নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

হে তটিনী, সুপ্রিয় বহতা আমি তব নৌকো মাঝি…

২৪ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৫:১৩



যদি তোমার লাগে ভালো—
ভোরের শিশির দূর্বা ঘাস রাতের তারা মেঘলা আকাশ আঁধার কালো
রিমিঝিমি বাদল ধারা সন্ধ্যা তারা জুনাক জ্বলা আঁধার রাতে
সব কিছুই আসুক তবে দিক ধরা তোমার কাছে
অধরা প্রেমখানি মোর আলোর মিছিল সিঝিল হয়ে
আনুক প্লাবন খুশির ঝিলিক আনন্দ গান হয়ে তোমার প্রাণে
ভ্রমরের গুঞ্জনে হোক তবে আলোর নাচন
তোমার হাড়ে বুক পাঁজরে অনুভূতির সতেজ ত্বকে
লোম কূপে— মম লোমশ বুকে,
হৃদয়ে তব সুখের নাচন।

কীসের নেশায়, মন ছুটে যায়?
কি অভিপ্রায় কীসের আশায়?

কেনই বা লেখা রাত জাগা নিরবতা ভাঙা উদাত্ত আহবানে অবলা প্রাণে
যেন অনাদিকাল ধরে— কীসের তরে? কীসের লাগি?
মোর করে প্রণয়বাঁশি প্রেমের মৃদঙ্গ বাজে আমরা জাগি প্রতীক্ষার সারারাতি।

কীসের লাগি, মোরা দুজন ডাহুকপাখি?
নির্জনে— প্রেমের বৃন্দাবনে,
কেন এত শূণ্য লাগে?
আমি বিনে তব প্রাণে প্রেম যদি কেবলই বিড়ম্বনা!
কেনইবা এসব প্রগাঢ় অনুভব?
আমরা দু’জন বাঁধনহারা
তোমায় ডাকি বেঁধে রাখি— অনেক মায়ায়
হস্তে তব সোনার কংকন গলায় হার চোখে কাজল পরীর সাজে
সুখের নাচন লজ্জাবতী লতার মতন— এই যে গুটিয়ে যাওয়া।

তুমি যেন মন বধূয়া, চাঁদ জাগা রুপোর রাতে ডাকো কাছে
ভালোবাসি যে তোমাকেই দিবানিশি—
জড়িয়ে রাখি অপার মায়ায়
দেইনা ছেড়ে—কোন সুদূরে গড়ো হে আবাস
এমন প্রগাঢ় প্রেমে মানে না যে কোন বাঁধা
…………………………………………………….
মোরা যেন সোনায় সোহাগা মানিক জোড়া
গভীর প্রেমে অবুঝ মায়ায় পাগলপারা;
পাখির কূজন অনেক সুজন বাঁধনহারা..

হে তটিনী, সুপ্রিয় বহতা আমি তব নৌকো মাঝি…



মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:০৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কবিসাহেব, কেমন আছেন?

প্রেম কবিকে আবেগপ্রবণ করে।

২৫ শে জানুয়ারি, ২০২২ সকাল ১০:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: শুভ সকাল মোহাম্মদ আব্দুলহাক।

কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। এই তো বেশ আছি...

২| ২৪ শে জানুয়ারি, ২০২২ রাত ৮:৪৮

ইসিয়াক বলেছেন: প্রেমময় কবিতায় ভালো লাগা।

২৫ শে জানুয়ারি, ২০২২ সকাল ১০:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে পাঠে এবং ভালো লাগায় অনেক ধন্যবাদ ইসিয়াক। নিরন্তর শুভকামনা ।

৩| ২৪ শে জানুয়ারি, ২০২২ রাত ৯:৫৫

মরুভূমির জলদস্যু বলেছেন: ‌এই কবিতাটি খুবই ভালো হয়েছে। বিশেষ করে প্রথম অংশটুকু।

২৫ শে জানুয়ারি, ২০২২ সকাল ১০:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

৪| ২৪ শে জানুয়ারি, ২০২২ রাত ১০:০৪

পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর

২৫ শে জানুয়ারি, ২০২২ সকাল ১০:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: পদাতিক চৌধুরি,

কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

৫| ২৫ শে জানুয়ারি, ২০২২ সকাল ১০:৪৪

ফারহানা শারমিন বলেছেন: সুন্দর! প্রথম অংশটুকু বেশি ভালো লেগেছে। শুভ কামনা।

২৫ শে জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:০৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা

৬| ২৫ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৪:৩২

মোঃ মাইদুল সরকার বলেছেন: শিরোনাম, কবিতা, ছবি সবই সুন্দর।

২৫ শে জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:০৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা

৭| ৩০ শে জানুয়ারি, ২০২২ রাত ২:৪৬

জটিল ভাই বলেছেন:
সুন্দর শব্দমালা।

১০ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.