নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
এসেছে এসেছে অমর একুশে সোনার বাংলায় ,
ফুলে ফুলে ভরে ওঠেছে যেন তাই
আজিকার প্রকৃতি আপন মহিমায়।
এসেছে অমর একুশে
রক্তকরবী পলাশ শিমুল তাই ফুটেছে
কাননে ফুটেছে রক্ত গোলাপ,
জেগে আছে তাই সারা রাতে
সন্তান হারা জন্মভূমি আমার।
এসেছে এসেছে অমর একুশে
পবিত্র শহীদ মিনার তাই ভরে গেছে ফুলে
সে যেন আরেক বসন্ত— ইতিহাস তাই বলে।
একুশে এসেছে সালাম বরকত রফিক জব্বার
স্তূতি বন্দনায় তাই মেতেছে— সারা বাংলার আপামর জনতা
নির্ঘুম রাতে মানুষের ঢল নামে
নগ্ন পদ যাত্রায় রাত্রের শিশির মেখে গায়
শহীদ মিনার সমীপে,
আমরা যেন মুক্ত বলাকা সবে;
থাকবো নাকো বদ্ধ ঘরে এই করেছি পণ
কিশোর কিশোরী তরুণ তরুণী
আবালবৃদ্ধবনিতা বাংলার জনগণ
কেহই যে নেই বাকি
মোদের বাউল মন ভারাক্রান্ত এখন।
ভাষার জন্য দিয়েছে এমন— আত্ম বলিদান
এমন দৃষ্টান্ত আর কোথাও পাবে নাকো খুঁজে
আমরা ভুলিনি আজও সেদিনের সেই সুপ্রিয় শ্লোগান
রাষ্ট্র ভাষা বাংলা চাই— মোদের দাবি মানতে হবে
যেন ধ্বনিত হয় আজও বাংলার আকাশে বাতাসে
নদীমাতৃক অপরাজেয় রূপসী বাংলা হে!
বায়ান্ন থেকে একাত্তর— তুমি রক্তাক্ত ইতিহাসে।
এসেছে এসেছে অমর একুশে জীবন নৌকার পালে লেগেছে তাই দোলা
অমর একুশে চিরকালীন চেতনা মোদের
সততই তাড়িত করে যায় না কভু ভুলা।
তোমার প্রেরণায় যেন মোদের বেঁচে থাকার সংগ্রাম সতত চলমান,
সমৃদ্ধির আগামীর এক পথে..
এসেছে এসেছে অমর একুশে
বাসন্তী সুবাস মেখে;
শীত শেষে যেন তাই বসন্ত এসেছে সাথে।
এসেছে এসেছে অমর একুশে
অশ্রুফোটা চোখে তাই উপচে পড়া ভীড়।
শহীদ স্মৃতি স্মরণে
হৃদয়ের অর্ঘ্য করি আজ নিবেদন
একুশে আমার অশ্রু সিক্ত অহংকার
বাংলা ভাষার জয়গান জীবনে মরণে।
২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:১৯
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ কমেন্টে ।
২| ২০ শে ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৫৭
রাজীব নুর বলেছেন: ২১ শে ফ্রেরুয়ারী খুব বেশি বাড়াবাড়ি করা হয়। অথচ সারা বছর কোনো খবর নাই। এবার তো ছয় স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে? দূর্নীতির জন্য কয় স্তরের নিরাপত্তা নিয়েছে?
২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:২০
সেলিম আনোয়ার বলেছেন: দূর্ণীতিমুক্ত হবে যখন দেশের সকলে দূর্ণীতিকে দূর্ণীতির অর্থ ঘৃণা করতে শিখবে।
৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:০৫
অর্ক বলেছেন: দারুণ
২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:২১
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ। একুশের শুভেচ্ছা অর্ক।
৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:১৫
জ্যাকেল বলেছেন: ভাল হইয়াছে।
২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:২১
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ।
৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৫৬
রাজীব নুর বলেছেন: ব্যস্ত নাকি ভাইসাহেব?
মন্তব্যের উত্তর দিচ্ছেন না।
২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:২২
সেলিম আনোয়ার বলেছেন: না ঠিক তা না।
ধন্যবাদ কমেন্টে ।
৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:২৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা রইলো
২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৩১
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ কমেন্টে
©somewhere in net ltd.
১| ২০ শে ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:১৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সকল ভাষা শহিদ্দ দের প্রতি শ্রদ্ধা।