নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

স্বর্ণালী প্রহর

০৭ ই জানুয়ারি, ২০২২ রাত ১০:৩১



চুপটি করে থেকো না বসে
—ক্ষণিকের এ জীবনে;
জীবনের দাম যে আছে।

এই যে কলম, তোমার কীগো মনে আছে ?

শতসহস্র তলোয়ার তুল্য নয় তার
অজেয় ক্ষমতার— কাছে
.. তোমার তো জানা আছে।

এখনই সময়
এ জীবনে প্রতিটি সময়— হয় যেন অর্থময়।
আমরা যে নই কোন অর্থহীন কাব্য
মানব কল্যাণে আমরা ভাববো।

আমাদেরও করার আছে—
আমাদের ও গড়ার আছে— ঢের
পদ্মা মেঘনা যমুনা যেমন করে গড়েছে বঙ্গ ব-দ্বীপ।

আমরাও পারবো, শ্রমে— ঘামে মেধার চর্চায়
আত্ন নিবেদনে ।

এদেশ আমাদের লাখো শহীদের রক্তে গড়া
আমাদের আছে সোনালী অতীত— গৌরব গাঁথা।

আমরাতো তাঁদেরই উত্তরসরী
আমরা কী হারিতে পারি? এ খেলায়..
এ বেলায় ।

হানাদারবধ কাব্যটা হয়ে আছে প্রেরণা,
যেন ভরা পূর্ণিমা রাতের অবাক জোস্না;
আমরাও যে পারি সাফল্যের সোপানে চড়ে
পৃথিবীকে দেখিয়ে দিতে, বিজয় ছিনিয়ে নিতে।

চলো না শুরু করি!
শুরুটা হোক এখনি!!

অতীত ব্যর্থতা গ্লানি সব মুছে ফেলে
আজিকে রাত্রে
প্রিয়তমা ভেবে দেখো ভালোবাসা ফেলনা নয়
কবিতা লিখে চলে যোগ্য পাত্রে
ঐ করে এই করে রচিত হয় যে স্বর্ণালী প্রহর।

ছবি নিজস্ব অ্যালবাম





মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:৫১

আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার,




সবচেয়ে পুরোনো কথাটিই বলেছেন --- আত্মনিবেদনেই হবে রচিত সোনালী প্রহর।

কলম যেমন সৃষ্টি করে অর্থময় এক একটি সকাল, তেমনি সৃষ্টি করে অনর্থও! কলমকে মুক্ত করতে হবে সে অনর্থ থেকে........

০৯ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:২৫

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।

২| ০৮ ই জানুয়ারি, ২০২২ রাত ১:৩২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কবির সফলতা কামনা করি।

০৯ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:২৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।

৩| ০৮ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:০২

জুল ভার্ন বলেছেন: কবিতার বক্তব্যানুযায়ী প্রত্যাশা পূরণ হোক। +

০৯ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:২৭

সেলিম আনোয়ার বলেছেন: শুভকামনায় ও পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।

৪| ০৮ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:৫৫

মরুভূমির জলদস্যু বলেছেন: চমৎকার হয়েছে।

০৯ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:২৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।

৫| ০৯ ই জানুয়ারি, ২০২২ দুপুর ১:১২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: চলো না শুরু করি, শুরুটা হোক এখনি। +++

১০ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:৪০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।

৬| ০৯ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:৪২

খায়রুল আহসান বলেছেন: স্বর্ণালী প্রহর রচিত হতে থাক আপনার মুক্ত কলমে!
কবিতা ভালো হয়েছে। কবিতায় প্লাস। + +

১০ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:৪১

সেলিম আনোয়ার বলেছেন: শুভকামনায় এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা রইলো আপনার জন্য ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.