নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

চলো না দু’জনে মিলে . বৃষ্টি নামাই

১৭ ই জুলাই, ২০২২ দুপুর ২:০০



সুচেতনা,
যাবে যদি যাও সে তোমার স্বাধীনতা
ভালোবেসে আমায় তুমি যে মুক্তবলাকা
তুমি চাইলেই পেতে পারো সব—মম প্রেমের প্রগাঢ় অনুভব
বলেছি তো আমি হৃদয়ে ব্যাকুলতা শুনিতে কি পাও?
ভেবেছো কী কখনো তুমি যাবার পর
কোথায় হবে আমার বসত ঘর ।

সুবিবেচনা,
যেতে হয় যদি যাবে!!
বলো না সোনা কে তোমায় আটকাবে?
তোমার আছে সেই স্বাধীনতা
শুধু জেনে রাখো—
তোমার বিদায়ে থেমে যাবে একটা পৃথিবী
লেখা হবে না আর কোন কবিতা
অচল হয়ে রবে তোমার আমার প্রেমের কক্ষপথ
চোখের যত জল প্রতীক্ষার সুদীর্ঘ সব রাত অম্ল-মধুর ক্ষণ
দিয়েছিলে তুমি যা উপহার মুছে যাবে ধূয়ে যাবে যেমন করে ধূয়ে যায় পৃথিবী
অঘোর বর্ষণের পর।

আহা যেন কতো যুগ যুগ ধরে
এই অবনীর পরে—

জানতে যদি চাও
আমার ছো্ট তরী হয়ে যাবে যে ফেরারী—তোমার বিহনে..
এ টুকু বলতে পারি—ঠিক তেমন করেই চাই
আগেরই মতন করে—
যেমন করে তৃষিত চাতক যেন তীর্থের কাক বৃষ্টির কামনায়।

সারা পৃথিবীতে তীব্র তাপদাহ চলছে
যেন তুমি যে মোর পাশে নাই সেই কারণে।
চলো না দুজনে ভালোবেসে বৃষ্টি নামাই
প্রশান্তির এক পশলা বৃষ্টি— মোরা দুজনে যেন কপোত কপোতি
তবুও যেতে যদি চাও— যাও !!!

মনে রেখো শুধু আমায় পাবে না খুঁজে এই ক্ষণিকের ধরনীতে
মরা মাছের চোখের মত মরে পড়ে রবে এ হৃদয়
অক্সিজেনের মতো তোমাকে যে চাই—অপ্রগলভ ভালোবাসায়…
এসো গো মোর কাছে— ভালোবেসে চলো না দু’জনে . বৃষ্টি নামাই



মন্তব্য ২২ টি রেটিং +৪/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুলাই, ২০২২ দুপুর ২:০৫

নজসু বলেছেন:



এই তপ্ত দুপুরে মুষলধারে বৃষ্টি চাই প্রিয় কবি।

১৭ ই জুলাই, ২০২২ দুপুর ২:৪১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।

২| ১৭ ই জুলাই, ২০২২ দুপুর ২:১৯

জুল ভার্ন বলেছেন: অসাধারন সুন্দর কবিতা! +

১৭ ই জুলাই, ২০২২ দুপুর ২:৪২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।

৩| ১৭ ই জুলাই, ২০২২ বিকাল ৩:১৬

তারেক ফাহিম বলেছেন: ভালো লাগা।

১৮ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:০১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবংভালো লাগায় অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।

৪| ১৭ ই জুলাই, ২০২২ বিকাল ৩:২৬

আখেনাটেন বলেছেন: বাহ, যে দুর্দান্ত কবিতার পসরা সাজিয়েছেন.....এবার তাপদাহের উপর গীতল বৃষ্টির ধারা না এসে পারে। :D


*অক্সিজেনের মতো তোমাকে যে চাই—অপ্রলভ ভালোবাসায়… -- এটা কী 'অপ্রলভ' নাকি 'অপ্রগলভ' হবে?

সুন্দর কবিতা পাঠে মুগ্ধ হলাম।

১৮ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:০২

সেলিম আনোয়ার বলেছেন: টাইপো ঠিক করা হলো ।

৫| ১৭ ই জুলাই, ২০২২ বিকাল ৫:৫০

মোগল সম্রাট বলেছেন: অক্সিজেনের মতো তোমাকে যে চাই—অপ্রগলভ ভালোবাসায়…...

১৮ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:০২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।

৬| ১৭ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:৫০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বৃষ্টি চাই,
বৃষ্টি নাই!
তার চেয়ে চলেন বৃষ্টিতে ভিজি

১৮ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:০৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।

৭| ১৭ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৫৪

পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর কবিতা

১৮ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:০৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।

৮| ১৭ ই জুলাই, ২০২২ রাত ৮:৪০

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
কবিতার বাইরে আর কিছু লিখেন না কেন?

১৮ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:০৪

সেলিম আনোয়ার বলেছেন: আমি শুধু কবিতা লিখি স্রষ্টার অনুমোদনে তাইতো বৃষ্টি নামে ।

৯| ১৭ ই জুলাই, ২০২২ রাত ৯:০৬

আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার,




আসলেই বৃষ্টি চাই - কবিতাটির মতো ঝরঝর!

দু’জনে মিলে যদি বৃষ্টি নামাতেই পারেন তবে ব্যাঙদের আর বিয়ে দেয়ার ঝামেলায় যেতে হয়না। ( আজকের কোনও এক টিভির খবরে দেখলুম বৃষ্টির আকাঙ্খায় ব্যাঙদের বিয়ে দেয়া হচ্ছে জাঁক জমকের সাথে! )

১৮ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:০৫

সেলিম আনোয়ার বলেছেন: আহমেদ জী এস

দারুন কমেন্ট।

ভালোবাসর ব্যাঙ কোথায় যে গেলো ।

১০| ১৮ ই জুলাই, ২০২২ রাত ১২:২২

মরুভূমির জলদস্যু বলেছেন: চমৎকার হয়েছে।

১৮ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:০৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।

১১| ১৮ ই জুলাই, ২০২২ দুপুর ১:২২

রাজীব নুর বলেছেন: কবিতাটা আবার পড়লাম।

১৮ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:০৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.