নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
সারারাত অপেক্ষা শেষে শেষ রাতে ঠিক এমন ক্ষণে
তার আগমন বার্তা যখন এলো,
অবাক করা ভালোলাগা তখন আমায় রাখে ঘিরে
অধীর আগ্রহে চেয়ে দেখি তারে
দারুন প্রিয় মুখ মোদের ছোট্ট নীড়ে
একটি শিশু ফুলের মতো পুত পবিত্র
ভীষণ রকম প্রিয়,
আল্লাহ তায়ালার এক দারুণ উপহার
যেন মণিহার;
বুকটা আমার জুড়িয়ে গেলো দারুণ আবেশে
তার প্রথম দর্শনে
আমি শুধু চেয়ে থাকি তারে কোলে লয়ে
সে যে আমার সাত রাজার ধন আপনের আপন
স্বর্গীয় অনুভুতি..
কতো নামে যে ডাকি
তারে বুকে লয়ে বিরহ ভুলে থাকি!
প্রত্যাশার ডানায় ভর করে
উদযাপন ক্ষণ সে নিয়ে এলো
ক্ষণিকের এ ধরায়।
বাবা বেলার প্রথম প্রহর বছর পাঁচেক আগে
আজকের এই রাতে
ঠিক এমন লগন, আমরা কজন ছিলাম প্রার্থনাতে।
অকস্মাৎ সব নিরবতা ভেঙে তার আগমন
আমরা তখন সবে করেছি উদযাপন
জুম্মা রাতের আঁধার ঠেলে আসলো নতুন ভোর
ওঠলো নতুন রবি তারে কোলে লয়ে
তোমার কথা ভাবি আহা দেখতে যদি তারে
বিধাতা গড়েছেন যেন আপন করে।
এ যে শুভ লগণ,
আজ শুভ জন্মদিন তারে
হৃদয়ের গভীর থেকে
ওর জন্য করতে পারি সব
ও এখন আছে গভীর ঘুমে আমার শয্যা পাশে
সুখোস্মৃতি লয়ে জেগে আছে সারারাত আমার দুনয়ন।
১০ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: অনেক ধন্যবাদ ডঃ এম এ আলী। শুভকামনা নিরন্তর ।
২| ১০ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:১৮
জুল ভার্ন বলেছেন: কী অসাধারণ সুন্দর করে লিখেছেন কবি!
১০ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।
৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:১৬
রাজীব নুর বলেছেন: সুন্দর।
১০ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ মন্তব্যে।
৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৫৫
মরুভূমির জলদস্যু বলেছেন: জন্মমদিনের চমৎকার কবিতা।
©somewhere in net ltd.
১| ১০ ই ফেব্রুয়ারি, ২০২২ ভোর ৫:৫৮
ডঃ এম এ আলী বলেছেন:
অপনার নয়নের মনি আর আদরের
সোনামনির জন্য জন্মদিনের
শুভেচ্ছা রইল ।