নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
হায় গানের পাখি হারিয়ে গেলো
মায়ার ভূবন ছেড়ে—
খ্যাতি ছিল যার বিশ্ব জুড়া
হৃদয়কাড়া সব সুরে।
সুরের মূর্ছনায় তাঁর জুড়িয়ে গেছেন অগণিত প্রাণ
তিনি ছাড়া অপূর্ণ যে
রূপোলীপর্দার প্রণয় উপাখ্যান।
যেন কত যুগ যুগ ধরে..
বসত তার, অগণিত গানপাগল মানুষের অন্তরে।
আহা! সেই গানের পাখি গাইবে না আর গান
নতুন কোন সুরে..
ছেড়ে গেলেন দেহ— জগতের সেই চিরন্তন নিয়মে,
তবু রেখে গেলেন তাঁর অমর সৃষ্টি সব, অজস্র গান
আজ গানের মাঝেই বেঁচে আছেন—এই সাধক প্রাণ।
গানের পাখি গাইবেনা আর নতুন কোন সুরে
ভাবতেই দুঃখ লাগে প্রাণে— ব্যথিত অন্তরে।
অজস্র নতুন কন্ঠ করবে তাঁরে ধারণ
ভক্তের ব্যাথিত প্রাণ সতত করবে তারে লালন।
কীর্তিমান কভু কী আর মরে?
কীর্তিমান বসত করে যে অন্তরে— জানে সকল জনে,
বিনম্র শ্রদ্ধা জানাই তাঁরে আজিকার এই দিনে
তাঁর মহাপ্রয়াণে।
১০ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:৫১
সেলিম আনোয়ার বলেছেন: বিজ্ঞ ব্লগার চমৎকার কমেন্টে অশেষ ধন্যবাদ। বাংলা গানের তিনি একজন কিংবদন্তী। হিন্দীর পাশাপাশি দারুন কিছু বাংলা গান গেয়েছেন। বিনম্র শ্রদ্ধা লতা মঙ্গেশকর ।
২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:১৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: শ্রদ্ধা রইলো
১০ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:৫১
সেলিম আনোয়ার বলেছেন: শ্রদ্ধা নিবেদনে ধন্যবাদ।
৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:০৬
নীল আকাশ বলেছেন: উনার স্মৃতি অম্লান হয়ে থাকবে চিরদিন।
১০ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:৫২
সেলিম আনোয়ার বলেছেন: যথার্থ বলেছেন। বাংলাগানের সম্রাজ্ঞী তিনি। বিনম্র শ্রদ্ধা তাই ।
৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:০৭
রাজীব নুর বলেছেন: একজন গ্রেট শিল্পী।
১০ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:৫২
সেলিম আনোয়ার বলেছেন: সি ওয়াজ এ ট্রু লিজেন্ড
৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:২৪
রাজীব নুর বলেছেন: কবিতা সুন্দর লিখেছেন।
১০ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ কমেন্টে ।
©somewhere in net ltd.
১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:২৩
জুল ভার্ন বলেছেন: সঙ্গীত জগতের কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকরের সঙ্গে বাঙালি ও বাঙালি সংস্কৃতির গভীর যোগযোগ ছিল। লতাকে বাংলা গান গাওয়ানোর ক্ষেত্রে হেমন্ত মুখোপাধ্যায় অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। এরপর সলিল চৌধুরিও লতাকে দিয়ে বহু কালজয়ী গান গাওয়ান। এছাড়া সতীনাথ মুখোপাধ্যায়ের সুরেও লতা বেশ কিছু কালজয়ী বাংলা গান গেয়েছেন। সুধীন দাশগুপ্তর সুরেও কিছু বিখ্যাত গান গেয়েছেন। পরবর্তী সময় বহু সুরকারের সুরে লতা মঙ্গেশকর বাংলা গান গেয়েছেন। লতা মঙ্গেশকরে তিরোধানে তাঁর ভক্তকূলের হৃদয় ভেংগে গিয়েছে।