নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

এই লও কলম..

১১ ই এপ্রিল, ২০২২ দুপুর ১২:৫৫




কবিতা যেন এক অব্যর্থ বাণ
দোষ দিও না— মম অবলা প্রাণ;
হয়ে যায় যদি তার নিঠুর শিকার
অনুভূতি প্রবণ জায়গা গুলো
যেমন করে বশীভূত হয়—
প্রণয় বাঁশির সুরে বশিভূত শব্দগুলো
কথা বলে— মানব হৃদয় নিয়ে খেলে
মনময়ূরী পেখম তুলে ধিনতা ধিনতা
মৃতদেহ যেন পায় ফিরে সতেজ প্রাণ
কবিতা তাই সতত যৌবনেরই জয়গান।

বয়সটা তো সংখ্যামাত্র কক্ষপথের কতেক ঘূর্ণন ।

লক্ষ্যভেদি ফলার মতোন— বুকে বিঁধে
প্রিয়তমার দুটি বেণী খুলা চুল অথবা ফুলেল খোঁপা
হয়তো কাজল কালো দুই নয়ন
মান অভিমান তাতে পেঁজা তুলো
তৃষিত অধর মধুরতর প্রলয় শিঙা
কালবোশেখি ঝড় ওঠে শিরায় শিরায় উড়ে ধূলো
ঝরে পাতা— ভরে ওঠে কবিতার খাতা;
তোমাকে চাই তোমাকে চাই কাব্য করে গোপন অভিসারে।

নইলে যেন রক্ষা নাই, একূল ওকূল দুকূলই যায়
এমনতরো আবেগে তাড়িত প্রাণ— যেন ঘাস ফড়িং
তুমি বিস্তীর্ণ সবুজ ঘাস তৃণখন্ড
অনেক কাছে মনটা শুধু যে তোমাকে চায়,
বুক পকেটে সযতনে থাকে লেখা তোমার পাতা
তোমার আমার সেই কবিতা হৃদপিন্ডের মাঝে
তাজা কলমের কতক আঁচড় আর কিছ নয়
করোগো গ্রহণ তোমার অকাট্য অনুমোদনে
এই লও কলম তোমার খাতায়
প্রণয় কথন লিখে দেবো তাতে অপ্রগলভ প্রেমে।
তুমিও চাইছিলে খুব গতরাতে স্বপ্নে এসে..


ছবিঃ নিজস্ব অ্যালবাম

মন্তব্য ১৫ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০২২ দুপুর ১:১৩

জুল ভার্ন বলেছেন: অসাধারন সুন্দর!!! +

১১ ই এপ্রিল, ২০২২ দুপুর ১:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ । নিরন্তর শুভকামনা ।

২| ১১ ই এপ্রিল, ২০২২ দুপুর ১:৪৫

ঠাকুরমাহমুদ বলেছেন:




কবিতার যাদুকর, আজ আরেকটি উপাধি দিচ্ছি “কবিতার মাঝি” একূল ওকূল দুকূলই রক্ষা করা সম্ভব না। একধারে নাও নিয়ে চলুন। কবিতা ভালো লেগেছে +++

১১ ই এপ্রিল, ২০২২ দুপুর ১:৫২

সেলিম আনোয়ার বলেছেন: কবিতার জলধারায় আমি নৌকো বাই । কবিতা সর্বনাশা পদ্মানদী একূল ভাঙে ওকূল গড়ে.....। কবিতা যেন অমোঘ শক্তিধর। মরীচিকা যায় না ধরা বাস্তবতা ঠিকই দেবে ধরা দেবে দেবেই সাঁড়া ...

কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৩| ১১ ই এপ্রিল, ২০২২ দুপুর ১:৫৯

ঠাকুরমাহমুদ বলেছেন:




কবিতার যাদুকর, আপনার প্রতিমন্তব্যে মুগ্ধ হয়েছি অত্যন্ত শক্তিশারী প্রতিমন্তব্য। সাবাস। আমরা সকলেই জীবন তরীর মাঝি। বিষয় হচ্ছে তীর আমাদের কাছে কখনো কখনো মরীচিকা কারণ আমরা থাকি সর্বনাশা পদ্মার বুকে।

কবিতা ও প্রতিমন্তব্যে আবারও মুগ্ধতা ও ভালোবাসা।



১৩ ই এপ্রিল, ২০২২ রাত ১:৩১

সেলিম আনোয়ার বলেছেন: পুনশ্চ কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৪| ১১ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:৪৪

আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার লেখেছেন কবি দা ভাল থাকবেন

৫| ১১ ই এপ্রিল, ২০২২ বিকাল ৩:২৪

এম ডি মুসা বলেছেন: অসাধারন সুন্দর........

৬| ১১ ই এপ্রিল, ২০২২ বিকাল ৩:৪৮

সাগর কলা বলেছেন: - অনেক সুন্দর হয়েছে ভাইয়া।

৭| ১১ ই এপ্রিল, ২০২২ বিকাল ৩:৫৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: সুন্দর +

৮| ১১ ই এপ্রিল, ২০২২ বিকাল ৩:৫৫

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

দীর্ঘদিন ধরে কবিতা লিখছেন। এবার চেষ্টা করে দেখুন গল্প উপন্যাস বা প্রবন্ধ লিখতে পারেন কিইনা।

৯| ১৩ ই এপ্রিল, ২০২২ সকাল ৯:৫৯

এই মেঘ এই রোদ্দুর বলেছেন: দারুন সুন্দর হইছে সেলিম ভাইয়া

১০| ১৯ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:১৮

খায়রুল আহসান বলেছেন: প্রিয় কবি, আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা গ্রহণ করুন, এত সুন্দর একটি স্বরচিত কবিতা এখানে পরিবেশনের জন্য!
কবির মনোভূমি, বড় কোমল মাটি। ভাবের উত্তাল জোয়ার নেমে গেলে সেখানে যা কিছু দিয়েই আঁচড় দেয়া যায়, তাই কবিতা হয়ে ফুটে ওঠে। তখন, "প্রণয় বাঁশির সুরে বশীভূত শব্দগুলো কথা বলে, মানব হৃদয় নিয়ে খেলে"
কবিতায় পঞ্চম প্লাস। + +

ছবিটাও খুব সুন্দর। কোথায়, কবে তোলা?

২৩ শে এপ্রিল, ২০২২ দুপুর ১:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: অফিস ট্যুরে ফরিদপুর সদরে ফেরিপারের সময় তোলা। ২০১৮-১৯ সম্ভাব্য সময়।

১১| ২৩ শে এপ্রিল, ২০২২ দুপুর ১:৫৭

কালো যাদুকর বলেছেন: ছবিটি কোন নদীর ?
আপনি তো রোমান্টিক কবিতার পাকা মাঝি |
অনেক সুন্দর হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.