নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

এখন সেই কবিতা লেখা হবে অনন্ত গরবে !!!!

১৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:৪৬

এখন ঘুমিয়ে পড়েছে সবাই রাতে
চারিদিকে নিরবতা তাই __ওঠবে জেগে প্রাতে
এখন হতে পারে বিরচন
কবিতা যে তুলেছে পেখম মনে,
যেন অনন্যোপায় হয়ে কবিতা
এখন ধরা দিবে লেখা হবে তা কাগজে কলমে ।

কবিতা এখন যেন বশীভূত কোন এক রাবণের কাছে
নেই তার ধার আর আগের মতো
ভালোবাসা হীনতায় যে মরে গেছে
মরা মাছের চোখের মত উবে গেছে কর্পূরের মত
কবিতা এখন ভীষণ মলিন যেন এক ছিন্নপত্র
অতীতের ভুল গুলো কাঁদায় শুধু নীরবে
এখন কবিতা লেখা হবে বিচ্ছেদে
অজস্র রাত জেগে জেগে উপাসনার এই তবে প্রতিদানে
ছলনার ধ্বংস স্তুপ থেকে ফিনিক্স পাখির মতো
সৃষ্টি কবিতা এখন হয়তো ধরা দেবে সঙ্গমে
নাচের পুতুলের মতো মনিবের সন্তুষ্টি ক্রিয়া
এখন আর দেয় না ধরা হাতে সোনার হরিণ
ভালোবাসা দিনে দিনে হয়ে যায় যেন লীন
হয়তো এমনই হওয়ার কথা ..

ভালোবাসায় অবহেলা যেন এক গুরুতর পাপ
ভাঙা কাচের মতো
একে একে ভেঙে পড়ে খসে পড়ে ধ্বসে যায় মিথ্যের প্রাসাদ।
বিশুদ্ধ প্রেম দেয় না যে ধরা সহজে
সতত চেষ্টাতেই শুধু ভাগ্যবানের ললাটে জুটে তা
দিনে রাতে খেলা চলে শুধু ঠুনকো স্বার্থের দ্বন্দ্বে
আহত পাখির মতো ডানা ঝাপটায় শুধু
অনন্ত কালের সাধনা থেকে যায় অসহায় স্পর্শের বাহিরে
রাতের নীরবতা ভেঙে এখন সেই কবিতা লেখা হবে অনন্ত গরবে।





মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১:১০

মরুভূমির জলদস্যু বলেছেন: চমৎকার হয়েছে।

২০ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:০৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

২| ১৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১:৫৮

ককচক বলেছেন: সুন্দর কবিতা

২০ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:০৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:৪০

রানার ব্লগ বলেছেন: বাহ !!!

২০ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:০৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৪| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:১০

সোনালি কাবিন বলেছেন: সময়টা বেগের। আবেগ কর্পূরের মত উবে যাচ্ছে। কবিতায় নির্মোহ বাস্তবতার উপস্থাপন।

২১ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:১৮

সেলিম আনোয়ার বলেছেন: সোনালি কাবিন ব্লগে সুস্বাগতম। সুন্দর কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.