নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
বঙ্গবন্ধু জাতির পিতা
লেখা আছে তা— সব বাঙালির অন্তরে
মহান একাত্তরে তাঁর তর্জনীর ইশারায়
বাঙালি উন্নত শির বিশ্বের দরবারে
বজ্রকন্ঠে তাঁর কেঁপে ওঠেছিলে স্বৈরাচারের মসনদ।
পাকহানাদার রাজাকার আরও যত জালিম
তাই হুশিয়ার সাবধান,বাংলার মাটিতে আলো বাতাসে
বঙ্গবন্ধু বেঁচে আছেন আজও যে
কোটি বাঙালির কর্মমাঝে— অপার মহীমায়
চারিদিকে বাংলার আকাশে বাতাসে আজও তাই—
থেকে থেকে ভেসে আসে
বঙ্গবন্ধুর বজ্রকন্ঠ সেই অমূল্য বাণী অনন্ত প্রেরণা উৎস ।
অমরকীর্তি তাঁর পদ্মা মেঘনা যমুনার সাথে
সতত প্রবাহমান—চিরো ভাস্বর।
হিমালয়ের শিখর থেকে বঙ্গোপসাগর
তারি স্তুতি বন্দনায় আজও উৎসব মুখর
হিমেল হওয়া গ্রীষ্মের প্রখর সূর্য...
আবহমান বাংলার ফসলী জমি মেঠো পথ ধূলিকণা
সুরম্য অট্টালিকা উন্মুক্ত প্রান্তর মাতৃভাষা বাংলায়
বজ্রকন্ঠ তাঁর সঞ্জীবনী সুধা, কারাগার শিকল ভাঙার ছল
নশ্বর এ অবনীর বুকে অবিনশ্বর কীর্তি তোমার
হে বঙ্গবন্ধু শেখ মুজিবর।
তুমি এমনই এক ধ্রুবতারা আসুক যতই তিমির আঁধার
আমরা হবো পার আমাদের এই পথচলা সমৃদ্ধির পথে
প্রত্যাশার আলো মেখে বুকে
বাংলার আপামর জনতা আজ একতাবদ্ধ— বদ্ধ পরিকর;
নদীর বুকে পাল তুলেছি, সোনার তরী
বাইছি কেবল দৃপ্ত শপথে, এ রূপ কথা নয়
আসুক যতই কঠিন চ্যালেঞ্জ বাঁধার পাহাড়
উত্তাল ঢেউ হোক না তা সুনামি সম
উন্নয়নে উৎপাদনে সমৃদ্ধিতে সবার শীর্ষে
স্বাধীন সার্বভৌম বাংলাদেশ
আসিতেছে সেই শুভক্ষণ।
বঙ্গবন্ধুর দেখানো আলোকিত পথে দিতে হবে শুধু ঘাম শ্রম
আমাদের নেই কোন ভয়
বঙ্গবন্ধু আজও বেঁচে আছেন কোটি বাঙালির অন্তরে
সোনার বাংলা গড়বো মোরা এই করেছি যে পণ..
২১ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় চাঁদগাজী দেখিনি।
এতো বড় ক্যারিশমেটিক নেতা এতো ব--------ড়ো। বাবার মুখে শুনতে শুনতে হয়েছি বড়। স্রষ্টার অশেষ কৃপায় তিনি এত বড়ো হতে পেরেছিলেন। বঙ্গ বন্ধু সবার প্রিয়। আমারও সেই ছোট্ট বেলা থেকে।
২| ২১ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ২:২১
আলমগীর সরকার লিটন বলেছেন: ভালই লেখেছেন কবি দা
২১ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।
৩| ২১ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ২:৪৮
হাসান কালবৈশাখী বলেছেন:
মহান নেতা বঙ্গবন্ধু কে নিয়ে সুন্দর কবিতা
চাঁদগাজী
বঙ্গবন্ধু কে নিয়ে কবিতা লিখতে ওনাকে স্বচোক্ষে দেখা বাধ্যতামুলক নয়।
২১ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:২৮
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। আসলে বিজয় দিবসের ও জিএসবির সবর্ণজয়ন্তীতে উপহার পাওয়া ডায়েরির প্রথম কবিতা । সেজন্য সেটাতে প্রথম লেখার জন্য বঙ্গবন্ধু , স্বাধীনতা ও স্বদেশ সম্পর্কিত লেখা লিখলাম। ডায়েরির শুভযাত্রা কমানায়
৪| ২১ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:১৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর কবিতা
২১ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:৩০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।
৫| ২১ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:৪২
রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা লিখেছেন।
২৩ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ২:০৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।
৬| ২১ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪৮
ইসিয়াক বলেছেন: চমৎকার কবিতা।
২৩ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ২:০৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।
৭| ২১ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:৫০
তানীম আব্দুল্লাহ্ বলেছেন: সুপার ডুপার কবিতা । আপনে হিট ।
২৩ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ২:০৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।
৮| ২১ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:৫৮
চাঁদগাজী বলেছেন:
শেখ সাহেব আপনার প্রিয়, জে: জিয়াও আপনার প্রিয়, ইহাতে আমি লজিক দেখছি না।
২৩ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:১৩
সেলিম আনোয়ার বলেছেন: কবিতাও বঙ্গবন্ধু নিয়ে অনপ্রসঙ্গ বিড়ম্বনার মতো লাগছে। জানেন আমার বাবা বঙ্গবন্ধুর অনেক বড় ফ্যান। গ্রামে এন্টি আওয়ামীলীগের সমর্থক বেশি। বাবা অনেক মেধাবী ছাত্র ছিলেন।এসসি এইচ এসসি দুটো পরীক্ষায় প্রথম বিভাগ দারুন রেজাল্ট নিয়েও মহীরুহ হয়ে ওঠতে পারলেন না। ভেজালে পড়ে ভর্তি হয়েছিলেন জাহাঙ্গীর নগরে এক বছর পরে রসায়নে। ভেজালতাকে ছাড়েনি। আলবদর বাহিনীর প্রধানদের সন্তান আওয়ামীলীগের ইর্উনিয়ন পর্যায়ের সভাপতি হয়ে মরেও গেছেন। বাবা আওয়ামীলীগই থেকে গেলেন। বেচারা ইন্টার ভিউ কার্ড পেতেন না সময় মতো। পরীক্ষা টরিক্ষা শেষে এসব পেতেন তিনি। বঙ্গবন্ধুর প্রতি অনুরাগ তাকে শুধু বিড়ম্বনাই দিয়েছে। আর হায়েনাদের ঘাস খাবার বিষয়ে যা বলছেন তারা ঘাস খেয়ে এসব ডেডিকেটদের জীবন তছনছ করে যাচ্ছে ক্রমাগত। এখনো জমি জমা বাড়ি সবকিছুতে এসব শকুন অশান্তির সৃষ্টি করেই যাচ্ছে। এসবের কোন লজিক পাইনা । বেচারা বঙ্গবন্ধুর বিপক্ষে কিছু বললে রেগে ওঠেন। নির্ভেজাল রসকষহীন সত্য বলায় পারদর্শী হওয়াতে তার সততাও বৃথা আস্ফালনের মত। সম্প্রতি তাবলীগ করাতে সেখানেও জটিল অবস্থা। গ্রামের মেজোরিটি চরমোনাই সাহেবের ইসলামী শাসনতন্ত্র না আসলে এন্টি আওয়ামীলীগ সাথে কাঠমোল্লা আর জোবায়ের সাহেবের অনুসারি মিলে কোনঠাসা তিনি। বেচারা যেটা সত্য মনে করেন সেটা ছাড়বেন না কোনদিন।
ভাল থাকুন চাদগাজী ।
৯| ২২ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ২:৫৫
পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর
২৩ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ২:০৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।
১০| ২৩ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:১৮
ডঃ এম এ আলী বলেছেন:
সুন্দর হয়েছে কবিতা ।
বিজয়ের মাসে এটা খুবই একটি প্রাসঙ্গিক কবিতা ।
কবিতার ভাবধারার অনুরনন ঘটুক সকল পাঠকের মাঝে,
এ কামনাই রেখে গেলাম এ সাথে ।
শুভেচ্ছা রইল
২৭ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।
©somewhere in net ltd.
১| ২১ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১:৩৭
চাঁদগাজী বলেছেন:
আপনি কি জীবিত শেখ সাহেবকে দেখেছিলেন?