নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
প্রবল বৃষ্টি
তোমার জ্বর,
বৃষ্টিতে আটকা পড়ে
আমি যেন বাসর রাতের অবরুদ্ধ লক্ষ্ণীন্দর।
বসে আছি— কোন এক অদূরে
শীতের প্রকোপ বাড়ে..
কিছুই কী করার নেই
হিমেল হাওয়া গায়ে মেখে
বৈরী আবহাওয়ায় ভাবছি তোমার কথা—
ভালো থেকো
দ্রুত আরোগ্য লাভ করো
এ প্রার্থনা করি
বৃষ্টির শব্দ শুনি ।
রহমতের বৃষ্টি পড়ে
অজস্র বড় ফোটায়
ভূমি সরস হয় বৃক্ষরা ভিজে যায়
যেন দাঁড়িয়ে কাঁপছে—প্রচন্ড শীতে
বৃষ্টি পড়ে— কবিতার রশদ বাড়ে
এমন দিনে তুমি থাকলে পাশে মন্দ হতো না
পবিত্র বৃষ্টির জল ছুঁইয়ে দিই
যদি ফুরসৎ মেলে— তুমিও দাও না ।
বৃষ্টির ঘ্রাণে মম মনে প্রাণে
ওগো তোমারেই যে কাছে টানে
হৃদয়ে কানে তুমি কী তা শুনতে পাও না...
আমার কথা
আমাদের কথা এমন লগনে তুমি কী ভাবো না ?
২৬ শে জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:২২
সেলিম আনোয়ার বলেছেন: আমাদের গবেষণা প্রতিষ্ঠান। আমরা গ্যাস ও তেল ব্যতিরেকে সকল খনিজ সম্পদ অনুসন্ধান করে থাকি। ভূমিকম্প, ভূমিধ্বস, খাবার পানির ভৌত-রাসায়নিক গুণাগুণ নিরুপন, ভূতাত্ত্বিক মানচিত্র প্রণয়ন নিয়ে কাজ করি। সরকারের আয় ব্যায় বললে খননে পরযাপ্ত বাজেট বরাদ্দ কখনো থাকে না। তবু কয়লা চুনাপাথর কঠিন শিলা পিট কাচ বালি শ্বেতমৃত্তিকার মজুদ আবিষ্কার করে জিএসবি গেজেটেড ভূবিজ্ঞানীদের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান।
২| ২৬ শে জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৩২
কুশন বলেছেন:
জাতির এত বড় সায়েন্স ও টেকনোলোজিক্যাল এলাকায় আপনারা চাকুরী করেন, কোনদিন তো ১ লাইনও লিখেননি; এগুলো নিয়ে পোষ্ট লিখুন।
আপনারা জাতির আশা, কিন্তু আপনারা জাতিকে কিছুই জানাচ্ছেন না; আপনারা কি কি করছেন, কি কি করা সম্ভব, এসব নিয়ে লিখুন, মানুষ জানুক।
২৬ শে জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: লেখা হবে। মাত্র দশ বছরের অভিজ্ঞতা। লেখার প্রচেষ্টাই আছি। যতটুকু প্রকাশ করা যায় করবো ইনশা আল্লাহ। আপাতত সামাজিক দূরত্ব বজায় রেখে রুষ্টারে সরকারি বিধি মোতাবেক কর্মকান্ড তথা অফিস চলছে।
৩| ২৬ শে জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৫৪
মরুভূমির জলদস্যু বলেছেন: আজকের পরিবেশের সাথে মিলেমিশে একাকার।
০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:১৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৪| ২৬ শে জানুয়ারি, ২০২২ রাত ৯:৩২
খায়রুল আহসান বলেছেন: "বৃষ্টি পড়ে-- কবিতার রসদ বাড়ে" - বাহ, বেশ তো!
ঠিক বলেছেন।
০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:১৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা
৫| ২৬ শে জানুয়ারি, ২০২২ রাত ৯:৫৯
কুশন বলেছেন:
সায়েন্স ও টেকনোলোজীর যায়গায় আছেন, সেসব নিয়ে লেখেন; কবিতার অভাব বাংলাদেশে নেই, সায়েন্স ও টেকনোলোজীর জ্ঞানের অভাব আছে।
০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:১৯
সেলিম আনোয়ার বলেছেন: কবিতার অভাব নেই।
তবুও একখানি মনের মতো কবিতা লেখার জন্য আমি উন্মুখ হয়ে থাকে। আমি যেন তীর্থে র কাক।
৬| ২৭ শে জানুয়ারি, ২০২২ রাত ১২:২২
রোকসানা লেইস বলেছেন: বৃষ্টি আমি তুমি বেশ তো যাচ্ছিল হঠাৎ আমাদের বলতে কারা ঢুকে গেল
০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:২১
সেলিম আনোয়ার বলেছেন: আমি তুমি মিলে আমরা আমাদের.....আমাদের কাব্যকথা।
কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৭| ২৭ শে জানুয়ারি, ২০২২ রাত ১২:২৬
আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার,
এ যেন, অবরূদ্ধ এক লক্ষ্ণীন্দরের বৃষ্টিবর্ষার বিরহ সঙ্গীত!
০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:২২
সেলিম আনোয়ার বলেছেন: আহমেদ জী এস
কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্ত র শুভকামনা ।
৮| ২৭ শে জানুয়ারি, ২০২২ সকাল ৮:৪২
সুলতানা শিরীন সাজি বলেছেন: বৃষ্টি। জ্বর।শীত।
প্রিয়জনের জন্য ভাবনা।
এখন পৃথিবীর প্রতিদিনের ভাবনা,চিন্তার প্রতিফলন।
সুন্দর প্রকাশ।
শুভেচ্ছা নাও।
০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:৩৩
সেলিম আনোয়ার বলেছেন:
ফুলেল শুভেচ্ছা সাজি আপু আমার ব্লগে সুস্বাগতম। কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৯| ২৭ শে জানুয়ারি, ২০২২ সকাল ১০:৩৪
জুল ভার্ন বলেছেন: কী অপূর্ব সুন্দর কবিতা!
০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
১০| ২৭ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১:০২
রাজীব নুর বলেছেন: কবিতা ভালো লেগেছে।
০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
১১| ৩০ শে জানুয়ারি, ২০২২ রাত ২:২৮
জটিল ভাই বলেছেন:
সুন্দর ও সাবলীল।
০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
©somewhere in net ltd.
১| ২৬ শে জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:১৩
কুশন বলেছেন:
আপনি যেখানে কাজ করেন, সেখানকার কাজকর্ম, সরকারের আয়ব্যয়, অভিজ্ঞতা নিয়ে লিখুন।