নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

আ্জ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো… (প্রয়াণ দিনে প্রিয় অভিনেতা হুমায়ূন ফরীদি স্মরণে)

১৩ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৫২




মনে আছে আজিকার এই বসন্ত দিন
বাংলা বেতারে
সকালের খবরে
তার মহাপ্রয়াণ সংবাদ শ্রবণে
বেদনায় ভেঙে যায় বুক,
মনে মনে চাইছিলাম খুব
এই সংবাদ মিথ্যে হোক;
তিনি বেঁচে থাকেন যেন — আরও একযুগ।
হায় ফরীদি যার অভিনয় দেখবো বলো
কতো সময় কেটেছে অপেক্ষায়, আজও মনে পড়ে
ঢাকা থেকে দূরে সেই দিন— ব্যস্ত যে ছিলাম খুব
ঢাকা থেকে দূরে সিলেটে বিছানাকান্দির
পাথরের গুণাগুণ ও মজুদ— নির্ধারণে দাপ্তরিক কাজে
একটা গানই গেয়েছি ব্যথিত প্রাণে
গুনগুনিয়ে “আ্জ এই দিনটাকে মনের খাতায়
লিখে রাখো…
বেদনা ঝরে পড়ে, প্রাণে এক তাড়ণা
আহা যদি কেউ দিতো এই ঘোষণা তিনি বেঁচে আছেন..
তেমন আর হয় না—
শুধু ক্রমাগত বাস্তব হতে থাকে নির্মম খবর,
ফরীদি আর নেই তাঁকে আর দেখা যাবে না
নতুন কোন অভিনয়ে।
সেই অট্টহাসি ; অভিনয় দিয়ে মন্ত্রমুগ্ধ করে রাখা ক্ষণ
নির্মল বিনোদন হবে না আর
ফরীদি নেই তাই শূণ্য শূণ্য লাগে সব।




ছবি নেট থেকে


হুমায়ুন ফরীদির প্রয়াণ দিবসে বিনম্র শ্রদ্ধা তাঁর রুহের মাগফিরাত কামনা করি

মন্তব্য ২৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:০০

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।
একজন সহজ সরল অভিনেতা ছিলেন। তার অভিনয় আমার ভালো লাগতো।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:০৬

সেলিম আনোয়ার বলেছেন: উনার মৃত্যুর পর আমার ব্লগার হয়ে ওঠা। অথবা কবি হয়ে ওঠা। কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:২০

নজসু বলেছেন:


আমি কল্পনায় আপনার এই ব্লগবাড়িকে হুমায়ুন ফরীদির ব্লগবাড়ি ভাবতাম। আপনার কবিতাগুলো যখন পাঠ করতাম তখন মনে মনে ভাবতাম ফরীদির লেখা কবিতা পাঠ করছি। আপনার কোন একটা পোষ্টে কমেন্টও করেছিলাম।

আপনার মাধ্যমে প্রিয় অভিনেতার প্রতি শ্রদ্ধা রইলো।
শুভকামনা আপনার জন্যও।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: নজসু বলেছেন:

আমি কল্পনায় আপনার এই ব্লগবাড়িকে হুমায়ুন ফরীদির ব্লগবাড়ি ভাবতাম। এটা আসলে ফরীদির ব্লগ বাড়ি বলতে পারেন। তিনি এই ব্লগিং নেপথ্য নায়ক বলতে পারেন। এক সময় ভাবতাম ফরীদিকে যদি মানুষ ভুলে যায় এ ব্লগ তাঁকে জীবিত রাখবে। কিন্তু এখন মনে হয় আমি বোধ হয় তার কাছে ঋণী প্রোফাইল পিক ব্যবহার করে ।

৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:৪৪

ইসিয়াক বলেছেন: সংশপ্তক নাটকে হুমায়ূন ফরীদি আর ফেরদৌসি মজুমদারের অভিনয় এখনও চোখে ভাসে।
বিটিভির নাটক আর বাংলা সিনেমায় সবখানেই উনার দৃপ্ত পদচারণা ছিল।
সেই সঙ্গে মঞ্চেও ছিলেন দুর্দান্ত।
বিনম্র শ্রদ্ধা রইলো।
ভালো থাকুন ওপারে প্রিয় অভিনেতা।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: সংশপ্তক সহ অনেক নাটকে দূর্দান্ত কাজ করেছেন ফরীদি। মঞ্চের ফরীদি ছিলেন অনন্য। আর বাংলা চলচ্চিত্রের ভিলেন চরিত্রকে তিনি সম্মানিত করেছেন। কমেন্টে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:৫৩

নীল আকাশ বলেছেন: উনি একজন ভালো অভিনেতা ছিলেন।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: কোন সন্দেহ নেই। ফরীদি ছিলেন ট্রু আর্টিস্ট যাকে সবাই ভালোবাসতো । কমেন্টে ধন্যবাদ।

৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:০৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে

ভালো অভিনেতা ছিলেন

১৩ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:১৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:৫২

খায়রুল আহসান বলেছেন: আমাদের সময়ের সবচেয়ে শক্তিশালী অভিনেতা ছিলেন। মঞ্চ, টেলিভিশন এবং রূপালী পর্দায় দাপিয়ে বেড়িয়েছেন। ভালবেসে দেবযানীকে বেলী ফুল দিয়ে বিয়ে করেছিলেন। তার পর পদ্মা-মেঘনা-যমুনায় অনেক জল গড়িয়েছে। তার জীবনেও অনেক বাঁক এসেছে। সব কিছু সত্ত্বেও তিনি শ্রোতা-দর্শকদের হৃদয়ে ঠাঁই করে নিয়েছিলেন, শ্রদ্ধা ও ভালবাসায়।

তার মাগফিরাত কামনা করছি।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: a true artist never die ফরীদি তার উদাহরণ। দিনে দিনে তার অভাব অনুভব বেড়ে যায় চক্রবৃদ্ধিহারে....


কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।

৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:১১

সোহানী বলেছেন: অভিনেতার বাইরেও একজন ভালো মানুষ ছিলেন। কিন্তু কিছু ভুল তার জীবনকে নরক বানিয়েছে হয়তো!!!

১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: ভুল মানুষেই করে। তিনি বেশি ভালোবেসেছেন বলে এত দুঃখ তিনি পেলেন। মরার প্রেম কেন করে। ভালোবাসা দিবসের শুভেচ্ছা।

নিরন্তর শুভকামনা।

৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:৩০

মোহাম্মদ গোফরান বলেছেন: বর্তমান যুগের অভিনেতা দের দেখলে উনি লজ্জা পেতেন। বিনম্র শ্রদ্ধা হুমায়ুন ফরিদী।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:০০

সেলিম আনোয়ার বলেছেন: বিনম্র শ্রদ্ধা হুমায়ূন ফরীদি। নাচো নাচো সব সুন্দরীরা একটা গানে তার নৃত্য দেখে মনে হলো। তিনি বোধ হয় নাচেও সেরা ছিলেন।

সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:১৩

মরুভূমির জলদস্যু বলেছেন: হুমায়ুন ফরীদির অভিনয় আমিও খব পছন্দ করতাম।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:০৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

১০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:০৩

ডঃ এম এ আলী বলেছেন:




হুমায়ন ফরীদি আমার প্রিয় অভিনেতাদের মধ্যে একজন ।
দেশ বরেন্য এই গুণী অভিনেতার প্রয়ান দিবস উপলক্ষে
শ্রদ্ধাঞ্জলীমাখা আপনার কবিতা খুব সুন্দর হযেছে ।
তাঁর প্রতি আমারো শ্রদ্ধা্ রইল ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

১১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:১৬

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: উনার কোনো সিনেমাই বাদ দেই নাই ।

শ্রদ্ধা ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

১২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৩:৪৯

নেওয়াজ আলি বলেছেন: কান কাটা রমজান এই নামটি চির অম্লান থাকবে। শ্রদ্ধা

১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: নেওয়াজ আলি কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

১৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:০২

মোহাম্মদ গোফরান বলেছেন: না নাচে কখনো ভালো ছিলেন না। শুধু অভিনয় ভালো করতেন।

১৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:০০

রাজীব নুর বলেছেন: উনার মৃত্যুর সাথে আপনার ব্লগার হয়ে উঠা বা কবি হয়ে উঠা!!! কিভাবে?? একটূ ব্যাখ্যা করুণ না। প্লীজ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.