নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

আর যদি না—ই পারি!!!!

১৭ ই আগস্ট, ২০২২ সকাল ১১:২২






পালন করার দরকার আছে
জন্মদিনেই মৃত্যুরে মোর হয় যে স্মরণ
—বেশি করে।
অতীতের সাফল্য ব্যর্থতা ভালো—মন্দ
চুলচেরা হিসেব নিকেশ বিচার করে
তবেই হবে যে নবযাত্রা— চলার পথে।

ভুলগুলো শোধরে নিয়ে চুলচেরা বিশ্লেষণে
হয় যেন মোদের আগামীদিনের বিচরণ
নতুনভাবে বেঁচে থাকার আত্নপ্রত্যয়ে
এ জীবনে তবেই যে শুধু—বারে বারে
নবজন্ম হতে পারে।

মহান প্রভু ভালোবাসেন ক্ষমা করা আমরা জমাই পাপ
দিনে দিনে বাড়ে যে শুধু . জীবন সায়াহ্নে হয় যে অনুতাপ।
এমন দিনে তাই মোরা চাই ক্ষমা জানা অজানা পাপে
করি যে প্রার্থনা—মোরা যেন চলতে পারি সরলপথে
তুমি আমি হংস মিথুন আমোঘ প্রেমে সুপ্রিয় প্রিয়ংবদা
স্রষ্টার কাছে হৃদয়ের গভীর থেকে মিনতি করি যে সদা
অনেক ভালোবেসে শুধু যে তোমায়— যেন অনাদি কাল থেকে।

তাই পালন করার দরকার আছে
ঘটা করে জানিয়ে দিতে, কেটে গেলো কেটে গোলো ..
ঘড়ির কাটা যে টিক টিক
জন্মিলে মরিতে হয় ঠিক
মরণের পরও সাফল্য ব্যর্থতা যে আছে
করবো না আর অবহেলা।

এসো সবে ভেদাভেদ যাই ভুলে
শুভ জন্মদিন বলে এই বেলা।
—সহজ সুন্দর মসৃন হয় যেন . জীবন কাফেলা।



জীবনটা তো আর কিছু নয়
তোমার আমার মিথোজীবিতা।
সময়ের অপচয় আর নয় চলো
বিশ্বমানবতাটারে বুকে লয়ে
হয় যেন দুজনার মন বিনিময়
মোদের— এই বেঁচে থাকা চলার পথে
স্রষ্টার দরবারে করি সেই প্রার্থনা—
তোমারে অভিবাদন সুস্বাগতম হে
সত্য সুন্দরীতমা মম অন্তরতমা…


মন্তব্য ১২ টি রেটিং +৫/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৭ ই আগস্ট, ২০২২ সকাল ১১:৪৬

জুল ভার্ন বলেছেন: শুভ কামনা।

১৭ ই আগস্ট, ২০২২ সকাল ১১:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: বীর মুক্তিযোদ্ধা ব্লগে সুস্বাগতম। কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।

২| ১৭ ই আগস্ট, ২০২২ সকাল ১১:৪৭

আলমগীর সরকার লিটন বলেছেন: ভিন্ন এক স্বাদে বেশ উপলব্ধিকর কবি দা
ভাল থাকবেন------------

১৭ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:০১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৩| ১৭ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: শুভ জন্মদিন

শুভকামনা

২২ শে আগস্ট, ২০২২ সকাল ১১:১৭

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ। আপনাকেও শুভজন্মদিন। নিরন্তুর শুভকামনা ।

৪| ১৭ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৫২

সাড়ে চুয়াত্তর বলেছেন: সুপাঠ্য ও সুন্দর কবিতা।

২২ শে আগস্ট, ২০২২ সকাল ১১:১৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৫| ১৭ ই আগস্ট, ২০২২ রাত ৯:১০

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া।

তুমিও মনে রাখো সব সময় আমাকে। অনেক অনেক ভালোবাসা! :)

২২ শে আগস্ট, ২০২২ সকাল ১১:১৯

সেলিম আনোয়ার বলেছেন: শুভজন্মদিন হে শুভ হোক তোমার প্রতিটি ক্ষণ।

অনেক অনেক ভালোবাসা।

৬| ১৭ ই আগস্ট, ২০২২ রাত ১০:২০

খায়রুল আহসান বলেছেন: সুন্দর।
শেষের লাইনদুটো চমৎকার হয়েছে।

২২ শে আগস্ট, ২০২২ সকাল ১১:২০

সেলিম আনোয়ার বলেছেন: মেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.