নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
হে কবি, বাংলার রবি
তোমার আলোয় যেন হেথা আলোকিত সবই..
তোমার গানে লাগে প্রাণে দোলা
তোমার কবিতা যাবে না যে ভোলা।
তুমি হৃদয়ের কথা হৃদয় গ্রাহী করে
বলে গেছো অবলীলায় অকাতরে,
হে কবি তোমার স্থান আজও যে অম্লান
প্রতিটি বাঙালির অন্তরের গভীরে শেকড়ে।
হে কবি ভোরের রবি বিনম্র শ্রদ্ধা জানাই ওগো তোমারে।
শত বর্ষের ও পরে আজি
লিখছি যে তোমায় নিয়ে
জানি না আরও কতদিন লিখবো বাংলা বর্ণ-মালায় অপার ভালোবেসে
তোমার মতন করে।
যতই লিখি জানি শোধ হবে না কোন দিন
তোমার লেখার ঋণ, তোমার আশ্রয়ে প্রশ্রয়ে তবুও লিখে যাবো
হৃদয়ের আকূলতা পুরোনো সেই দিনের কথা শোনবি কিরে আয়
কবি গুরু অবিরাম লিখে গেছেন সোনার বাংলায়।
হে কবি তুমি যে জন্মেছিলে এই দিন ।
তুমি আছো তুমি রবে নীরবে সকল প্রভাত এ
হে কবি, হে গুরুদেব, শুভ জন্মদিন..
ছবি: নেট থেকে
০৮ ই মে, ২০২২ রাত ১১:৫০
সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
২| ০৮ ই মে, ২০২২ দুপুর ১:০১
মরুভূমির জলদস্যু বলেছেন: আজ বৃষ্টি হচ্ছে, হয়তো রবি বাবুর জন্যই।
০৮ ই মে, ২০২২ রাত ১১:৫২
সেলিম আনোয়ার বলেছেন: রাশি রাশি ভারা ভারা ধান কাটা হলো.....
কবি গুরু অনন্য ।
৩| ০৮ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:৩১
ভার্চুয়াল তাসনিম বলেছেন: রবি ঠাকুরের জন্মদিনে লেখা কবিতাটি পড়তে ভালো লাগলো কবি সেলিম আনোয়ার ভাই।
০৯ ই মে, ২০২২ রাত ১২:১৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।
৪| ০৮ ই মে, ২০২২ রাত ৮:২২
শায়মা বলেছেন: রবিঠাকুরের জন্ম জয়ন্তীতে শ্রদ্ধা এবং শ্রদ্ধা।
কবিতাতে তাকে মনে করার জন্য আরও আরও ধন্যবাদ তোমাকে ভাইয়ু।
০৯ ই মে, ২০২২ রাত ১২:২০
সেলিম আনোয়ার বলেছেন: তোমাকেও সুস্বাগতম ব্লগে। শায়মা অনেক কৃতজ্ঞতা আমাদের কবিগুরুকে মনে রাখার জন্য।
৫| ১৪ ই মে, ২০২২ রাত ৮:১১
খায়রুল আহসান বলেছেন: চমৎকার লিখেছেন, যথার্থ শ্রদ্ধাঞ্জলি! + +
২২ শে মে, ২০২২ রাত ১২:৫০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
©somewhere in net ltd.
১| ০৮ ই মে, ২০২২ সকাল ১০:৩২
শামছুল ইসলাম বলেছেন: চমৎকার কবি বন্দনা।