নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
উষ্ণতা নেই আর—
অস্বস্তি কেটে গেছে—তাই
আরাম দায়ক আবহাওয়া
করছে বিরাজ—
যেন তুমি আমাকে ভালোবেসে রয়েছো নির্ভার।
অস্বস্তি কেটে গেছে তাই হৃদয়ের আঙিনা থেকে।
প্রশান্তির বৃষ্টি পড়ে, ভ্যাপসা গরম নেই আর।
এভাবেই যেন লেখা হয় রোজ
অপ্রগলভ প্রেম তোমার আমার..
হৃদয়রাজ্যের দায়ভার থেকে তুমি স্বপ্ন সাজাও
প্রেমহীন বেঁচে থাকার নেই কোন মানে
তুমি জানো কতটুকু ভালোবাসো কত করো ঘৃণা
আমি ছাড়া অচল তুমি— মনে করো কী না
তাই যদি হয় কেন করো ভয়
সহস্র কবিতা সতত সঙ্গী তোমার
এমন গভীর প্রণয় বলো কতজনের হয়
দৃষ্টান্ত দেবার মতো ভালোবাসা অর্থহীন নয়
মম সৌরজগতে তুমি যদি পৃথিবী হও
বিশ্ব মানবতা বুকে লয়ে
স্বার্থক জনম তোমার—সতত সাফল্যময় ।
২| ২৫ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৫০
মোহাম্মদ গোফরান বলেছেন: কবিতা ভালো লাগলো।
৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:২১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
শুধু কাব্যে নয়! বাস্তবেও সকল অস্বস্তি কেটে যাক।
ধন্যবাদ কবি।
৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:২৮
জগতারন বলেছেন:
কবিতা মনোমুগ্ধর।
কবির প্রতি অভিন্দন ও ভালোবাসা জানাই।
©somewhere in net ltd.
১| ২৫ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:২৫
খায়রুল আহসান বলেছেন: নির্ভেজাল প্রেমের কবিতা। + +