নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

প্রণোদনা

১১ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:৫৮



তোমারে আমার লাগে ভালো
হতাশার আঁধারে তুমি জ্বালাতে পারো যে আলো মোর জীবনে।
তোমার বুকে আছে ঘ্রাণ—কাঁঠাল চাঁপার সুবাস যেন
হলফ করে বলতে পারি তোমার মাঝে আমার উজ্জীবনি সুধা
তোমার স্বপ্ন শুধুই আমি
তুমি আমার সাধানা—
কবিতা লেখার প্রেরণা
স্বপ্নসুখের ভাবনা— এসো হে প্রেম করি
স্রষ্টার অনুমোদনে তাইতো লেখি
তোমার মাঝে ভালোবাসার অনন্ত নদী যেন দেখি
নৌকো নদী খেলবো বলে
যেন কতো যুগ যুগ ধরে— তুমি আমার পরাণ পাখি।
সে যেন এক অফুরন্ত ভান্ডার
তোমার মাঝে যে স্বর্গ সরোবর
আমি যেন তাতে এক পানকৌড়ি
বদ্ধকারাগার ছাড়ো হে নারী— মম প্রেমের অধিশ্বরী
এসোগো প্রার্থনা করি—
এসোগো সাধনা করি—
এসোগো বন্দেগী করি— অ্নন্ত সঙ্গমে..
এসো করি খেলা, আঙুলে আঙুলে কালো দীঘল চুলে
সাধনায় কাটুক বেলা— এবার তবে।
চলো ভালোবেসে বৃষ্টি নামাই, মহেন্দ্র ক্ষণ সৃজনে…
তোমার আমার প্রেমের চেয়ে বড় কোন উপাসনা নেই এই ভূবনে
চলো না এবার কাটুক বেলা— সৃষ্টি সুখের অন্বেষণে।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১১ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:৫২

অরণি বলেছেন: সুন্দর কবিতা।

১৪ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

২| ১২ ই আগস্ট, ২০২২ রাত ১:০২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বরাবরের মতোই চমৎকার!

১৪ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ। শুভকামনা ।

৩| ১২ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:০০

মোহাম্মদ গোফরান বলেছেন: প্রিয় কবিতাটি যাকে নিয়ে লেখা হয়েছে,

কবি আপনাকে বড্ড ভালোবাসেন। এই ভালোবাসা নির্ভেজাল। আপনি প্লিজ কবির মর্মবেদনা কে সুখে রূপান্তরিত করুন।


ইতি
আপনার ছোট ভাই।

১৪ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৪| ১৩ ই আগস্ট, ২০২২ রাত ১১:৪১

ঠাকুরমাহমুদ বলেছেন:



সাধন সঙ্গী ছাড়া সাধনা হয় না। তবে সাধন সঙ্গী হন্তারক হতে পারে! তাই “ওরে আমার পাগল মন চিন্তা ভাবনা কইরা তুমি দিও তোমার মন” আপন আপন করিস যারে সে তো আপন নয়! - আর্ক (ব্যান্ড সঙ্গীত গ্রুপ)


১৪ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্ট বিজ্ঞ ব্লগার। নিরন্তর শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.