নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

মুজিব নগর সরকার বিনম্র শ্রদ্ধা জানাই গর্বভরে

১৭ ই এপ্রিল, ২০২২ রাত ১১:৪৭

একটি স্বপ্ন পূরণের দিন
একটি নবযাত্রা—
লাল সবুজ পতাকা সেদিন পত পত করে উড়ে
বাংলার আকাশে
অপার সম্ভাবনা লয়ে বুকে
একটি দৃপ্ত প্রতিশ্রুতি হানাদার বধ কাব্য গড়ার,
একটি প্রত্যয় পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবার
একটি ইতিহাস স্বর্ণাক্ষরে হলো লেখা
মুজিব নগর সরকার তখন ছিল ভীষণ দরকার;
দেশের তরে দশের তরে
হয়ে ছিল ধ্রুবতারা তিমির রাত্রি হরণ করা
হৃদয় দিয়ে বরণ করা একাত্তরের পটভূমি ।
নতুন ইতিহাস গড়ে বীর বাঙ্গালী তাই অস্ত্র ধরে
স্বাধীনতার স্বপ্ন সোপান— খেয়াপারে
জয় বাংলা একটি শ্লোগান, বীরের বেশে।
বীর বাঙ্গালি ভয় করেনি হানাদারের চোখ রাঙানি অবশেষে
এই দিনে স্মরি তাই পরম শ্রদ্ধা ভরে কীর্তিমান
তোমরা যারা সুপ্রিয় পূর্বসরি— মোদের অহংকার ।
স্বপ্নপূরণের দৃপ্ত প্রতিশ্রুতি লয়ে মৃত্যুঞ্জয়ী
হে অগ্রনায়ক মুজিব সেনা,
তোমাদের ঋণ শোধ হবে না শোধ হবে না
মুজিব নগর সরকার বিনম্র শ্রদ্ধা জানাই গর্বভরে
আজিকার এই দিনে...

মন্তব্য ৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০২২ রাত ১২:০৮

ইসিয়াক বলেছেন:







বিনম্র শ্রদ্ধা জানাই গর্বভরে।
জয় বাংলা।

১৮ ই এপ্রিল, ২০২২ সকাল ১১:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: বাংলার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা একটি দিন। বিনম্র শ্রদ্ধা তাই সেইদিনের স্থপতিদের। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।

২| ১৮ ই এপ্রিল, ২০২২ রাত ১২:১৭

রাজীব নুর বলেছেন: সুন্দর কথা মালায়, সুন্দর কবিতার জন্ম।

১৮ ই এপ্রিল, ২০২২ সকাল ১১:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।

৩| ১৮ ই এপ্রিল, ২০২২ সকাল ৯:২৩

খায়রুল আহসান বলেছেন: তিমির রাতের ধ্রুবতারা হয়েছিল 'মুজিবনগর সরকার' - চমৎকার বলেছেন। সে সময়ের কাণ্ডারীদের অবদান স্বর্ণাক্ষরে লেখা হোক!
কবিতায় তৃতীয় ভাললাগা। + + +

১৮ ই এপ্রিল, ২০২২ সকাল ১১:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: শ্রদ্ধেয় খায়রুল আহসান ধন্যবাদ সুন্দর মন্তব্যে। শুভকামনা ।

৪| ১৯ শে এপ্রিল, ২০২২ রাত ১:৫০

জটিল ভাই বলেছেন:
চমৎকার হয়েছে।

২৩ শে এপ্রিল, ২০২২ দুপুর ১:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.