নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

ঝড়ের রাতে !!!!

২৩ শে জুন, ২০২২ বিকাল ৫:৪২



তোমার সাথে আমার জুটি
ভালোবাসার খুঁনসুটি
যেন গড়ে দিলেন বিধাতা নিজ হাতে
—সেই সে ঝড়ের রাতে।
সুদীর্ঘ প্রতীক্ষার তাই হলো যেন ছুটি ।
বুকেরও ভেতর— ওঠেছিলো ঝড়
প্রেমে স্পন্দনে কাঁপছি যেন থরোথর
ঝড়ে কাঁপে যে মোম বাতি—
চলার পথে ঝড়ের রাতে আমি যে তোমার সাথি
তোমারও হাল একই,
সোনার ময়না পাখি ।
রাতের তারা আকাশে তখন জ্বলছিলো মিটিমিটি
মোরা দু’জন একই ছাতার নীচে যেন প্রেম ঢেকে রাখি
মোরা দু’জন হংসমিথুন— ঝড়ের কারসাজিতে ।
অপ্রগলভ প্রেমের হাল খাতা তোমার পাতা
হয়েছিলো প্রস্ত্তুত— আমার তাই এই কবিতা লিখালিখি।
তুমি আমি কপোত কপোতি জানে সকলজনে
তোমার আমার প্রেম কভু যায় না যেন বিফলে
কথা দাও বাসবে ভালো তুমি শুধুই আমাকে
মোরা দুজন স্বর্গ সুখে— হবো যে মাখামাখি..

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুন, ২০২২ বিকাল ৫:৪৯

মরুভূমির জলদস্যু বলেছেন: চমৎকার

২৩ শে জুন, ২০২২ বিকাল ৫:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্ট এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

২| ২৩ শে জুন, ২০২২ সন্ধ্যা ৬:৫৩

ভার্চুয়াল তাসনিম বলেছেন: ভাল লাগল ।

৩| ২৩ শে জুন, ২০২২ সন্ধ্যা ৭:৪৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চমৎকার কবিতা
আনোয়ার ভাই!

৪| ২৩ শে জুন, ২০২২ রাত ১০:৪৪

রাজীব নুর বলেছেন: অতি মনোরম কবিতা।

৫| ২৪ শে জুন, ২০২২ সকাল ৭:০৪

পদাতিক চৌধুরি বলেছেন: বেশ আবেগময় অনুভূতি তুলে ধরেছেন।

৬| ২৪ শে জুন, ২০২২ রাত ১১:৫০

ঢুকিচেপা বলেছেন: ঝড় সবকিছু তছনছ করে, সেই ঝড়ই যখন দু’জন হংসমিথুনকে এক করেছে তাহলে আর কোন চিন্তা নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.