নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
কাজের মাঝে ডুবে থাকি এভাবেই যাচ্ছে কেটে বেশ
শুধু মাঝে মাঝে তোমায় ভাবি মোদের এই প্রেমের দাবি
এভাবেই কী হয়ে যাবে জীবনের শেষ ?
জীবন কাফেলা নয় তো আর অশেষ কোন কাব্য—
মায়াময় পৃথিবীটা ছেড়ে যেতে হয়,
প্রেমের নদী হোক না যতই নাব্য।
জীবন চলার পথে ক’জনে ক্ষণিকের সঙ্গী হয়তো হয়
মরণে সবাই একা মানব জীবন যে মরণেই শেষ নয়।
না পাওয়া জিনিস গুলো
না পাওয়াই হয়তো ভালো
তবুও তুমি হীনা ক্ষণ কভু ভালো নয়।
তুমি যেন জন্মেছিলে শুধু আমার জন্যে
কবিতা লিখে অশেষ আমি যে তোমার কারণেই।
ব্যস্ততার ফাঁক গলে তোমাকে ভালোবসি বলে
কবিতা লিখে মোর ক্লান্তি যে কেটে যায়
আদাজল খেয়ে আবার নেমে পড়ি কাজে
দেশের তরে দশের তরে নিবেদিত থেকে—
এভাবেই যে যাচ্ছে কেটে বেলা জীবন কাফেলার
তুমি করো না অবহেলা— এই প্রেম যেন যুগ যুগ ধরে।
তোমার প্রেমে আমি যেন ধ্রুবতারা আঁধার রাতের আকাশে
দিকভ্রান্ত পথিক যেন পথ খুঁজে পায় কবিতা পড়ে পড়ে
কাব্য সুধা পান করে জীবন ধন্য হয়..
তোমারও কী তা নয়?
কবিতা লিখে লিখে
তোমার আমার প্রেম দিনে দিনে
আরও প্রগাঢ় হয় ।
১০ ই এপ্রিল, ২০২২ সকাল ১০:২১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
২| ১০ ই এপ্রিল, ২০২২ সকাল ১০:৫২
জুল ভার্ন বলেছেন: বরাবরের মতোই চমতকার কবিতা! +
১১ ই এপ্রিল, ২০২২ দুপুর ১:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ জুল ভার্ন সুন্দর কমেন্টে ।
৩| ১০ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:১৮
রাজীব নুর বলেছেন: কবিরা আবেগে অনেক কিছু বলে ফেলে। কিন্তু বাস্তব অনেক কঠিন।
দিকভ্রান্ত পথিক কবিতা পরে কিভাবে পথ খুঁজে পাবে?
পূর্নিমার চাঁদ যেন ঝলসানো রুটি। ঠিক এরকম।
১১ ই এপ্রিল, ২০২২ দুপুর ১:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: কবিতায় থাকবে লেখা কোথায় এবং কবে।
কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।
৪| ১০ ই এপ্রিল, ২০২২ বিকাল ৩:৫১
সাগর কলা বলেছেন: - সুন্দর জীবনমূখী কবিতা ভাইয়া।
১১ ই এপ্রিল, ২০২২ দুপুর ১:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ্ ।
৫| ২০ শে এপ্রিল, ২০২২ বিকাল ৪:৩৮
খায়রুল আহসান বলেছেন: ৪, ৫ ও ৬ নং পংক্তিগুলো বেশ ভালো হয়েছে। পুরো কবিতাটাই সুন্দর। + +
©somewhere in net ltd.
১| ১০ ই এপ্রিল, ২০২২ ভোর ৬:৪৪
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: কবিতা লিখে লিখে
তোমার আমার প্রেম দিনে দিনে
আরও প্রগাঢ় হয় !
কবিতার চমৎকার সমাপ্তি - ভালো লাগা !