নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
হে সাম্য চির তারুণ্য
হে মহা বিদ্রোহী রণ ক্লান্ত কবি
বিনম্র শ্রদ্ধা জানাই তোমারে —তোমার জন্মদিনে।
মিলন মন্ত্র গানে চির নিবেদিত যে তুমি।
তুমি দিয়েছো বিলিয়ে সাম্যের বাণী
বাংলার আপামর মানুষের মনে,
তুমি গাইতে পরাধীনতার শৃঙ্খল ভাঙা গান
হে প্রেমিক হৃদয় বিশ্ব প্রেমিক তুমি মানবতার ধ্বজা ধরে
রণতূর্য হাতে অনন্ত প্রেরণা তুমি— করেছো যে দান।
হে স্বাধীনতা প্রেমী! হে চির উন্নত শির!!
তোমার কবিতা গানে
বাংলার সোঁদা মাটির গন্ধ যে মিশে থাকে
গোলামির জিঞ্জির সতত ভেঙে হয়ে যায় চৌচির।
হে বাংলার অটুট ভাতৃত্ব বন্ধনের কবি
বিনম্র শ্রদ্ধা ফুলেল শুভেচ্ছা তোমারে
হে বিদ্রোহী কবি শুভ জন্মদিন।
২৪ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:৩২
সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
২| ২৪ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:২৩
ভার্চুয়াল তাসনিম বলেছেন: শুভ জন্মদিন হে মুসলিম বিশ্বের অহংকার কবি নজরুল।
২৪ শে মে, ২০২২ রাত ৮:১১
সেলিম আনোয়ার বলেছেন: বিনম্র শ্রদ্ধা বিদ্রোহী কবির জন্য ।
৩| ২৪ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:৪৪
মরুভূমির জলদস্যু বলেছেন: বাহ!! চমৎকার
২৫ শে মে, ২০২২ রাত ১:২৪
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ কমেন্টে এবং পাঠে ।
৪| ২৪ শে মে, ২০২২ রাত ৮:০৯
ঢাবিয়ান বলেছেন: কারার ঐ লৌহকপাট
ভেঙে ফেল কর রে লোপাট
রক্ত-জমাট শিকল পূজার পাষাণ-বেদী।
শুভ জন্মদিন কবি
২৫ শে মে, ২০২২ রাত ১:২৪
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ্ । বিনম্র শ্রদ্ধা বিদ্রোহী কবির জন্য।
২৬ শে মে, ২০২২ রাত ১২:০৩
সেলিম আনোয়ার বলেছেন: যাদের শুভকামনায় আজিকে আমি ধন্য
ভালোবাসার লাল গোলাপ মোর তাদের ই জন্য ।
আগামীর দিনগুলো মোর কাটে যেন ভালো
এই দোয়াই চাই যে শুধু তোমাদের কাছে
জানি জীবন চলার পথে আমার অনেক ভুল আছে
ভুল গুলো শোধরে যাক শুদ্ধ গুলি আমার থাক
আগামীর দিনগুলো মোর হোক আলোক ঝলো মলো।
দেশের তরে দশের তরে করিতে পারি যেন জনম ভরে
আমি যেন রই নিবেদিত পরের হীতে এই অবণীর পরে
হতাশার আধার কেটে বিচ্ছুরিত হয় যেন নতুন আশার আলো
আগামীর দিনগুলোতে মোর ভরে থাকুক ভালো।
২৫ মে ১১ জৈষ্ঠ্য আমারও জন্মদিন। যারা শুভকামনা জানিয়েছে তাদের জন্য অশেষ কৃতজ্ঞতা ।
৫| ২৪ শে মে, ২০২২ রাত ৯:০৪
জগতারন বলেছেন:
যদি থাকিতে বাঁচিয়া এ জগতে……
ছুটিয়া যাইতাম তোমার কাছে দু’দন্ড সময় কাটাইতে,
হে মরমি কবিঃ কাজী নজরুল ইসলাম।
২৬ শে মে, ২০২২ রাত ১২:১১
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ সঙ্গে থাকার জন্য ।
৬| ২৪ শে মে, ২০২২ রাত ১১:৪২
জ্যাকেল বলেছেন: এমন একজন লোক বর্তমানে খুবই দরকার।
২৬ শে মে, ২০২২ রাত ১২:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে অনেক ধন্যবাদ।
৭| ২৪ শে মে, ২০২২ রাত ১১:৪৩
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
২৬ শে মে, ২০২২ রাত ১২:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ।
৮| ২৫ শে মে, ২০২২ সকাল ১০:৩০
মিরোরডডল বলেছেন:
২৬ শে মে, ২০২২ রাত ১২:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার গান। নজরুল নিজে গান করতেন।
৯| ২৫ শে মে, ২০২২ রাত ১১:৪৯
ঢুকিচেপা বলেছেন: বিদ্রোহী কবির জন্মদিনে তাঁর প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।
২৬ শে মে, ২০২২ রাত ১২:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: বিনম্র শ্রদ্ধা সাম্যের কবি ভ্রাতৃত্ব বন্ধনের কবি ।
১০| ২৬ শে মে, ২০২২ রাত ১২:৫৮
রোবোট বলেছেন: কেক কুক কৈ? কেক ভালো না লাগলে মিলাদের জিলাপী দেন। আর নাহয় নিচের পোস্ট পড়েন। টেকটুকা লাগবে না। (নিজেই নিজের ঢোল পিটাই।)
https://www.somewhereinblog.net/blog/robotrobotblog/29039811
২৬ শে মে, ২০২২ রাত ১:০৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১| ২৪ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:১৭
হাবিব বলেছেন: বিদ্রোহী কবির জন্মদিনে এমন সুন্দর কবিতা উপহার দেয়ার জন্য ধন্যবান জানাচ্ছি