নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
তোমার উপস্থিতি রক্তের শিরায় উপশিরায় ধমনীতৈ
প্রতিটি অনুভূতিতে স্নায়ুতে হাড়ে জীবন চলার প্রতিটি বাঁকে
তোমার হাত ধরে চলতে শেখা বলতে শেখা লিখতে শেখা
বাবা তুমি প্রতি ঈদের কেনাকাটা অনেক আদর
শাসন বারণ চলার পথে— আবশ্যিক এক ব্যকরণ
.. স্নেহের আঁধার একটা পাহাড় আশা ভরসার
তুমি সাহস তুমি প্রেরণা তুমি আধার ভালোবাসার
তোমার চাইতে নয় বড় আকাশের ঐ যে তারা
বাবা তুমি বেঁচে থাকো সুস্থ সবল দেহ নিয়ে শতবছর তারও বেশি
স্রষ্টার কাছে প্রার্থনা করি যেমন করে তুমি করেছো লালন পালন
তেমন করেই স্রষ্টা যেন তোমার জন্য করেন আয়োজন দুজাহানে
বাবা তুমি মাথার মণি মাথার উপর সুশীতল ছায়া
আজকে শুধু নয় এ জীবনে প্রতিটি দিন প্রতিটি ক্ষণই
তোমার কাছে যেন ঋণী তোমার তুল্য যে আর কেহ নয়
তোমার তরে জনমভরে নত মস্তকে হাজার সালাম
তুমি জন্ম দিয়েছিলে বলে আমি যেন কানায় কানায় পূর্ণ হলাম
পূর্ণিমার ঐ চাঁদের মতন; আজকের এই দিনে বিনম্র শ্রদ্ধা তোমায়।
১৯ শে জুন, ২০২২ বিকাল ৩:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে অনেক ধন্যবাদ।
২| ১৯ শে জুন, ২০২২ বিকাল ৪:০৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বাবা দিবসে পৃথিবীর সকল
বাবাদের প্রতি শ্রদ্ধা।
অসাধারন কবিতার
জন্য ধন্যবাদ
আপনাকে
সেলিম
ভাই।
২০ শে জুন, ২০২২ বিকাল ৪:৪৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।
৩| ১৯ শে জুন, ২০২২ বিকাল ৪:০৭
মোহাম্মদ গোফরান বলেছেন: কমেন্ট মডারেশনে নাকি? আগের মন্তব্য কই গেল?
২০ শে জুন, ২০২২ বিকাল ৪:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: আগের মন্তব্য আমি দেখিনি।
ধন্যবাদ।
৪| ১৯ শে জুন, ২০২২ বিকাল ৪:৩৩
আলমগীর সরকার লিটন বলেছেন: সকল বাবার প্রতি বিনম্র শ্রদ্ধা ভালবাসা আর
অনেক দোয়া ভাল থাকুক------ সুস্থ থাকুক
২০ শে জুন, ২০২২ বিকাল ৪:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৫| ১৯ শে জুন, ২০২২ রাত ৮:২১
লেখার খাতা বলেছেন: হেপী ফাদার'স ডে ২০২২!
২০ শে জুন, ২০২২ বিকাল ৪:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৬| ১৯ শে জুন, ২০২২ রাত ১১:৫১
কালো যাদুকর বলেছেন: আজ বাবা দিবস। সকালে বেড়িয়ে ছিলাম কয়েকটি হাতের কাজ শেষ করতে। দেখি স্টোর গুলোতে বড় বড় বেলুনে হ্যাপি ফাদারস ডে লিখা। লোকজন কিনছে।
আসলে আমাদের বাবা দিবস তো প্রতিদিনই। বিদেশে একদিনই বাবা দিবস। একদিনই ।
কবিতা সুন্দর হয়েছে।
২০ শে জুন, ২০২২ বিকাল ৪:৫১
সেলিম আনোয়ার বলেছেন: প্রতিদিনই বাবাদের থাক । সুন্দর কমেন্টে অনেক ধন্যবাদ।
৭| ২০ শে জুন, ২০২২ রাত ১:৪৩
রাজীব নুর বলেছেন: দাররুন আবেগময়।
২০ শে জুন, ২০২২ বিকাল ৪:৫১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৮| ০৪ ঠা জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:২৬
নিলাম্বরী সন্যাসী বলেছেন: সাবলিল লিখা
©somewhere in net ltd.
১| ১৯ শে জুন, ২০২২ বিকাল ৩:৩০
সৈয়দ মশিউর রহমান বলেছেন: চমৎকার কবিতা।