নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
এবার দেখো হবে—
শান্তির সুবাতাস বইবে চারিদিকে
প্রশান্তির বৃষ্টি এসে শীতল হবে গা
এবার দেখো হবে—
এইখানে মনের ময়ূর মহলে
পরিপূর্ণতা।
এবার পাবে প্রাণ,
হৃদস্পন্দন ঢিপ ঢিপ ঢিপ
হৃদয়ে প্রেমের সন্ধান;
এবার দূর থেকে আসবে ভেসে
পাখির কলতান।
এবার পূর্ণ হবে কবিতার ইন্দ্রজালে
সকল আদান-প্রদান।
জমেছে যা ক্ষণে ক্ষণে—দুজনার মনে
বর্ষণ মুখর ক্ষণে
তোমার আমার মিলন অভিসার।
এবার হবে পাখি— এবার হবো সোনা
ভালোবাসাবাসি—তোমাতে আমাতে
শুধুই মাখামাখি বাবুই পাখির মতো বাসা বুনা।
আঙুলে আঙুলে ওষ্ঠে ওষ্ঠে এবার কথাকথি
তোমাতে আমাতে
আর যেন না হয়—সময়ের অপচয়।
এবার মিলবে চার আঁখি
এবার . চার পা
তোমার আমার প্রেমের ক্যানভাসে
আসুক নেমে আনন্দ মুখরতা—সব খানে
এবার আমি তুমি
তলোয়ার আর খাপ
বর্ষণমুখর ক্ষণে ভালোবেসে সয়লাব।
১৯ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:২৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।
২| ১৯ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:১৫
জুল ভার্ন বলেছেন: কবিতার প্রত্যাশা জীবন ও জগৎ সংসারে বাস্তবায়ন হোক
+
©somewhere in net ltd.
১| ১৯ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:২৬
মরুভূমির জলদস্যু বলেছেন:
চমৎকার