নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
এই দিন কবিতার—
এই দিন অধিকার—
আদায়ের চূড়ান্ত ঘোষণা এক,
এই দিন স্বাধীনতার—
দাবিতে বীর বাঙালীর
ঘুরে দাঁড়াবার,
বৈষম্যের বিরুদ্ধে
এক দৃপ্ত অঙ্গীকার।
এই দিন রাজপথের—
এই দিন রেসকোর্স ময়দান দৃপ্ত শপথে
এই দিন বজ্রকণ্ঠ..
এই দিন তর্জনী এক চির উন্নত আকাশে।
এই দিন চেতনার নবজাগরণ উল্লাসে
স্বৈরাচারের মসনদ কেঁপে ওঠে, এই দিন
প্রেমের অনুরণন বাংলার আকাশে বাতাসে..
দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে
রক্তাক্ত ইতিহাসে এই দিন
বাজে বীণ প্রলয়ের— অশুভ বলয়ের অশনী সঙ্কেত!
এই দিন "আমি যদি হুকুম দেবার নাও পারি.."
এই দিন — .. এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম
জয়বাংলা!!! জয় বঙ্গবন্ধু!!!!
০৭ ই মার্চ, ২০২২ বিকাল ৪:১১
সেলিম আনোয়ার বলেছেন: দারুন তো। ভোরের রবি ওঠার মত একটা ঘটনা। একটা মাইলস্টোন। কত তরুতাজা। আমাকে নিয়ে যায় শেকড়ের গভীরে অস্তিত্বে মগজে রক্ত কনিকায় স্বাধীনতা স্বাধীনতা ধ্বণিত হয় জয় বাংলা শ্লোগানে মুখরিত প্রবাহিত রক্ত আমার বিনম্র শ্রদ্ধায় নত মস্তক যেন মুক্তিযুদ্ধের সকল উপকরণ উপঢৌকন ত্যাগ তিতিক্ষা দেশের জন্য নিবেদিত প্রতিটি রক্তফোটা ঘাম বিন্দু পদক্ষেপের জন্য।
ধন্যবাদ কমেন্টে ।
২| ০৮ ই মার্চ, ২০২২ সকাল ৯:৩০
ফারহানা শারমিন বলেছেন: ৭ ই মার্চ নিয়ে এতো সুন্দর একটা কবিতার খুব প্রয়োজন ছিলো। প্রিয়তে রেখে দিলাম। অনুমতি দিলে শেয়ার করতে চাই।
০৮ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৪১
সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার সুন্দর কমেন্টে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য। শেয়ার করার অনুমতি দেয়া হলো।
৩| ২৮ শে এপ্রিল, ২০২২ বিকাল ৪:৫৫
খায়রুল আহসান বলেছেন: জননেতাদের শ্রেষ্ঠ ভাষণের ইতিহাসে এ ভাষণটি চিরভাস্বর হয়ে রবে।
কবিতায় ভাললাগা। + +
©somewhere in net ltd.
১| ০৭ ই মার্চ, ২০২২ দুপুর ২:২১
রাজীব নুর বলেছেন: একটা গ্রেট ভাষন।
আমার বাবা মা এই ভাষনে ছিলেন। মা তখন অনেক ছোট।