নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

প্রিয় অভিনেতা হুমায়ূন ফরীদি শুভ জন্মদিন!!!

২৯ শে মে, ২০২২ রাত ১:২৮




২৯ মে বায়ান্নে জন্ম তাঁর
মৃত্যুটা যে পহেলা ফাল্গুনে
সারাটি জীবন কাটলো তার যেন— হাসি আর গানে।
অভিনয় ছিল তার শিল্প সম্ভার
অতুলনীয় যেন গুণে আর মানে।

কৌতুকের রাজা যে তিনি
ট্রাজেডিরও ঠিক তাই, অভিনয়ের ভিন্ন মাত্রা
তার যাদুতে খল চরিত্রও যে জনপ্রিয়
গুণে মানে ওঠে যায় —অনন্য উচ্চতায়।

তিনি হাসালেন তিনি কাঁদালেন
তিনি বাড়ালেন হাত— আর্ত পীড়িতের সেবায়।
তিনি দাঁড়ালেন তিনি নাড়ালেন
বোধের দেয়াল বারেবার
ভালোবেসে জীবনে যারে জড়ালেন
শেষ জীবনে তাও যে হারালেন
নিঃসঙ্গ একাকী হলেন তাই।

দিনে দিনে অভিনয় গুণে ক্রমাগত
নিজেকেই যেন ছাড়া লেন
অভিনয়ের দ্যুতি ছড়ালেন
অভিনয় জগতের লুব্ধক তিনি তার তুলনা নাই।
মরে গেছেন তিনি যেন সেই কবে
এখনও যারা বেঁচে আছে
তাদের চেয়ে আজও যেন বেশি —
জীবিত উজ্জীবিত তিনি রূপালী পর্দায়।

এক সমুদ্র হৃদয়টি তাঁর
একাকিত্বের করাল গ্রাসে, মরেছেন যেন— ধোকে ধোকে
অসহ শোকে জীবনের শেষটায়।

তবুও তাকে দেখে তা বুঝার উপায় নাই।

এমনই এক সুমহান অভিনেতা
আজকের এই দিনে তাঁর শুভ জন্মদিনে
তাঁরে বিনম্র শ্রদ্ধা আর স্বাগত জানাই।

শুভ জন্মদিন হে অভিনয় রাজ— কিংবদন্তী
শুভ জন্মদিন হে— অপার নান্দনিকতা
আজকের এই দিনে আমরা তোমায় ভুলি নাই;
ভুলবো না কোন দিন!

নিজ কর্মগুণে তুমি যে গুণি
কীর্তি তোমার চিরদিন রবে অমলিন
তোমার কাছে আমরা যে ঋণী ।

সুপ্রিয় অভিনেতা হুমায়ুন ফরীদি
তোমায় স্মরি আজও তাই— বিনম্র শ্রদ্ধায়।

( ফরীদির নাটক দেখার অপেক্ষায় বসে থাকতাম। যেদিন টিভিতে ফরীদির নাটক থকতো সরাদিন এভাবনাই কাজ করতো যে নাটক দেখতে হবে মিস করা নামুঙ্কিম)ফরীদি একজরন বীর মুক্তিযুদ্ধা। ফরীদির অভিনয় অন্যদের ছাপিয়ে । ফরীদি অভিনয় জগতর রাজা।ফরীদি কর্মের মাঝে অনেক দিন বেচে থাকুক এই শুভকামনা ।)




মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে মে, ২০২২ রাত ২:০৭

কালো যাদুকর বলেছেন: আমিও ওঁনার নাটকের ভক্ত ছিলাম। এরকম দক্ষ অভিনয় শিল্পী আজকাল আর দেখা যায় না। কবিতায় প্লাস।

২৯ শে মে, ২০২২ রাত ২:০৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ।

বিনম্র শ্রদ্ধা প্রিয় অভিনেতা হুমায়ূন ফরীদি...

২| ২৯ শে মে, ২০২২ রাত ২:২৪

মরুভূমির জলদস্যু বলেছেন: ফরিদীর অভিনয় আমার বেশ পছন্দের ছিলো।

২৯ শে মে, ২০২২ রাত ২:২৬

সেলিম আনোয়ার বলেছেন: তিনি মানুষ হিসেবেও ছিলেন অসাধারণ।

৩| ২৯ শে মে, ২০২২ রাত ৩:২৯

অপু তানভীর বলেছেন: হুমায়ূন ফরীদিকে আমি ছোট বেলা থেকে অপছন্দ করতাম । বাংলা সিনেমাতে তার নেগেটিভ চরিত্র গুলোর জন্য । পরে যখন অভিনয় ব্যাপারটা আরও ভাল করে বুঝতে শুরু করলাম তখন আসলে উপলব্ধি করতে পারলাম যে তিনি কত শক্তিশালী একজন অভিনেতা ছিলেন ! তারপর তো বাংলা সিনেমা দেখাই বন্ধ হল । তবে নাটকে তাকে দেখতাম । তার নাটক মানেই অন্য রকম কিছু ! মানুষ হিসাবে তাকে জানার পর থেকে তার প্রতি আলাদা ভালোবাসা তৈরি হল !

শুরু থেকেই আপনার প্রোফাইলে তার ছবি ।

শুভ জন্মদিন তাকে ! ওপারে ভাল থাকুন প্রিয় অভিনেতা !

২৯ শে মে, ২০২২ ভোর ৬:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্ট ফরীদি ওপারে ভাল থাকুন এই শুভকামনা থাকলো ।

৪| ২৯ শে মে, ২০২২ সকাল ৮:১১

শেরজা তপন বলেছেন: আপনার অতি প্রিয় একজন মানুষ তিনি -আমাদের ও প্রিয়!
শুভ জন্মদিন প্রিয় অভিনেতা

০৫ ই জুন, ২০২২ রাত ৮:২৪

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ কমেন্টে এবং পাঠে।

৫| ২৯ শে মে, ২০২২ সকাল ৮:২৯

প্রতিদিন বাংলা বলেছেন: মৃত্যুর পর কোনো মানুষের জন্মদিন পালন না করে শুধু মৃত্যুদিবস পালন করলে কেমন হয় ?
(এতে অন্তত দুটো লাভ দেখি )

০৫ ই জুন, ২০২২ রাত ৮:২৯

সেলিম আনোয়ার বলেছেন: আসলে এই নিক ফরীদিকে জীবিত করে তোলে। নিকের ছবি জনাব ফরীদির ছবি। তাই জন্মদিন এই নিক থেকে হওয়াটা যৌক্তিক । তাছাড়া নিকটির জন্মও ফরীদির মুত্যুর পর অথবা ফরীদির মৃত্যু কারণ সম্পর্কিত। ফরীদির নাটক অভিনয় দেখে পার করা সময় যখন অকাল প্রয়াণে বেকার হয়ে গেলো। সে সময় টুকু ব্লগিং নিয়ে নিলো।.....


ধন্যবাদ। কমেন্টে এবং পাঠে ।

৬| ২৯ শে মে, ২০২২ সকাল ১১:৩৫

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

০৬ ই জুন, ২০২২ রাত ১:০৩

সেলিম আনোয়ার বলেছেন: সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

৭| ৩০ শে মে, ২০২২ বিকাল ৪:৪৯

ফয়সাল রকি বলেছেন: একজন জাত অভিনেতা ছিলেন তিনি। শ্রদ্ধা।

০৬ ই জুন, ২০২২ রাত ১:০৪

সেলিম আনোয়ার বলেছেন: অশেষ কৃতজ্ঞতা চমৎকার কমেন্টে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.