নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
শুভ সকাল হে অমোঘ নিয়তি
কেটে গেছে যে তিমির রাত্রি
কুয়াশার চাদরে জড়িয়ে
সূর্যটা মাঝে মাঝে দেয় উঁকি;
হিমেল হাওয়া বহে!
ওমিক্রন কোভিড উনিশ আক্রান্ত এই পৃথিবী
জীবনের সমীকরণে নতুন শর্ত জুড়ে দেয়
বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে নাগরিক জীবনে
মুখবন্ধনি পড়ে চক্রবৃদ্ধিহারে দূর্ভোগ বাড়ে
সামাজিক দূরত্বের নীতি চাপিয়ে
দ্রব্যমূল্যের যেন নেই কোন বিবেচনা
নেই কোন উপযুক্ত নিক্তি
যাতায়াত খরচ অশ্বের বেগে বাড়ে নিমিষেই
সত্তুর থেকে এক লাফে একশো বিশ .
মানুষ মরে করোনায় মনুষ্য বিহীন জানাজায়
ধুকে ধুকে মরে তারা নব্য উপনিবেশবাদ
আর অবিবেচনায়।
টিকে থাকাই যেনো হয়ে ওঠে মূখ্য
তবুও শুভ সকাল খোশ আমদেদ
বুঝা যায় বুঝা যায়
প্রেম বেঁচে থাকে প্রগাঢ় অনুভূতিতে
সুন্দর এক আগামীর প্রত্যাশায়।
২৩ শে জানুয়ারি, ২০২২ সকাল ১০:২১
সেলিম আনোয়ার বলেছেন: শুভসকাল। সময়টা রোগাক্রান্ত।
২| ২২ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১২:৪৪
সাড়ে চুয়াত্তর বলেছেন: সময়ের উপযোগী সুন্দর কবিতা সেলিম ভাই।
করোনা যেন আমাদের বিবেকহীন না করে দেয়। করোনার অজুহাতে জিনিস পত্রের দাম যেন আমরা না বাড়াই। মাস্ককে যেন চির বিদায় জানাতে পারি।
আগামীর সুদিনের প্রত্যাশায় প্রেম জেগে থাকুক সবার মনের অনুভুতিতে।
২৩ শে জানুয়ারি, ২০২২ সকাল ১০:২৩
সেলিম আনোয়ার বলেছেন: মাস্ককে যেন চির বিদায় জানাতে পারি মাস্ক মুখে পড়েই সে শুভকামনা থাকলো।
৩| ২২ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১:২৬
রাজীব নুর বলেছেন: বাস্তব কবিতা।
২৩ শে জানুয়ারি, ২০২২ সকাল ১০:২৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৪| ২২ শে জানুয়ারি, ২০২২ দুপুর ২:২৯
আলমগীর সরকার লিটন বলেছেন: সুন্দর ভাবনা কবি দা ভাল থাকবেন
২৩ শে জানুয়ারি, ২০২২ সকাল ১০:২৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
©somewhere in net ltd.
১| ২২ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১২:৩৬
মরুভূমির জলদস্যু বলেছেন: সময়ের চিত্র