নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

ইচ্ছে করে নয়

৩০ শে জুন, ২০২২ দুপুর ২:১৯



আজ ভিজে গেছে অঙ্গ মোর বৃষ্টির জল তরঙ্গে
ইচ্ছে করে নয় ভালোবাসা হলে এমনই নাকি হয় ।
চাই বা না চাই— তাতে কী বা আসে যায় ?
স্রষ্টা ঢেলে দিলেন যেন রহমতের আষাঢ়ের বৃষ্টি
শত ব্যস্ততার মাঝে যেন সত্যের মুখোমুখি দাঁড়িয়ে
আমি যে ভিজে গেছি আজ— ভিজে গেছে এই মন
প্রেম ছাড়া পৃথিবীতে আছে কী আরকিছু এত দামী
নেই নেই নেই— জানেন অন্তর্যামী।
ইচ্ছে করে নয় ভালোবাসলে এমনই হয়।
ভিজে গেছে মাঠ সবুজ ঘাস ভিজে গেছে মাটি
তোমার আমার প্রেম যেন সখি খাঁটি সোনার চেয়ে খাঁটি ।
যেন কত যুগ যুগ ধরে চলছে চলবে এই অবণীর পরে
কেমন আছো তুমি খুব জানতে ইচ্ছে করে
আমি শুধু এতটুকু জানি পেয়েছি তোমার মন ষোল আনা
নেই যে আর বাকি এইবার চলবে প্রেম শুধু তুমি-আমি
না না আর কিছু নয়, ভালোবাসা পৃথিবীতে সোনার চেয়ে দামি ।



ইচ্ছে পাখি

আজ মুষুলধারে বৃষ্টি নামুক সারা বাংলায়
পাপপঙ্কিল পৃথিবীর বুক যেন ধূয়ে যায়
মুছে যায় অযাচিত বেদনারা— সুখের ফোয়ারা
যেন ছুটে, যেন প্রেম উছলিয়া ওঠে তব প্রাণে
যেমন উছলিয়া ওঠে পাহাড়ি ঝর্ণাধারা প্রবল বর্ষণে
আজ তোমার- আমার অভিসার হয়ে যাক
কবিতা আর গানে সুবাস ছড়াবে ফুল ভ্রমরা হবে আকূল
আজ প্রেমের বসন্ত যেন নেমে আসে ধরাতে বৃষ্টির জল ছুঁয়ে
আজ ভেসে যাক সব— হয়ে যাক সয়লাব
জমাট বাঁধা অভিমান গলে যাক মোমবাতির মতো;
ফিনিক্স পাখির মতো আজ পূণর্জন্ম হোক অপ্রগলভ প্রেম
আজ ভেসে যাক ডুবে যাক যা আছে সব
শুধু প্রেমটাই বাকি থাক তোমার আমার অভিসার কামনায়
আমার কলমে তোমার কাগজে প্রেমের এপিটাফ
লেখা হয়ে যাক— খুদিত হয়ে থাক সোনার হরফে
ইতিহাসের পাতায় হয় যেন অব্যয় অক্ষয়
পাখিসব গেয়ে ওঠুক শুধু তোমার আমার প্রেম বন্দনায়।



মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুন, ২০২২ দুপুর ২:৩০

মোহাম্মদ গোফরান বলেছেন: সুন্দর কবিতা‍ইয় ভালো লাগা সেলিম ভাই।

৩০ শে জুন, ২০২২ দুপুর ২:৩২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।

২| ৩০ শে জুন, ২০২২ বিকাল ৩:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর কবিতা

৩০ শে জুন, ২০২২ বিকাল ৪:০৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৩| ৩০ শে জুন, ২০২২ বিকাল ৩:৩৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: মনোরম কবিতা।

৩০ শে জুন, ২০২২ বিকাল ৫:০১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

৪| ৩০ শে জুন, ২০২২ বিকাল ৪:৫৩

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: আপনার কবিতাগুলো সুন্দর।

৩০ শে জুন, ২০২২ বিকাল ৫:০২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে কৃতজ্ঞতা । নতুন একটি কবিতা এড করে দিলাম । আর অর্থবছ র ২১-২২ সমাপ্তি দিন ।

৫| ৩০ শে জুন, ২০২২ বিকাল ৫:১২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: বাহ! বেশ বেশ...

০৪ ঠা জুলাই, ২০২২ দুপুর ১:১০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

৬| ৩০ শে জুন, ২০২২ বিকাল ৫:৩৮

শেরজা তপন বলেছেন: ব্লগে আপনার কবিতাই( আরো দু-একজন আছে) পড়ি মাঝে মধ্যে। ভাল লাগা

০৫ ই জুলাই, ২০২২ সকাল ১১:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৭| ৩০ শে জুন, ২০২২ সন্ধ্যা ৭:১৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
চমৎকার হয়েছে দুটই।

০৫ ই জুলাই, ২০২২ সকাল ১১:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: মরুভূমির জলদস্যু
কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।

৮| ০১ লা জুলাই, ২০২২ রাত ১:৪৮

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
ভাষা সুন্দর।

০৫ ই জুলাই, ২০২২ সকাল ১১:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৯| ০১ লা জুলাই, ২০২২ রাত ২:১৬

ভার্চুয়াল তাসনিম বলেছেন: ২ কবিতাই হৃদয় স্পর্শ করেছে।

০৫ ই জুলাই, ২০২২ সকাল ১১:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা আপনার জন্য।

১০| ০১ লা জুলাই, ২০২২ বিকাল ৪:০১

খায়রুল আহসান বলেছেন: বাহ, সুন্দর দুটো কবিতা লিখেছেন! + +

প্রেমের সুগভীর অনুভবে
প্রতিটি পংক্তিতে নীরবে
এনেছে প্রেমময় দ্যোতনা
এনেছে আষাঢ়ে বন্যা!

০৫ ই জুলাই, ২০২২ সকাল ১১:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.