নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

সুস্বাগতম পদ্মা সেতু

২৬ শে জুন, ২০২২ সকাল ১১:৪২



এ যেন স্বপ্নের সেতু বন্ধন
অপার বাস্তবতায় দিলো ধরা
মরে গেছে কতো প্রাণ অতীতে সলিল সমাধি হয়ে
কতো . সময় হলো যে পার অযাচিত ফেরি পারাপারে
ক্ষণিকের ক্ষুদ্র জীবন থেকে।
অবশেষে হলো তার টেকসই সমাধান
দেখতেও যে মনোলোভা
সপ্তার্যের মতোই যেন পায় সে শোভা
উন্মত্ত সর্বনাশা পদ্মা নদীর বুকে
করি তাই গুণগান—
এভাবেই স্বপ্নরা দিক ধরা,
এভাবেই হোক বিরচন— স্বপ্নের সেতু বন্ধন;
বিভেদের দুই ধার, দুই তীর, সর্বনাশা উন্মত্ত নদীর।
দিনে দিনে আরও সমৃদ্ধ হয় যেন বাংলাদেশ
আর নয় অযাচিত দূর্ঘটনা কোন
আর নয় অযাচিত কাল ক্ষ্যাপন।
পদ্মা সেতু মঙ্গল বয়ে আনুক দেশের দশের সকলের তরে
অনন্ত কাল ধরে—
সতত, এই প্রার্থনা মনে।


আমাজন নদীর বছরে গড় পানিপ্রবাহ ৮.১ মিলিয়ন কিউসেক, সর্বোচ্চ ১২ মিলিয়ন কিউসেক। পদ্মা নদীর বছরে গড় পানিপ্রবাহ ১.২ মিলিয়ন কিউসেক, কিন্তু বর্ষাকালে প্রবাহ হয় ২৬ মিলিয়ন কিউসেক, যা আমাজন নদীর দ্বিগুণেরও বেশি। সেতু করার সময় গড় প্রবাহ ম্যাটার করে না, ডিজাইন করতে হয় সর্বোচ্চ প্রবাহকে মাথায় রেখে। সেই দিক বিবেচনায় পদ্মায় সেতু নির্মাণ আমাজনে সেতু নির্মাণের চেয়েও দুঃসাধ্য। সেই দুঃসাধ্য সাধন হলো। স্বপ্নের পদ্মাসেতু বহু ঘটনা তর্কবিতর্ক পার হয়ে শুভ উদ্ভোদন হলো। আশা করছি এই সেতু দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে বাংলাদেশের কাঙিক্ষত সমৃদ্ধির দ্বার উন্মুক্ত করবে অনেকখানি । আর ধন্যবাদ এর স্বপ্নদ্রষ্টা আর স্বপ্নবাস্তবায়নের সফল কারিদরদের।

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুন, ২০২২ সকাল ১১:৪৬

হাসান জাকির ৭১৭১ বলেছেন: পদ্মা সেতু এদেশের প্রতিটি বাঙালীর কাছেই গর্ব-অহংকার, মাথা উচু করে দাড়াবার সবচেয়ে বড় অনুপ্রেরণা।

২৬ শে জুন, ২০২২ দুপুর ১২:০৮

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ। সুন্দর মন্তব্যের জন্য।

২| ২৬ শে জুন, ২০২২ দুপুর ১২:২০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর কবিতা।

২৬ শে জুন, ২০২২ সন্ধ্যা ৭:১০

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ। চমৎকার কমেন্টে ।

৩| ২৬ শে জুন, ২০২২ দুপুর ১২:৩১

জুল ভার্ন বলেছেন: অসাধারন সুন্দর কবিতায় স্বপ্নের পদ্মা সেতুর উপস্থাপণ!!! +

২৬ শে জুন, ২০২২ সন্ধ্যা ৭:১১

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ জুল ভার্ন । কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৪| ২৬ শে জুন, ২০২২ দুপুর ১২:৪৯

আলমগীর সরকার লিটন বলেছেন: নেক অনেক শুভ কামনা রইল কবি দা

৫| ২৬ শে জুন, ২০২২ দুপুর ১:০০

মরুভূমির জলদস্যু বলেছেন: ভালো লিখেছেন

৬| ২৬ শে জুন, ২০২২ দুপুর ১:২৫

রাজীব নুর বলেছেন: সুন্দর হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.