নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

তোমাকে মনে পড়ে

৩০ শে এপ্রিল, ২০২২ রাত ১:১২


চারিদিকে শুনি আজ ঝড়ের আনাগোনা
আবহাওয়ার পূর্বাভাসে আছে বজ্রসহ বৃষ্টি
বৃক্ষরাও প্রস্তুত যেন হতে পারে যে অনাসৃষ্টি
এমন ঝড়ো রাতে অন্ধকারে— আমিও যে আনমনা
ভাবছি বসে ক্ষণে ক্ষণে

হচ্ছে কী ঝড় তোমার মনের ভেতর?
তোমার আবেগ অনুভূতি মম প্রেমের অনুমতি
তোমার খোঁপা গোলাপ গুঁজা সাথে চারটে প্রজাপতি

এলোমেলো হাওয়া বহে প্রলয়ের কথা কহে
তাতে ভাঙে কত পাখির বাসা এমন ঝড়ে
যেন কোন মিথ্যে আশা তেমন করে
অভিমানীর মনেও যে দানা বাঁধে ভালোবাসা এমন ক্ষণে।

কাজল কালো দুটি চোখে, তোমার বুকে
যেখানে তোমার মন সাতপাকে বাঁধা থাকে
আমি ভাবি শুধু যেন— সেই তোমার কথা ।

তোমার আমার প্রেম বারতা যেন হায় রংতুলিতে আঁকা
স্বপ্নের ক্যানভাসে জীবনের এপিটাফে
কবিতায় লেখা থাকে মোদের প্রণয়ের উচ্ছ্বাস্বেে
আজ তবে কী হবে ঝড় তোমার ঐ মনের ভেতর
প্রেমের টানে কেবল আমার পরশ অন্বেষণে
এমন সময় গভীর রাতে তুমিও কী ভাবছো বসে
আমার কথা আমাদের দুজনের সম্পূরক কাব্যকথা ।

থেকে থেকে বিজলীর আলো আসে প্রচন্ড নিনাদে
ছম ছম সাঁই সাঁই শো শো রিমঝিম বৃষ্টি মাঝে
ভাঙা গড়ার খেলা চলে এমন ঝড়ে তোমাকে মনে পড়ে,,,

মন্তব্য ১০ টি রেটিং +৫/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০২২ রাত ১:৪২

জটিল ভাই বলেছেন:
আপনার কবিতা এই মাঝ রাতে প্রেম জাগিয়ে দিলো প্রিয় বড় ভাই :)

৩০ শে এপ্রিল, ২০২২ সকাল ৮:১৮

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

২| ৩০ শে এপ্রিল, ২০২২ রাত ৩:১৪

মরুভূমির জলদস্যু বলেছেন: আমিও বুষ্টির অপেক্ষায় আছি।

৩০ শে এপ্রিল, ২০২২ সকাল ৮:১৯

সেলিম আনোয়ার বলেছেন: এখানে এখনো বৃষ্টি পড়ে পাতা নড়ে তার কথা মনে পড়ে...

৩| ৩০ শে এপ্রিল, ২০২২ রাত ৩:৫৮

সাগর কলা বলেছেন: - কবিতাটা অনেক ভালো লাগল ভাইয়া।

৪| ৩০ শে এপ্রিল, ২০২২ সকাল ৮:৫০

পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর

৫| ৩০ শে এপ্রিল, ২০২২ সকাল ১০:২৩

বিজন রয় বলেছেন: ব্লগে আসা হয় না, তাই আপনার কবিতা পড় হয়নি ।
আজকে পড়লাম অনেক দিন পর।

বর্তমান সময়ে এসে আপনার কবিতাগুলি আরো সরলরেখায় হওয়া উচিত।

৬| ৩০ শে এপ্রিল, ২০২২ বিকাল ৫:৫০

খায়রুল আহসান বলেছেন: বর্ষার প্রভাব থেকে ভাবুক বাঙালির মুক্তি নেই। বৃষ্টির জলে প্রকৃতি আর্দ্র হয়, বাঙালির কবি মনও। বৃষ্টিপাতের সময় হাওয়ায় হাওয়ায় প্রকৃতি দোলে, বাঙালির মনও।

চারটে প্রজাপতি?

৭| ০১ লা মে, ২০২২ সন্ধ্যা ৬:০৭

কালো যাদুকর বলেছেন: ঝড়ের কবিতায় আসংকা বেশ প্রকাশিত হয়েছে।

৮| ০৭ ই মে, ২০২২ রাত ৯:৪৪

আহসানের ব্লগ বলেছেন: সুন্দর কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.