|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 সেলিম আনোয়ার
সেলিম আনোয়ার
	[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
শীতের চাদরে ঢাকা যেন গোটা বাংলাদেশ
শখের দেয়ালে রাজপথে উন্মুক্ত প্রাঙ্গনে
বিজয়ী ডিসেম্বর বিলোয় আনন্দ রেশ
কুয়াশার চাদর ভেদ করে..
হলুদ সরষে ফুল প্রতীক্ষার প্রহর গুণে।
বহিছে শীতল হাওয়া
চাতক মম প্রাণ উষ্ণতা তাই খোঁজে
কোথায় যাবে যে তা পাওয়া
হঠাৎ দেখি বাহিরে মিষ্টি রোদের ঝলকানি—
কনকনে ঠান্ডা হাওয়া বহে
তাই যেন নেই রবির কোন তেজ
চারিদিকে তবু তাই হাড়কাঁপানো শীতের বৈরী আমেজ।
শুধু জানি আসিবে বসন্ত ত্বরা; শীতের হবে সারা
আবারো হবে ফুল আর মৌমাছির কানাকানি।
..কাননে ফুটিবে ফুল
গাহিবে পাখি গান
খেয়ালি প্রকৃতি যে সতত বৈচিত্রময়
কখনো তাতে বয়সের ছাপ যে পরে না।
শুধু যেন মানুষই বুড়িয়ে যায়
দিনে দিনে কৃষ্ণপক্ষের ক্ষয়িষ্ণু চাঁদের মতো
প্রেরণা হারিয়ে গেলে
সময়ের চলনায় বোহেমিয়ান জীবনের যাতাকলে
হয়তো ক্রমাগত দূরে চলে যায় আর কাছে আসে না!
শীতের প্রকোপ বেড়েছে ঢের, ক্লান্ত দুপুরের
তবুও কলম থাকে তরুতাজা চিরবাসন্তী আমেজ মেখে
দিনে দিনে দক্ষতা তার বাড়ে হয় ঋদ্ধ পরিপুষ্ট
কলম লিখে চলে হয়তো থামবে কোনদিন 
রসদ ফুরিয়ে গেলে..
 ১৬ টি
    	১৬ টি    	 +১/-০
    	+১/-০  ২০ শে ডিসেম্বর, ২০২১  বিকাল ৩:১৮
২০ শে ডিসেম্বর, ২০২১  বিকাল ৩:১৮
সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও মহান বিজয় দিবসের শুভেচ্ছা ।
২|  ২০ শে ডিসেম্বর, ২০২১  দুপুর ১:২৮
২০ শে ডিসেম্বর, ২০২১  দুপুর ১:২৮
জুল ভার্ন বলেছেন: ঢাকার শীতকাল খুব মানবিক- জ্যাকেট-সোয়েটার পরলেও চলে, আবার টি-শার্ট পরলেও চলে! মেয়েদের লং স্কার্ট পরলেও চলে, আবার ব্যাকলেস পরলেও চলে!! এত উদারমনষ্ক শীতকাল দুনিয়ায় বেশি নেই!!!
  ২০ শে ডিসেম্বর, ২০২১  বিকাল ৩:২১
২০ শে ডিসেম্বর, ২০২১  বিকাল ৩:২১
সেলিম আনোয়ার বলেছেন: শীতপ্রধান দেশের শীতের সঙ্গে তুলনা করলে উদারমনষ্ক শীতকাল। তবু আমাদের কাছে এটাই শীত। আর গতকাল থেকে শীতের তীব্রতা এক ধাপ বেড়েছে মনে হচ্ছে।
৩|  ২০ শে ডিসেম্বর, ২০২১  দুপুর ২:০৩
২০ শে ডিসেম্বর, ২০২১  দুপুর ২:০৩
মরুভূমির জলদস্যু বলেছেন: গতকাল সকালে বৌ-বাচ্চা, বন্ধুবান্ধব, ভাগনা-ভাগনী-বোনদের নিয়ে গিয়েছিলাম নাগরীতে। পথের কিছুটা অংশ যেতে হয় বালু নদী ধরে ট্রলারে, দেড় ঘন্টার নৌপথ। বছরের প্রথম প্রবল শীতের দেখা মিললো গতকাল। ফেরার পথেও এই নৌপথে ফিরতে হয়। তবে তখন বাতাস কাম থাকার কারণে শীত ছিলো কম।
  ২০ শে ডিসেম্বর, ২০২১  বিকাল ৩:৪৮
২০ শে ডিসেম্বর, ২০২১  বিকাল ৩:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।
৪|  ২০ শে ডিসেম্বর, ২০২১  দুপুর ২:৩২
২০ শে ডিসেম্বর, ২০২১  দুপুর ২:৩২
আলমগীর সরকার লিটন বলেছেন: জি কবি দা শীত উষ্ণতার শুভেচ্ছা রইল
  ২১ শে ডিসেম্বর, ২০২১  সকাল ১১:৪৭
২১ শে ডিসেম্বর, ২০২১  সকাল ১১:৪৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।
৫|  ২০ শে ডিসেম্বর, ২০২১  বিকাল ৩:০১
২০ শে ডিসেম্বর, ২০২১  বিকাল ৩:০১
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা। 
  ২১ শে ডিসেম্বর, ২০২১  সকাল ১১:৪৮
২১ শে ডিসেম্বর, ২০২১  সকাল ১১:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।
৬|  ২০ শে ডিসেম্বর, ২০২১  বিকাল ৩:১১
২০ শে ডিসেম্বর, ২০২১  বিকাল ৩:১১
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো কবিতা
  ২১ শে ডিসেম্বর, ২০২১  সকাল ১১:৪৮
২১ শে ডিসেম্বর, ২০২১  সকাল ১১:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।
৭|  ২০ শে ডিসেম্বর, ২০২১  সন্ধ্যা  ৬:৩৬
২০ শে ডিসেম্বর, ২০২১  সন্ধ্যা  ৬:৩৬
চাঁদগাজী বলেছেন: 
সেদিন দেখলাম, জামাতও বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছে; হায়েনারা ঘাস খাচ্ছে।
  ২১ শে ডিসেম্বর, ২০২১  সকাল ১১:৫০
২১ শে ডিসেম্বর, ২০২১  সকাল ১১:৫০
সেলিম আনোয়ার বলেছেন: জামাত বিজয় দিবস অন্তর থেকে মেনে নিলে সেটা স্বাধীনতার পক্ষের শক্তির একটা বিজয়।  হায়েনারা ঘাস কখন খায়?   
   
 
কমেন্টে ধন্যবাদ।
৮|  ২১ শে ডিসেম্বর, ২০২১  রাত ২:৩৬
২১ শে ডিসেম্বর, ২০২১  রাত ২:৩৬
নেওয়াজ আলি বলেছেন: সুন্দর
  ২১ শে ডিসেম্বর, ২০২১  সকাল ১১:৫১
২১ শে ডিসেম্বর, ২০২১  সকাল ১১:৫১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।
©somewhere in net ltd.
১| ২০ শে ডিসেম্বর, ২০২১  দুপুর ১:০৯
২০ শে ডিসেম্বর, ২০২১  দুপুর ১:০৯
রানার ব্লগ বলেছেন: বিজয় দিবসের শুভেচ্ছা !!!