নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
অত ঠুনকো নয়
লজ্জাবতী লতা নিজেকে গুটিয়ে নিলেই
প্রীতিতে ইতি নয়।
প্রণয়ের কথা ঢের বেশি বাকি থাকে
মনে মনে এক মন অটুট বন্ধন
কভু যেন হয় না ফিকে—
লজ্জাবতী লতার এই প্রেমবার্তা
স্পর্ষে যেন লাজ রাঙা বউ
অনন্ত প্রতীক্ষা শুধু কখন আসে লগণ মহেন্দ্র ক্ষণ
কাঙিক্ষত অভিসারে—
ফিরিয়ে দেয়া তো নয়
আরও কত লেখা কত গান
প্রণয়ের আ্হবানে
প্রিয়তমা দেয় না যে সাঁড়া তাতে
কত শত ভণিতায় কাছে ডাকে— যেন আমায়।
এইসব কবিতা ধিনতা ধিনতা
দূর থেকে বাজে যেন প্রণয়ের বীণটা
মনময়ূরী ওঠে নেচে
সৃষ্টির উল্লাসে ওঠে মেতে
মুগ্ধ সব চোখ যেন সতত উন্মুখ দর্শনে..
শুধু তাঁর সাগরসম উত্তাল প্রাণে
যেন কামনার জোয়ার ওঠে
ভেসে যায় ভেসে যায় নোনাজল মিশে যায়
থাকে শুধু উল্লাস বাঁধ ভাঙা উচ্ছ্বাস
মম হিয়ার টানে আনমনে..
২০ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৫:১৩
সেলিম আনোয়ার বলেছেন: কবিতা দিলাম লিখে
আরও কত যে লেখা আছে প্রাণে
আছে কত শব্দের ঝংকার যেন সোনার অলংকার
মরমে মরমে বাজে যেন ক্ষণে ক্ষণে
কটা আর লেখা হয়
কাগজে কলমে কটারই বা দেখা হয়
কত যে যায় হারিয়ে
ব্যস্ততার ফাঁক গলে হয়তো লেখা হয়
প্রচেষ্টায় নেই কোন ঘাটতি
এটুকু বলা যায় ...
কবিতা হয়েছে খাসা
তুমি বললে
সেটুকু যে পরম পাওয়া
কবিতা লেখার স্বার্থকতা
কবিতা লেখা তাই চলছে চলবে.....
১ম কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
২| ২০ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৫:০০
মরুভূমির জলদস্যু বলেছেন: এক কথায় চমৎকার।
২০ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৫:১৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ মরুভূমির দস্যু সাহেব। নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
৩| ২০ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৫:৪৮
ইসিয়াক বলেছেন: মনে যে দোলা দিলো...... কবির কবিতাখানি।
২৩ শে জানুয়ারি, ২০২২ সকাল ১০:১৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা । শুভসকাল।
৪| ২০ শে জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৪৩
খায়রুল আহসান বলেছেন: "মনে মনে এক মন অটুট বন্ধন" - চমৎকার!
শিরোনাম, কবিতা ও ছবি,
সুন্দর হয়েছে সবই, কবি!
২৩ শে জানুয়ারি, ২০২২ সকাল ১০:১৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবঙ পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৫| ২০ শে জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৫৭
সোবুজ বলেছেন: কবিতাটি পড়লাম এবং দুই বার পড়লাম।
২৩ শে জানুয়ারি, ২০২২ সকাল ১০:১৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা । আপনার কবিতাটি ভালোলেগেছে জেনে ভালো লাগলো।
৬| ২০ শে জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:২৭
পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর+
২৩ শে জানুয়ারি, ২০২২ সকাল ১০:২০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৭| ২২ শে জানুয়ারি, ২০২২ দুপুর ২:০১
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোরম একটি কবিতা।
২৩ শে জানুয়ারি, ২০২২ সকাল ১০:২০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
©somewhere in net ltd.
১| ২০ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৪:৪৬
শায়মা বলেছেন: আহা ভাইয়া আহা
কবিতাখানা বাহা!