নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
এইদিনে তুমি পৃথিবীতে এলে
সুতীব্র চিৎকারে যেন জানিয়ে দিলে
বহু কাঙ্ক্ষিত প্রতীক্ষার হলো যে অবসান
তোমার আগমনে—
হে কান্ডারী তোমার জন্ম মার্চের সতেরো টুঙ্গিপাড়ায়
সুখের ঝর্ণা ধারা বহে তাই বংলার প্রান্তরে করি তার গুণগান।
আশু স্বাধীনতার আগমনি বার্তা যেন মিশে ছিলো সেইদিনে
তোমার প্রথম জন্ম-ক্রন্দনে।
হে স্বাধীনতার মহান স্থপতি,
হে বঙ্গবন্ধু জাতির জনক, করি তব স্তুতি—বন্দনা
হে তিমির আঁধার হারার নির্ভীক কান্ডারী
বিনম্র শ্রদ্ধা জানাই তোমারে।
এইদিনে তোমারেই যে স্মরি
অন্তরের অন্তস্থল থেকে— শ্রদ্ধাবনত মস্তকে
স্রষ্টার অপার কৃপায় এইদিন তুমি জন্মেছিলে সোনার বাংলায়,
যেন পরাধীনতার শৃঙ্খল ভাঙার দায়ভার
স্কন্ধে লয়ে দিশেহারা বাঙালির আলোর দিশারী হয়ে..
সাত কোটি বাঙালির মুক্তির প্রথম সংকেত যেন তোমার আগমনে।
হে প্রতিবাদী অকূতভয় বীর ! হে বজ্রকন্ঠ বিদ্রোহী বাঙালির,
হৃদয়ের সবটুকু ভালোবাসা এদেশের মানুষেরে বিলিয়ে দিয়ে
পৃথিবীর বুকে দেশপ্রেমের তুমি উজ্জ্বল নজির।
অজস্র মানুষের মণিকুঠায় তুমি ঠাঁই নিয়েছিলে—প্রবল বিক্রমে।
এই দিন রবে তাই চির অমলিন
এইদিন উৎসবের এইদিন উৎযাপনের— আনন্দের
এইদিন বাঙালিপনার মুখরতার
এইদিন অনন্ত প্রেরণা প্রতিটি বাঙালির
সমুখে পথচলার অযাচিত সব বাঁধ ভাঙার তাগিদের ইদ।
এইদিন সম্ভাবনার অংকুরোদগম পরাধীনতার শৃঙ্খল ভেঙে
এইদিন বাঙালির চিরকালিন প্রুতিশ্রুতির সমৃদ্ধির পথচলায়
অনন্ত প্রেরণা, এইদিন স্বপ্নের ফেরি করে
এইদিন অমলিন যেন প্রতিটি বাঙালির মহাকাব্যিক জাগরণে।
এইদিনে আনন্দের প্লাবনে উৎসবমুখরিত প্রিয় স্বদেশ মাতৃকা জন্মভূমি
দিশেহারা বাঙালির আলোর দিশারী হয়ে যে তোমার আগমন
স্বাধীনতার মহান স্থপতি হে, শুভজন্মদিন তোমারে।
বাঙালির অনন্ত প্রেরণা হয়ে তুমি আজও যে বেঁচে আছো—
বেঁচে রবে যুগ যুগ ধরে
যতদিন পৃথিবীর বুকে লালসবুজ পতাকা রবে উড্ডীন
যতদিন বহিবে নদী পদ্মা— মেঘনা— যমুনা
যতদিন রবে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ; অমর কীর্তি তোমার।
হে চির কল্যাণী মানবের, জানি শোধ হবে না কোনদিন তোমার ঋণ
আজকের এইদিনে তোমারই বন্দনা করি
প্রার্থনা করি সতত প্রাণেমনে—
আমরাও যেন পারি হতে চির নিবেদিত দেশের তরে দশের তরে
—তোমার মতন করে, নিজেকে বিলিয়ে দিতে।
আমরাও যেন পারি দৃষ্টান্ত হতে— সমৃদ্ধ বাংলাদেশ গড়ে
হে স্বপ্নদ্রষ্টা, বাংলাদেশের অমর স্রষ্টা,
লও মোর সালাম, লালাগোলাপ শুভেচ্ছা হে জাতির জনক, তোমার জন্মদিনে।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার প্রতিটি মানুষের …
সতত এই কামনা মনে বিনম্র শ্রদ্ধা তোমায়
তোমার জন্মদিনে।
১৭ ই মার্চ, ২০২২ রাত ১২:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
২| ১৭ ই মার্চ, ২০২২ রাত ১২:০৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ...
মুজিব আমার চেতনা,
হাসিমুখে বলি এত না।
আমি না জিয়ার যোদ্ধা,
মুজিব আমার শ্রদ্ধা।
১৭ ই মার্চ, ২০২২ রাত ১২:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।
আজ গোটা বাঙালি জাতির জন্য আনন্দের দিন। উদযাপনের দিন ।
৩| ১৭ ই মার্চ, ২০২২ রাত ১২:৫৬
রাজীব নুর বলেছেন: বাঙালি জাতির ইতিহাসে বঙ্গবন্ধুর অবদান চিরদিন স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে।
১৭ ই মার্চ, ২০২২ রাত ১:০৫
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্ট। জয় বাংলা জয় বঙ্গবন্ধু ।
৪| ১৭ ই মার্চ, ২০২২ রাত ৯:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: শুভ জন্মদিন জাতির পিতা
শুভ জন্মদিন তোমায়।
তোমার জন্মদিনে আজ আমাদের
খুশির সীমা নাই।
দিনে দিনে যেন আর ও জীবন্ত তুমি
আপন কর্মগুণে।
তোমায় নিয়ে চলছে মাতামাতি
বাংলার ঘরে ঘরে উন্মুক্ত প্রান্তরে
তোমার বন্দনায় কবিতা আর গানশুনে
আজ শুভ জন্মদিন তোমায়
এই বুকের গহীন থেকে
তুমি জন্মেছিলে তাই এদেশ স্বাধীন হলো
তুমি জন্মেছিলে তাই
সাতকোটি বাঙালি মাথা উঁচু করে ঘুরে দাঁড়ালো
মহান একাত্তরে হানাদার বধ কাব্য গড়ে
হিন্দু মুসলিম হলো যে ভাই ভাই
তুমি জন্মেছিলে তাই
অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্নের রূপ রেখা
আমরা দেখতে পাই
শুভ জন্মদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
বেহেশতের বাগিচায় তোমার হয় যেন স্হান
তোমার দেখানো পথে চলে
আমরা যেন গড়তে পারি দূর্ণীতিমুক্ত
সমৃদ্ধ বাংলাদেশের এক স্বার্থক উপাখ্যান।
৫| ২৩ শে মার্চ, ২০২২ সকাল ৭:১৭
খায়রুল আহসান বলেছেন: "আমরাও যেন পারি দৃষ্টান্ত হতে" - আপনার এ আশাবাদ সত্য হোক, সফল হোক!
০২ রা এপ্রিল, ২০২২ দুপুর ১:২০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৬| ২৩ শে মার্চ, ২০২২ সকাল ১০:১০
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে
০২ রা এপ্রিল, ২০২২ দুপুর ১:২০
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ কমেন্টে এবং পাঠে ।
©somewhere in net ltd.
১| ১৬ ই মার্চ, ২০২২ রাত ১১:০১
প্রামানিক বলেছেন: কবিতায় ভালো লাগা