নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

জানা এই দিনে তোমাদের জন্য নিরন্তর শুভকামনা!!!

১৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৪৯

জানা এই দিনে তোমাদের জন্য নিরন্তর শুভকামনা
--------------------------
আর ও একটি মাইলফলক
হয়ে গেলো পার— জীবন নৌকার
আর ও একটি বৎসর কেটে গেলো— টিকটিক
আনন্দ বেদনার মিশ্রন সমাচার।
আপন পর বুঝে না যে— যমদূত
অনায়াসে নেয় কেড়ে একান্ত আপনজন
যদিও বুঝতে চায় না— অবুঝ মন,
তবুও এতটুকু যায় যে বুঝা সহজে
আসলে সবাই একা মৃত্যু পথযাত্রী —যে
জীবনের নিয়মেই কেটে যায় দিন আর রাত্রি ,
তবুও একা বেঁচে থাকাতে নেই যে কোন স্বার্থকতা
মানব জীবন হয় যেন উৎসর্গ কৃত পরের হিতে
দশজনের মঙ্গলে নিহিত যে সাফল্য প্রদীপ শিখা
অন্ধকারে দাও গো আলো যতটুকু পারো
যত বাঁধা গোলক ধাঁধা দাও ভেঙে অনায়াসে
বাঁধ ভাঙার উচ্ছাসে ,তোমার আওয়াজ
ভেঙে দিতে পারে সব অপসংস্কৃতি অনাচার ।
এই অবধি কমতো করোনি ,
জানি আরও ঢের বেশি আছে বাকি..
জানা নেই জানা নেই— কী তোমার অভিলাষ ?
শুধু জানি জানা জানে বাঁধ ভাঙার উচ্ছ্বাস ।
শুভ জন্মদিন হে মহীয়সী রমনী— জানা
এই দিনে তোমাদের জন্য নিরন্তর শুভকামনা।


মন্তব্য ১৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৫২

মোহাম্মদ গোফরান বলেছেন: প্রিয় কবি

আপনাকে অনেক দিন পর দেখলাম।

শ্রদ্ধেয় জানা মাম কে জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা।

কবিতা অসাধারণ।

১৮ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:২৬

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে সামহুয়ার ইন ব্লগের গুরুত্ব অনেক। ডিজিটাল বাংলাদেশের ক্ষেত্রে ব্লগ আর জানা তাই মাইলস্টোন কোন সন্দেহ নেই । জানার জন্মদিনের নিরন্তর শুভকামনা।

২| ১৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৫৩

খায়রুল আহসান বলেছেন: চমৎকার! + +

১৮ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:২৭

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ চমৎকার কমেন্টে।

৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৫৬

শেরজা তপন বলেছেন: রাতে মনে হয় ভাল ঘুম হচ্ছে ইদানিং সেলিম ভাই? রাত জেগে আর কবিতা লেখা হয়না মনে হয় তেমন?

আপনার সাথে সুর মিলিয়ে বলি; শুভ জন্মদিন হে মহীয়সী রমনী জানা এই দিনে তোমাদের জন্য নিরন্তর শুভকামনা।

১৮ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৩২

সেলিম আনোয়ার বলেছেন: রাতে গভীর ঘুমে থাকি বিষয়টি সত্য নয়। আসলে ঘুম হয় না। কিন্তু লেখার সুযোগ হয়ে ওঠে না। সালমান আর মুয়াজ আমাকে মায়ার বাধনে বেঁধে রাখে আর কর্মব্যস্ত রাখে। ওদের সঙ্গে অসাধারণ মুহুর্ত গুলি আমাকে দারুন ভাবে পুলকিত করে আনন্দ দেয়।

মহীয়সী রমনী জানার জন্মদিন আমাদের জন্য আনন্দের উৎসবের । উৎসব মুখর পরিবেশেই আশা করি ব্লগমাতা জানা জন্মদিন পালন করবো নিকট ভবিষ্যতে।

ধন্যবাদ কমেন্টে।

৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:০৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
শ্রদ্ধেয় জানা আপার জন্মদিনে
শুভেচ্ছা।
কবিকে ধন্যবাদ।

১৮ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৩২

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও ধন্যবাদ চমৎকার মন্তব্যের জন্য ।

৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:৩৭

জুল ভার্ন বলেছেন: জন্ম দিনের শুভেচ্ছা।

১৮ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ জুলভার্ন । আপনার জন্য শুভকামনা ।

৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:৩৩

সোহানী বলেছেন: অনবদ্য। জন্মদিনের শুভেচ্ছা জানা আপুকে।

১৮ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।

৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ২:৫৬

জানা বলেছেন:

কবিতার জন্যে ধন্যবাদ এবং কৃতঞ্গতা সেলিম আনোয়ার। মন্তব্য যাঁরা ভালবেসে আমাকে মনে করেছেন তাঁদের সবাইকে ধন্যবাদ এবং ভালবাসা। ভাল থাকবেন সবাই এবং সুস্থ সুন্দর ব্লগিং অব্যহত রাখুন।

১৮ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: জন্মদিন আপনার জন্য আনন্দবার্তা নিয়ে আসুক। আপনি সাফল্য লাভ করুন জীবনের প্রতিটি ক্ষেত্রে। আর ভালো থাকুন সপরিবারে।

সতত শুভকামনা সুপ্রিয় জানা আপনার সুস্বাস্থ্য কামনা করি ।

৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:২১

মিরোরডডল বলেছেন:




জানা নেই জানা নেই— কী তোমার অভিলাষ ?
শুধু জানি জানা জানে বাঁধ ভাঙার উচ্ছ্বাস ।
শুভ জন্মদিন হে মহীয়সী রমনী— জানা
এই দিনে তোমাদের জন্য নিরন্তর শুভকামনা।



জানাপুকে জন্মদিনের বিলম্বিত শুভেচ্ছা ।

কিছুদিন আগে জাদিদের একটা পোষ্টের লিংক ধরে জানাপুকে দেখলাম, জানলাম, মুগ্ধ হলাম ।
What I love about her, she’s very confident.
আই উইশ হার অল দ্যা বেস্ট ।


২১ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:২০

সেলিম আনোয়ার বলেছেন: মিরোর ডল কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

@ জানা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.