নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
অবশেষে এসেছে কাঙিক্ষত বৃষ্টি
এ যেন মোর আহবানে তব মৌন সম্মতি
কবিতা লেখার পর দৃষ্টিগোচর হলো
অভিমানের জমাট বাঁধা মেঘ ভেঙে
নেমে এলো স্বস্তি—মোদের শহর জুড়ে
রিমঝিম রিমিঝিম শন শন
প্রশান্ত হলো তাই তনুমন ।
এবার তো হলো—
এবার এসো তবে
তব কাঙিক্ষত মম বাহুডোরে
পরম আদরে ভরে দেবো সুখ— তোমাতে
যেমন করে গুঁজে রাখো রক্তগোলাপ তোমার দীঘল চুলে
লাগে সুন্দর অদ্ভুত—তেমন করে।
অবশেষে এসেছে— কাঙিক্ষত সেই ক্ষণ
স্রষ্টার অশেষ কৃপায় ভিজে গেছে তনু মন
এসো গো বৃষ্টি রাণী— চিরন্তনী রূপ ধরে
এসো হে বৃষ্টির নুপূর পায়ে
এসো গো সা রে গা মা তা থৈ তা থৈ
এসো গো ফোঁটাবো ফুল এবার মিশে যাবো দুই কূল—তুমি কৈ
ভেবে দেখেছো কী কখনো তুমিও এখন আর নও যে তোমার দখলে
চেয়ে দেখো তোমার সারা পৃথিবী মন্ত্রযপে তুমি শুধু আমারই।
প্রেম যে অমোঘ শক্তিধর আছে কী তা জানা?
এইবার প্রিয়তমা— দাও মোরে সাড়া
তোমার কাঙিক্ষত পৌরুষ আছে মোর এই খানে
অন্যথা পাবে না তা কোনদিন
এসো তবে বৃষ্টি নামাই নব নব সৃষ্টির প্লেরণায়
অবশেষে এসেছে বৃষ্টি ক্ষণিকের এই ধরায়…
তোমার আমার প্রেম যেন যুগ যুগ ধরে রয়ে যাবে অমলিন।
১৯ শে জুলাই, ২০২২ বিকাল ৫:২৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
©somewhere in net ltd.
১| ১৮ ই জুলাই, ২০২২ রাত ৮:৫৯
মোহাম্মদ গোফরান বলেছেন: ভালো লাগলো।