নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
তোর ভালোবাসা
তোর ভালোবাসা বুকে লয়ে
আরও একশো বছর বেঁচে থাকা যায় অনায়াসে
আরও ভালোবাসা পেলে
লিখে দেবো আরও এক সহস্র কবিতা
তুই আমার হলে আমরা হবো মুক্ত বলাকা
বাংলার উন্মুক্ত প্রান্তরে
তুই নরম উর্বর সোঁদামাটি হলে আমি হবো লাঙলের ফলা
এভাবেই স্বপ্ন জাল বুনে কেটে যায় বেলা..
তুমি কী চাওনা ভিজিতে?
তুমি কী চাওনা ভিজিতে আমাদের পঁই পঁই প্রেমে
প্রচণ্ড গরমে যেন ত্রাহি ত্রাহি ক্ষণ
তবুও তুমি কাছে এলে যেন জুড়িয়ে যায় মন
যেন এক বুক সুখ বয়ে বেড়াও মম হৃদয়ের করা নাড়াও ক্ষণে ক্ষণে
দাও সুখ এক বুক ধুকধুক কারণে অকারণে
শরতের আকাশে থেকে থেকে ভেসে বেড়ায়
সাদা মেঘের ভেলা
অদ্ভুত সুন্দর তুমি যেন এক বসন্ত কাফেলা
তুমি যেন দাবদাহ সরিয়ে সুশীতল নদী
আমি নৌকো মাঝি দৃঢ় প্রত্যয়ে
তুমি কী তবে বসন্তের ফেরিওয়ালা এই প্রাণে
তোমাকেই ভাবি তাই সারাক্ষণ আমি আনমনে
২২ শে আগস্ট, ২০২২ সকাল ১১:২৮
সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
২| ২২ শে আগস্ট, ২০২২ সকাল ১১:৪২
আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ প্রেমময় রোমান্টিক কবি দা
০৫ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:০৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৩| ২২ শে আগস্ট, ২০২২ দুপুর ১২:০৬
জুল ভার্ন বলেছেন: রোমান্টিক কবিতা! খুব ভালো লেগেছে। +
০৫ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:১০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৪| ২২ শে আগস্ট, ২০২২ দুপুর ১:০০
মরুভূমির জলদস্যু বলেছেন: চমৎকার
০৫ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:১০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা
৫| ২২ শে আগস্ট, ২০২২ দুপুর ১:০৯
পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর। বেশ আবেগময় লাগলো।
০৫ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:১১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৬| ২২ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:২০
মিরোরডডল বলেছেন:
কি ব্যাপার সেলিম ?
আজ “তুমি” শব্দটায় আপুর লিংক নেই কেনো ।
কখনও থাকবে কখনও না, এটা কিন্তু ঠিক না ।
তাহলে কি ধরে নিবো এই কবিতা অন্য কারো জন্য
০৫ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:১২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৭| ২২ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৪০
মনিরা সুলতানা বলেছেন: একদম মনের গভীর থেকে উঠে আসা লেখা।
০৫ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:১৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৮| ২৭ শে আগস্ট, ২০২২ রাত ১০:২৬
রাইসুল সাগর বলেছেন: ভাই সালাম নিবেন, এক যুগেরও বেশি সময় ধরে প্রেমের কবিতা লিখে যাওয়া আপনাকে স্যালুট। আপনার দিন হোক আনন্দময়। শুভকামনা নিরন্তর।
০৫ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:১৪
সেলিম আনোয়ার বলেছেন: বহুদিন পর ব্লগে আপনাকে পেয়ে ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা। ভালো থাকুন সবসময় ।
©somewhere in net ltd.
১| ২২ শে আগস্ট, ২০২২ সকাল ১১:১৮
সৈয়দ মশিউর রহমান বলেছেন: প্রেমরে কবিতা।