নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

গর্ব ভরে বলতে পারি আর মাত্র ষাটদিন বাকি

০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:০২



গর্ব ভরে বলতে পারি!!

অমর একুশে আসবে বলে
শহীদ মিনারের পবিত্র বেদী
ভরে যাবে ফুলে— তারই দৃপ্ত শপথে..
যেন ফুল ফোটেছে ।

রাজধানীর রাজপথ— আজিকে উন্মুখ
কবে যে ভরে যাবে আল্পনায়
সালাম জব্বার বরকত রফিক ধ্বনিত হবে তাই
—বাংলার আকাশে।

অ আ ক খ
খোকন সোনা লেখে রোজ, সাদা কাগজে
আমরা যে বাঙালি— গর্ব ভরে বলতে পারি
রক্তের বন্যায় ভাসিয়ে অন্যায়
সত্যটা করেছি গ্রহণ সাদরে—

অতীতে পেরেছি ভবিষ্যতেও পারবো

উন্নত বিশ্বে বাংলাদেশ, ঘামে— শ্রমে
সোনার বাংলা —আমরাই গড়বো..



আর মাত্র ষাটদিন বাকি!!

রজবের চাঁদ দেখা গেছে কালরাতে
আর মাত্র যাটদিন বাকি,
পবিত্র মাহে রমজান যে আগত প্রায়
এখনই প্রস্ত্তত হতে হবে——তাই
যেন অপেক্ষায় থাকি।

একমাস সংযম সাধনায় ব্রত থেকে
স্রষ্টার এমন অপার কৃপা লাভ হতে পারে শুধু রমযানে
রহমত— নাজাত— মাগফিরাত সৌভাগ্যবানের
ললাটে কেবল জুটে।

এখন থেকেই প্রস্ত্তত হতে হবে
রজবের চাঁদ যে দেখা গেছে কালরাতে
করি তাই প্রার্থনা— স্রষ্টার দরবারে
দাও গো তওফিক এমন কৃপা লাভে
আমরাতো তোমারই সৃষ্টি ওগো মহান স্রষ্টা
দাও ওগো ভালোবাসা বৃষ্টি . অন্তরে

দিনে সিয়াম রাতে তারাবীহ
পুরো মাস জুড়ে— এ যে সুবর্ণসুযোগ
সৌভাগ্যবানের ললাটে কেবল জুটে..

করি তাই আহবান
স্রষ্টার বান্দা— হে মুমিন মুসলমান,
পবিত্র রমজানের ফজিলত লভিয়া
হতে পারি যেন সকলে পূণ্যবান।

মন্তব্য ৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:০৮

ইসিয়াক বলেছেন: ভালো লাগলো প্রিয় কবি।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:০৯

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। শীতের সকালের শুভেচ্ছা।

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:২০

ইসিয়াক বলেছেন: শুভকামনা রইলো প্রিয় কবি।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: সতত শুভেচ্ছা ইসিয়াক ।

৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:৫৯

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

এখন চেষ্টা করে দেখুন গল্প লিখতে পারেন কিনা।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: গল্প লেখা সহজ।

কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:৪১

সেলিম আনোয়ার বলেছেন: দেখুন রজবের চাঁদ।

৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: দেখতে দেখতে সময় চলে যায় :)

সুন্দর

৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:১৮

জটিল ভাই বলেছেন:
আমিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.