নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

আজকেই হলো শেষ

৩০ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১১:৪৫


আজকেই হলো শেষ— এই বৎসরের
অফিসে আদালতে কর্মব্যস্ত নগরের,
মুজিব বর্ষের; চাওয়া পাওয়ার হিসেব নিকেশে
নষ্টালজিক কিছুক্ষণ, হয় যদি আগমন— হোক না
আজকেই নয়তো সব শেষ অমিত সম্ভাবনার সমৃদ্ধ বাংলাদেশ।

সুন্দর আগামনী ধ্বনি করি হে শ্রবণ— পুরাতনের বিদায়ে
যদিও মৃত্যু শাসিত মানব জীবন
করোনা— ওমিক্রন, ভয়াল কড়াল গ্রাসে
যদিও অনিশ্চয়তা বেড়ে গেছে অনেকখানি মানব জীবনে।
অবনীর পরে।

সচেতনতাও বেড়েছে সাথে সাথে
পরিচ্ছন্ন সুন্দর পৃথিবীর তাগিদে
আত্নশুদ্ধির মন্ত্রযপে —আবারো তাই মোরা হবো যে আগুয়ান।
বৎসরের শেষ সূর্যটিও ডুবে যাবে, কুয়াশার চাদরে গা ঢেকে
পড়ন্ত বিকেলের সবটুকু রং মেখে পাখিরাও ফিরবে নিজো নীড়ে
আসিবে তিমির রাতি দু’চোখে আসিবে নেমে ঘুম
তবুও তো শেষ হবে না জীবনের সব আয়োজন।

আবারো হবে বৎসরের নতুন সূর্যের অভ্যুদয়
সুন্দর সকালে রবির প্রখর আলোয় ভেঙে যাবে যে ঘুম
যেন সুন্দর আগামীর প্রত্যাশায়—আমরাও যেন ঠিক তা—ই
জড়াজীর্ণ পৃথিবীর অবসান হোক নতুনের আগমনের সাথে
শাশ্বত সুন্দর নতুনের আগমন হোক কাটিয়ে সব ব্যর্থতা রোগশোক
নব নব শুভ বার্তা লয়ে বুকে সোনার বাংলায় ঘরে ঘরে..


মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:১৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: সুন্দর প্রিয় কবি। আরো একটা বছর চলে যাচ্ছে।

৩০ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ২:০৫

সেলিম আনোয়ার বলেছেন: অফিস এ বছরে আজকেই শেষ দিন । কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ্ । নিরন্তর শুভকামনা আপনার জন্য্

২| ৩০ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:২০

মরুভূমির জলদস্যু বলেছেন: আজকেই হলো শেষ, শুরু হবে নতুনের যাত্রা।
শেষ বলে নেই কিছু, শেষ যেখানে শুরু সেখানেই।

৩০ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ২:৪১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

ছবি মেরিন ড্রাইভ থেকে তোলা ।

৩| ৩০ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ২:৩৫

নজসু বলেছেন:



নতুন সূর্যের অভ্যুদয়য়ে মুছে যাক পুরনো ক্ষত।
জীবন শুরু হোক নতুন গান আর ছন্দে।
ধন্যবাদ প্রিয় কবি। ভালোবাসা।

৩০ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:০৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৪| ৩০ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ২:৩৭

রাজীব নুর বলেছেন: কবি আপনাকে জানাই নতুন বছরের শুভেচ্ছা।

৩০ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:৩০

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও নববর্ষের অগ্রীম শুভেচ্ছা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.