নির্বাক শূণ্যতা
অশ্রুনদীর দুইপার হৃদয় সংহার
যেন অবশ্যম্ভাবি তা মম জীবনে—জীবনের পূর্ণতায়
নেই ভয় সংশয় বরণে—সুখ স্বর্গবিরচণে
বৈষম্য ব্যবধান যা ছিলো প্রেমের বর্ষণে মমতায়
ধূয়ে মুছে হয়েছে সাফ প্রেমের এপিটাফ—অনন্ত যৌবনে।
শাশ্বত সুন্দরের পিপাসা বাড়ে শুধু, হৃদয়ের কড়া নাড়ে
হয় ভূমিকম্প রিকটার স্কেল বুঝেনা তার মাত্রা
বুক ফেটে প্রেমাণুণাদ কাছে ডাকে
ভরা চন্দ্রিমা রাতে পৃথিবীর বুকে যেমন জোয়ার ওঠে
তাকধিন তাকধিন ছমছম কাশবন কাশফুল
আনমনে সঙ্গোপনে তুমি শুধু প্রতিক্ষণ
প্রণয়বাঁশি বাজে ঐ দুর থেকে
ধিনতা ধিনতা ঐ যে কাশবন প্রেমভরা মনটা
প্রেমের অণুরণনে,
কবিতা তোমার অনুমোদনে..


মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১০ ই অক্টোবর, ২০২১ দুপুর ১:৫৪

মরুভূমির জলদস্যু বলেছেন: চমৎকার

১০ ই অক্টোবর, ২০২১ দুপুর ২:০০

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

২| ১০ ই অক্টোবর, ২০২১ বিকাল ৩:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহ শেষ পর্যন্ত লিখেই ফেললেন প্রেম কবিতা
মাশাআল্লাহ সুন্দর হইছে

১০ ই অক্টোবর, ২০২১ বিকাল ৫:৪০

সেলিম আনোয়ার বলেছেন: লিখে ফেললাম। কবিতা সুন্দর লেগেছে জেনে ভাল লাগলো। কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৩| ১০ ই অক্টোবর, ২০২১ বিকাল ৩:৪০

ইসিয়াক বলেছেন:





প্রিয় কবি রবিঠাকুরের এই গানখানি আপনার প্রতি নিবেদন করলাম।






নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে। ( নয়নের নয়ন ! )
হৃদয় তোমারে পায় না জানিতে, হৃদয়ে রয়েছ গোপনে। ( হৃদয়বিহারী ! )
বাসনার বশে মন অবিরত ধায় দশ দিশে পাগলের মতো,
স্থির-আঁখি তুমি মরমে সতত জাগিছ শয়নে স্বপনে।
( তোমার বিরাম নাই, তুমি অবিরাম জাগিছ শয়নে স্বপনে।
তোমার নিমেষ নাই, তুমি অনিমেষ জাগিছ শয়নে স্বপনে। )
সবাই ছেড়েছে, নাই যার কেহ, তুমি আছ তার, আছে তব স্নেহ–
নিরাশ্রয় জন পথ যার গেহ সেও আছে তব ভবনে।
( যে পথের ভিখারি সেও আছে তব ভবনে।
যার কেহ কোথাও নেই সেও আছে তব ভবনে। )
তুমি ছাড়া কেহ সাথি নাই আর, সমুখে অনন্ত জীবনবিস্তার–
কালপারাবার করিতেছ পার কেহ নাহি জানে কেমনে।
( তরী বহে নিয়ে যাও কেহ নাহি জানে কেমনে।
জীবনতরী বহে নিয়ে যাও কেহ নাহি জানে কেমনে। )
জানি শুধু তুমি আছ তাই আছি, তুমি প্রাণময় তাই আমি বাঁচি,
যত পাই তোমায় আরো তত যাচি– যত জানি তত জানি নে।
( জেনে শেষ মেলে না–মন হার মানে হে। )
জানি আমি তোমায় পাব নিরন্তর লোক-লোকান্তরে যুগ-যুগান্তর–
তুমি আর আমি মাঝে কেহ নাই, কোনো বাধা নাই ভুবনে।
( তোমার আমার মাঝে কোনো বাধা নাই ভুবনে। )

১০ ই অক্টোবর, ২০২১ বিকাল ৫:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার নিবেদন কবি।

দারুন কিছু অনুভূতির বহিপ্রকাশ হৃদয়ের গহীন থেকে।

হৃদয়ের গহীন বললেই আমার মনে আসে ......আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল শুধাইলো না মোরে কেহ

কেন এই মৌণতা কেন এই নিসঙ্গতা আমাকে ঘিরে...

৪| ১০ ই অক্টোবর, ২০২১ বিকাল ৪:১৭

জুল ভার্ন বলেছেন: অসাধারন সুন্দর!

১০ ই অক্টোবর, ২০২১ বিকাল ৫:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: অসাধারণ কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।

৫| ১০ ই অক্টোবর, ২০২১ রাত ৯:৪২

সোহানী বলেছেন: চমৎকার লাগলো কবি...

১৪ ই অক্টোবর, ২০২১ দুপুর ২:০১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।

৬| ১১ ই অক্টোবর, ২০২১ রাত ১:৫১

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

১৪ ই অক্টোবর, ২০২১ দুপুর ২:০৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।

৭| ১১ ই অক্টোবর, ২০২১ রাত ২:২৬

নেওয়াজ আলি বলেছেন: কাশফুলে এখন আগুন দেয় স্থানীয় জনতা

১৪ ই অক্টোবর, ২০২১ দুপুর ২:০৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।

৮| ১১ ই অক্টোবর, ২০২১ সকাল ১০:৩৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: ভালো লাগলো।

১৪ ই অক্টোবর, ২০২১ দুপুর ২:০৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.