নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

তুমি যেন ঘোমটা টানা বউ

০৭ ই জুলাই, ২০২২ দুপুর ১২:০৪



তুমি যেন লাজ রাঙা বউ—
তাই গোপনেই করো পাঠ
মোর লেখা কবিতা;
আর অদৃশ্য থেকে যাও
সব বেগানা চোখ থেকে ।

গোপনেই যে ভিজে যাও
মোর কলমের আচড়ে
সঙ্গোপনে তুমি পোয়াতি সুখ খুঁজে নাও
আনন্দ অশ্রু ঝরে পড়ে দুনয়নে —
তোমার মায়াবি জঠর থেকে
সৃজিত শিশু যেন— আমার কলমের কালি শুষে।

তুমি তাই সযতনে স্নেহের পরশ
বুলিয়ে দাও—নিরবে নিভৃতে ভালোবেসে যাও।

তুমি যে দিকবিজয়ী— নেপথ্য কারিগর
শত মানুষের ভীড়ে, প্রেমের নীড়ে
আবশ্যিক পাঠ্য কবিতা আতুড় ঘরে
ভোরের আলোর মতই প্রকাশিত হয়
তোমাকে ঘিরে।

পাঠক পাঠে তা মুগ্ধ বিমোহিত
তৃপ্তির ঢেঁকুর তুলে— আমাদের খুঁজে ফেরে
কল্পনায় স্বপ্নে —অপার বাস্তবতায়
তোমার আমার মিলন কাব্য
অনুভূতির ক্যানভাসে রচে যায় রোজ
মোরা যেন ধ্রুব তারা তাই নক্ষত্রে আকাশে।

পথহারা নাবিক করে যার করে সন্ধান
সতত প্রার্থনায়— গন্তব্যে পৌছতে হলে
নেই তার বিকল্প কোন
ক্ষণিকের মান অভিমানের বরফ কেটে কেটে
আমরা ছুটে চলি— আবেগ অনুভূতি মোদের
যেন তাই রঙিন প্রজাপতি।
ইচ্ছে ডানা মেলে—বলোনা ক্ষতি? কি ক্ষতি কী?
তোমার আমার সঙ্গম স্রষ্টার অনুমোদনে
বর্ষার আকাশে ভেসে থাকা মেঘ রাশি
যেমন বারিধারা হয়ে নেমে আসে ধরাতে
সোদা মাটির গণ্ধ মেখে হয় যেন সঙ্গম
সবুজের উল্লাসে—
মহেন্দ্র ক্ষণ হয় বিরচন ।

তাই সবার অগোচরে থেকে
তুমি যেন ঘোমটা টানা বউ আমার—
শতভাগ যেন কেবল তোমার অধিকারে..

------------------------------

সবাইকে অগ্রিম ঈদ মুবারক। সবাই আনন্দে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন এই শুভকামনা । ঢঙ্গীও যেন ভালো থাকে।






মন্তব্য ১১ টি রেটিং +৩/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুলাই, ২০২২ দুপুর ১:৩১

জ্যাকেল বলেছেন: আপনার বউ খুব ভাল মনে হয়। কবিতাও তাই দারুণ হইয়াছে।

২| ০৭ ই জুলাই, ২০২২ দুপুর ১:৩৬

মরুভূমির জলদস্যু বলেছেন: চমৎকার

৩| ০৭ ই জুলাই, ২০২২ দুপুর ২:১৭

ইসিয়াক বলেছেন: চমৎকার কবিতা।

৪| ০৭ ই জুলাই, ২০২২ দুপুর ২:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর কবিতা

৫| ০৭ ই জুলাই, ২০২২ দুপুর ২:৪৭

নজসু বলেছেন:



শুরুতে রোমান্টিকতার মাখামাখি।
শেষে কিঞ্চিৎ ১৮+
ঘোমটা টানা বউয়ের লাজ ভাঙানোর দরকার কি?
লাজুক লতা ঘোমটা টানা বউই ভালো।

ঢঙ্গীটা কি সঙ্গী হবে? টাইপো মনে হচ্ছে।

ধন্যবাদ প্রিয় কবি মাখামাখি সুন্দর একটি কবিতা উপহার দেবার জন্য।

লাইক।

৬| ০৭ ই জুলাই, ২০২২ বিকাল ৩:০৫

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা। একদম সহজ সরল সুন্দর।

ঈদ মোবারক।

১৮ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:১১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৭| ০৭ ই জুলাই, ২০২২ বিকাল ৪:১১

শূন্য সারমর্ম বলেছেন:


সদ্য বিবাহিতদের পড়া আবশ্যক।

১৮ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:১০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৮| ০৭ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:১৭

মিরোরডডল বলেছেন:




তুমি যেন লাজ রাঙা বউ—

তুমি যেন ঘোমটা টানা বউ আমার—



কবিতার শুরু এবং শেষের দুটো লাইনই বলে দিচ্ছে এ কবিতা বউয়ের জন্য না ।
অবশ্যই না ।
এটা প্রেয়সীকে নিয়ে লেখা কবিতা ।
যদি সে বউ হতো, কেমন হতো সেই অনুভূতি !

ঢঙ্গীকে নিয়ে লেখা কবিতা ভালো হয়েছে :)


১৮ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:০৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। ঢঙ্গী তো বউই আমার। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.