নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
কাব্যিক ভ্রমণে মম হে সহযাত্রি
প্রেরণা হয়ে দিবারাত্রি
করেছো ঋণী কেবল
তোমারে তোমাদেরে স্মরণ করি তাই আজও শ্রদ্ধাভরে
হয়ত পারিনি অতটা হৃদয়গ্রাহি করে
যতটা চেয়েছো তুমি তোমরা
অনেকেই ভেবেছে নিছক বিড়ম্বনা শুধু
অযথা কালক্ষ্যাপন—ভালোলাগেনি যাদের
সবার ভালোলাগে না যে সব;
বাসন্তী ফুল পুষ্প সৌরভ পাখির কলতান
জানি সকলে ভালোবাসে না কবিতা
তবু লিখে গেছি হৃদয়ের ব্যাকুলতা
ঋতু পরিক্রমায় জননী জন্মভুমি প্রকৃতি বদলায়
মেঘ— বৃষ্টি —আলো— রৌদ্র মেখে গায়
প্রকৃতির অপরূপ সব রূপ আস্বাদন
কার না লাগে ভালো, বলো?
আমি যেন গেয়ে গেছি সমবেত সঙ্গীত
তোমাদের সাথে লয়ে—যেন ধ্যানমগ্ন এক বক
এক পায় দাঁড়িয়ে; হাঁটু ভাঙা জল অসহায়
তবুও হয়ত হয়নি লেখা;
একটিও মনের মতো করে তোমার, তোমাদের।
তবু জানি প্রচেষ্টা যায় না বৃথা আমাদের— মানবের
—হতে পারে না তা
হয় সে কী করে? জনম জনম ধরে অনন্ত সাধনা যা..
তাইতো লিখে গেছি অবিরত
ক্রমাগত হৃদয়ের গহীন থেকে গভীরতর অনুভূতি
চিরন্তন শাশ্বত বের হয়ে আসে আকূতি
আগ্নেয়গিরির লাভার মতো।
স্রষ্টার ইশারায় অনুমোদনে
হয়তো হয়েছে দিনে দিনে তা প্রগাঢ়— আরো
অনন্ত প্রেরণার কলম লিখে চলে—খরস্রোতা নদীর মতো
পার হয়ে সব বাঁধা কৃষ্ণ কৃষ্ণ-রাধা
কাব্যিক ভ্রমনে হে মম সহযাত্রি
জানি প্রতীক্ষার হয় শেষ
হবেই হবে শেষ এইসব তিমির রাত্রি...
ছবিঃ নিজস্ব এ্যালবাম
২৮ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:১৩
সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
২| ২৮ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:২৪
আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ অনুভূতির ছোঁয়া কবি দা ভাল থাকবেন
২৮ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৩| ২৮ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:০৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর
২৮ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:১১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৪| ২৮ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:১৪
মরুভূমির জলদস্যু বলেছেন: বেশ কঠিন মনে হলো এইবারের টা।
২৮ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:২৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৫| ২৮ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০৮
ইসিয়াক বলেছেন: ভালো লাগলো।
২৯ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:৪০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৬| ২৮ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৪৮
আমারে স্যার ডাকবা বলেছেন: আমি কবিতা তেমন বুঝি না, কবিতার ছন্দ, কাব্য, অর্থ, ইশারা ধরতে পারি না। তাই কবিতা পোষ্টে মন্তব্য করা থেকে বিরত থাকি।
মুধু বলতে পারি ভালো লিখেছেন।
২৯ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:৪২
সেলিম আনোয়ার বলেছেন: দারুন কমেন্ট করেছেন।
আসলেই কি কবিতা এতটা অবোধ্য।
কবিতা হলো জৌলুস সাহিত্য ভান্ডারের সবচেয়ে মূল্যবান সম্পদ। কবিতা শুধু আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল নহে ।
৭| ২৮ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:২৪
নেওয়াজ আলি বলেছেন: চমৎকার লেখা ।
২৯ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৮| ২৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ১:৪৪
রাজীব নুর বলেছেন: বাস্তব অভিজ্ঞতা থেকে লিখেছেন?
২৯ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: কবিতা বরাবরই বাস্তব। আপনার প্রশ্নের উত্তর হবে হ্যা । আমি বরাবর বাস্তব কবিতা লিখি।
৯| ২৯ শে ডিসেম্বর, ২০২১ সকাল ৮:৩৭
শেরজা তপন বলেছেন: অনেকদিন বাদে আপনাকে আপনার মত কে পেলাম!
১০| ২৯ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১১:৪৭
জুল ভার্ন বলেছেন: বরাবরের মতো চমতকার একটা কবিতা! +
©somewhere in net ltd.
১| ২৮ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:৪৫
কামরুন নাহার বীথি বলেছেন: বেশ ভালো লিখেছেন।অনেক শুভকামনা ভাই!