নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
মুষলধারে বৃষ্টি হলো
বৃষ্টির ছটা গায়ে মেখে
লাগলো ভালো—
বাহির থেকে এলাম হেথা
দেখি কোথাও নেই— বৃষ্টি ফোটা
কোথায় যে চলে গেলো—কোথা হারালো?
যেন তোমার মতই আড়াল হলো।
উজ্জ্বল আলোক ঝলোমল দিন
প্রখর রৌদ্র প্রকাশ — যেন খড়া
শ্রাবণ দুপুর নগ্ন পায়ে
বৃষ্টির নূপুর কোথায় যে তারা?
—মুখ লুকালো।
তবে কী আমার উপর
করেছে ভর—তোমার প্রেম
বের হলেই যে বৃষ্টি আসে
মেঘলা আকাশ মেঘের দল— হাওয়ায় ভাসে
হাসের দল যেমন জলে।
বুঝিনা হায় কী যে করি!
এতো আর নতুন কিছু নয়
হয়েছে যে মন বিনিময়
যেন এক যুগেরও আগে
যতটুকু বাকি আছে —সেটাও বোধ হয়
পূর্ণ হবে এবার তবে ষোল কলা পূর্ণিমার শশীর মত।
কবিতা লিখে দিয়েছি তো অনুমোদন
কীসের এখন এতো তাড়া
সন্দেহ করা এবার ছাড়ো
ভালোবাসি দিবানিশি বাসবো আরও
এবার না হয় ভনিতা ছাড়ো—
এসোগো কাছে নাও না ভরে তোমার ভেতর
তোমার পাওনা ষোল আনা..
কড়ায় গণ্ডায়
আমার শহর তোমার গলি উৎসব মুখর..
০৪ ঠা আগস্ট, ২০২২ দুপুর ১২:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
২| ২৭ শে জুলাই, ২০২২ রাত ৯:০৯
মরুভূমির জলদস্যু বলেছেন: চমৎকার
০৪ ঠা আগস্ট, ২০২২ দুপুর ১২:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৩| ২৭ শে জুলাই, ২০২২ রাত ১০:০৯
মনিরা সুলতানা বলেছেন: কী সুন্দর শিরোনাম !
০৪ ঠা আগস্ট, ২০২২ দুপুর ১২:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: আপনার কবিতা শিরোনাম ভালোলাগাতে অনেক ধন্যবাদ।
৪| ৩১ শে জুলাই, ২০২২ রাত ৯:২০
খায়রুল আহসান বলেছেন: আজও তো কিছুক্ষণ আগে এক পশলা বৃষ্টি হয়ে গেল। প্রচণ্ড গরমে কিছুটা স্বস্তি পাওয়া গেল। আশাকরি, আজকের অনুভূতি নিয়েও নতুন একটা কবিতা লিখবেন।
০৪ ঠা আগস্ট, ২০২২ দুপুর ১২:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: বৃষ্টি হচ্ছে প্রতিদিনই। গতরাতেও বেশ চমকালো আকাশ। তবে যত গর্জে তত বর্ষে না হলো ।
©somewhere in net ltd.
১| ২৭ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:২২
জুল ভার্ন বলেছেন: একেবারেই ভিন্ন ধরনের একটা কবিতা! চমৎকার লিখেছেন কবি। +