নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

ফেরা ( অভিনন্দন সাফ বিজয়ী বাংলাদেশ মহিলা ফুটবল যোদ্ধাগণ ) !!!!

২০ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৪৯




ওরাই তারুন্য ওরাই যে বরেণ্য ভাগ্য বিধাতা
জীবন যুদ্ধের দায়ভার স্কন্ধে লয়ে
ওরা যেন পৌরাণিক বীর।
ক্ষুধার্ত ব্যাঘ্রের মতো প্রতিপক্ষের রক্ষণভাগ
ভেদ করে ইতিহাস গড়তে জানে ওরা,
দুচোখে ওদের জয়ের নেশা— লক্ষ্যে স্থির
ওরা জানে না যেন হারতে ওরা যে যুধিষ্ঠীর।
ওরা জানে বাঁধ ভাঙার কাব্য
ওরা জানে বীরের মত লড়তে
প্রতিপক্ষের দূর্গে ওরা যে অপ্রতিরোধ্য।
একে একে সবে তাই হয়ে যায় ধরাশায়ী ।
.সোনার হরিণ হাতে লয়ে ওরা ফিরবে স্বদেশে
বীরের বেশে —ওরা যে দিক্বিজয়ী।
ওরা বাঙালি ওরা বাংলার নারী— যেন সুতীক্ষ্ণ তরবারি
মোদের গরব মোদের আশা।
ওদের সাফল্যে আনন্দের জোযারে ভাসছে স্বদেশ
কবিতা লিখে তারই বন্দনা করি।





মন্তব্য ৯ টি রেটিং +৫/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:১৪

মরুভূমির জলদস্যু বলেছেন: সুন্দর

২০ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:১৬

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ ।

২| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৪৯

অপ্‌সরা বলেছেন: সত্যিই আমি মুগ্ধ! মেয়েরাও এত শক্তিশালী!

কিন্তু তুমি মহিলা বানান কি লিখলে এটা!

২০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:১৭

সেলিম আনোয়ার বলেছেন: টাইপো ঠিক করে দেয়া হলো। চ্যাম্পিয়ন মানসিকতার দল। ওরা পারে ওদের সেই ক্যাপাসিটি আছে। তাদের খেলায় আমি মুগ্ধ। বাংলাদেশ পুরুষ দলের খেলা কখনোই আমাকে এতট মুগ্ধ করতে পারে নি।

৩| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:০০

সেলিম আনোয়ার বলেছেন: মহিলা বানান ভুল হয়েছে কিন্তু এই মেয়েদের অর্জন তাতে কমেনি কিন্তু ‌। ওরা শুধু চ্যাম্পিয়ন নয় ওদের মাঝে আগুন আছে। ওরা চ্যাম্পিয়নের চেয়ে বেশি কিছু। ১০ নম্বর জার্সি ধারী রোনালদিনহোর কথা মনে করিয়ে দিলো। একেকটা অপরাজিতা ফুল। কর্দমাক্ত মাঠ আবার স্বাগতিক দলের বিরুদ্ধে খেলা। সত্যি এটা বিশাল অর্জন।

৪| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৫০

সোনালি কাবিন বলেছেন: সুন্দর কবিতা।

২০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ । সত্যি বাংলাদেশের মহিলা ফুটবল অসাধারণ অনবদ্য ।

৫| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৫৪

জগতারন বলেছেন:
সুন্দর কবিতা।
কবিতায় অসাধারন সুন্দর ও যথাযত শব্দের ব্যাবহার আমাকে মুগ্ধ করেছে।
কবির প্রত আমার সশ্রদ্ধ অভিন্দন।

৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১:২৩

ডঃ এম এ আলী বলেছেন:



কবিতা সুন্দর হয়েছে ।
বাংলার দামাল মেয়েরা দেশের জন্য
যে সন্মান ও গৌরব বয়ে এনেছে
সে জন্যে তারা যথাযথ মর্যাদা
পাওয়ার যোগ্য ।
সাফ বিজয়ী এই মহিলা যুদ্ধাগনের
বেশীর ভাগই দেশের নির্গম এলাকার
হতদরিদ্র পরিবার হতে উঠে এসেছে ।
তাদের বিরত্ব ও গৌরব গথা দেখে
জাতীয় কবির সেই কথাগুলিই মনে বাজে
হে দারিদ্র্য, তুমি মোরে করেছ মহান্‌।
তুমি মোরে দানিয়াছ খ্রীষ্টের সম্মান

ঠিক এমনি ভাবেই এদের শীরে শুভাপাক
সন্মানের মুকুট , তাদের প্রতি রইল সশ্রদ্ধ
অভিনন্দন ও সমৃদ্ধির জন্য শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.