নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

এসো না হয় এমন লগনে!!!

২৩ শে জানুয়ারি, ২০২২ সকাল ১১:৫৯



দোলনায় দোলে ভোর বারান্দায় রোজ সকালে
খোকন ঘুমায় দুলুনির তালে তালে চেয়ে থাকি
একেলা বসে দেই পাহাড়া, দেই যে দোলা
মধুর লগন আত্মমগন ছোটে যেন বলগা ঘোড়া নেই বিরতি
থামার তার নেই যে কোন অনুমতি ।
অফিস টাইম রোজ শাসনে এমন করে নেই ক্ষতি
যদিও আমি দিশেহারা— এ যে হায় ভীষণ মায়া
রক্তের টান অটুট বন্ধন তাই যত টুকুই পারি
দেই সময় প্রতিদিনই, লাগে যে ভালো— এমন দোলা
শুধু বারে বারে মনে পড়ে তোমার কথা; মোদের প্রেমপিরীতি
পাশে যে নেই তুমি থাকতে যদি সুপ্রিয় জীবন নদী
অপ্রগলভ প্রেমের সাত পেয়ালা জল করে পান,
হয়ে যেত পবিত্র স্নান, মহেন্দ্র ক্ষণ হত যে বিরচন
খোকন দোলে গভীর ঘুমে খোকন দোলে রোজ সকালে
বাবার স্নেহ গায়ে মেখে এটাই যে মম পরম পাওয়া
দুঃখ শুধু তুমি নেই যে আমার পাশে এমন মধুর ক্ষণে
ইচ্ছে পাখির ডানা মেলে থেকো না হয় এমন লগনে
খোকন দোলে বসে থাকি বারান্দায় ভীষণ মায়ায়
— শিশির ভেজা এই সকালে।



রচনাকাল সকাল সাত ঘটিকা

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১২:০৭

আলমগীর সরকার লিটন বলেছেন: এই বুঝি হচ্ছে শিশির ভেজা সকালটা আর ওদেখি উষ্ণতার মুখোমুখি কবি দা ভাল থাকবেন

২৩ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৩:২৫

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা।

২| ২৩ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১২:১৯

মনিরা সুলতানা বলেছেন: ফেসবুকে প্রায়শই আপনার খোকন দের দেখি , মাশাআল্লাহ !
দোলদোলনার লেখা ও স্নিগ্ধ এবং মায়াময় হয়েছে।

২৩ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৩:২৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ সহব্লগার নিরন্তর শুভকামনা।

৩| ২৩ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১২:২২

মরুভূমির জলদস্যু বলেছেন: চমৎকার হয়েছে।

২৩ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৩:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ মরুভূমির জলদস্যু নিরন্তর শুভকামনা।

৪| ২৩ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১:৫০

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

২৩ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৩:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ রাজীব নুর নিরন্তর শুভকামনা।

৫| ২৩ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৩:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর

২৩ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৪:০৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ কাজী ফাতেমা ছবি নিরন্তর শুভকামনা।

৬| ২৩ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৪:১২

জটিল ভাই বলেছেন:
সুন্দর ও পরিপাটি উপস্থাপনা।
খোকনের জন্য শুভ কামনা :)

২৩ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৪:১৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ জটিল ভাই নিরন্তর শুভকামনা।

৭| ২৩ শে জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৪৮

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আপনার খোকন ও তার মায়ের জন্য শুভকামনা থাকলো। আর আপনের জন্য ভালোবাসা :-0

২৪ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১:১৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.