![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
এ এমনি এক অনুভূতি
যেন জীবনটাই থেমে যাবে না পেলে
আটটি প্রজাপতি আমার চাই..
বিনিময়ে আমি এনে দিতে পারি
একশত তেতাল্লিশটি শতদল তোমার হাতে
গভীর শীতের রাতে
তবুও উষ্ণতা কমবে না শরীরে এতটুকু
আমি থামবো না কোনদিন
আঙুলে আঙুলে খেলা হবে সারারাত
ক্লান্তি স্পর্শ করবে না তবুও কোনদিন
শুধু তুমি যদি থাকো পাশে আজীবন
আমি গরলও হজম করতে পারি
শুধু পারবো না তোমাকে ছাড়া বাঁচতে একদিন ও
পারবোনা ভালোবাসার জ্যামিতি আঁকতে ওষ্ঠে অথবা গ্রীবায়
আমি সবই পারি শুধু তোমার গভীরে ইন্দ্রে ..
আমি যেন প্রেমের দেবতা তোমার স্পর্শ পেলে
আমি জেগে ওঠি যেমন করে রাতে জেগে ওঠে তারা
জোনাকির মিটি মিটি আলো ঝিঁঝিঁ পোকার ডাক..
সব যেন অর্থহীন তুমি হীন রাত্রি তিমির আঁধার!
আমাদের দুজনের প্রেমে যেন ঋতু পরিক্রমায় যোগ হয় ঋতুরাজ বসন্ত
বসন্ত এসে গেছে সুপ্রিয়
তবে কী প্রতীক্ষার অবসান হয়ে গেছে ?
তুমি কী প্রস্তুত বসন্তে পরাগরেণু গায়ে মেখে.. ?
তুমি কী প্রস্তুত বাঁধ ভাঙার উচ্ছাসে আবেগে?
সবকিছু শেষ হয়ে যায় ভালোবাসা হয় না লীন
ভালোবাসা বেঁচে থাকে অনন্ত কাল বাকি সব অর্থহীন।
এ এমনই এক গভীর অনুভূতি
আটটি প্রজাপতি আমি চাই শুধু তোমার কাছে..
২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: বিজ্ঞ ঠাকুর মাহমুদ আমি বেশ আছি।
আপনি ভালো আছেন তো। শুভ কামনা নিরন্তর।
৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:৪৩
আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ অনুভূতির ছোয়া কবি দা
২০ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:১৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।
৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:৩৮
জুল ভার্ন বলেছেন: খুব সুন্দর কবিতা! +
২০ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:১৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।
৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:৪৪
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর কাব্য।
২০ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:১৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।
৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:০০
মরুভূমির জলদস্যু বলেছেন: আপনার এই কবিতাটি দুর্বোদ্ধ ঠেকলো, যদিও কেনো, তা বুঝে উঠতে পারলাম না।
২০ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:১৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।
৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:২৮
রাজীব নুর বলেছেন: অতি মনোরম ।
২০ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:১৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।
৮| ২৪ শে মে, ২০২২ বিকাল ৪:১৬
খায়রুল আহসান বলেছেন: খুব সুন্দর একটি প্রেমের কবিতা লিখেছেন। + +
২৪ শে মে, ২০২২ বিকাল ৫:২১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
©somewhere in net ltd.
১|
১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:৩১
ঠাকুরমাহমুদ বলেছেন:
আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা
আর কত কাল আমি
রবো দিশাহারা, রবো দিশাহারা
জবাব কিছুই তার দিতে পারি নাই শুধু
পথ খুঁজে কেটে গেল
এ জীবনও সারা, এ জীবনও সারা।
শিল্পী: হেমন্ত কুমার মুখোপাধ্যায়
কবিতার যাদুকর, অনেক দিন আপনার সাথে কথা হয় না। আপনি কেমন আছেন? আমি ভালো আছি।।